
ঘুমের ঘোরে ঘুমিয়ে পড়ে জেগেছিলাম গভীরের মধ্য-রাতে,
যেন দূর বহুদূর থেকে ধেয়ে আসছে ঢেউয়ে ঢেউয়ে
অজস্র অগুনতি বিষণ্ণেরা;
এ যেন বিবস্ত্রতার আহাজারি, শোক সন্তপ্ততা!
আমি কী জেগে আছি? আমি কী ঘুমিয়ে আছি?
জেগে/ঘুমিয়ে স্বপ্ন দেখছি? স্বপ্নেরা কী ঘুমে তলিয়ে যাচ্ছে!
না-কী ঘুমেরা স্বপ্ন দেখছে!
বিষাদ-জীবনে বিষণ্ণতার জলছাপে
বিষকনাগুলো জেগে আছে, জীবনের পরতে পরতে;
ঘুমের জাগরণে,
আড়াল আবডাল-হীন আলোফোটা ভোর
আজানের সুরে উড়াল দিচ্ছে, জল-উচ্ছ্বাস-জীবনে,
সোনা-রূপোয় ধুইয়ে;
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বিষণ্ণরা ছুটে আসছে তবুও বেঁচে থাকার, ভালো থাকার সুখ টুকু খুঁজে নিই। বিষণ্ণতা সরে যাক ভোরের আলোর আগমনে। অফুরন্ত শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
সব/সকল বিষণ্ণতা উজিয়ে আমরা বেঁচে থাকতে চাই, আনন্দের সরোবরে।
নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
নিশ্চয় এমন ভোর আসবে। স্বপ্ন গুলো জাগ্রত হোক। মানুষ তো স্বপ্নেই বাঁচে। প্রকৃতি আড়মোড়া ভপঙ্গে জেগে উঠুক।
শুভ কামনা সবসময়
ছাইরাছ হেলাল
অধরা স্বপ্ন গুলো ধরা দিক এই এখানের পৃথিবীতে, তা-ই চাই।
ভাল থাকুন।
পপি তালুকদার
বিষন্নতা রাত কেটে আলোক উজ্জ্বল ভোর আসবেই আসবে…
সুন্দর কামনা নিয়ে বেঁচে থাকা ই জীবন।
শুভ কামনা রইলো।ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
উজ্জ্বল ভোরের প্রত্যাশাই আমাদের বাঁচিয়ে রাখে/বাঁচায়। আমরা বাঁচি।
অনেক অনেক শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
মৃত্যুর মিছিল দেখে আসলেই শঙ্কিত হচ্ছি ভাই। এ যেন স্বপ্নকেও হার মানিয়েছে। করোনার এই অসহায়ত্ব আমাদের সত্যিকার বাস্তবের মৃত্যুপুরী দেখাচ্ছে।
দোয়া রাখবেন ভাই।
ছাইরাছ হেলাল
মিছিল আমাদের এখানেও এসে পৌঁছেছে,
আমরা শুধু তাঁর-ই সাহায্যের আশায় থাকি।
সাবধানে থাকবেন, আপনারা।
ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
আমরা সবাই একই অবস্থায় আছি। সবই চলছে করছি কিন্তু সেই ভালোলাগা, স্পৃহা নেই। কেড়ে নিয়েছে কেউ।
আবার সেই ভালোলাগা ভোর ফিরে আসুক আযানের ধ্বনির মত এই কামনা।
ছাইরাছ হেলাল
আপনার এ কথা গুলোই আমাদের দৈনন্দিন প্রার্থনায় রাখি।
আজান আসুক সব গ্লানি ধুয়ে মুছে।
ধন্যবাদ আপনাকে।
সঞ্জয় মালাকার
বিষণ্ণরা ছুটে আসছে তবুও বেঁচে থাকার,আনন্দে থাকার,
ভালো থাকবেন দাদা শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনি ও নিরাপদে থাকবেন।
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
গভীর ঘুম হঠাৎ ভেঙে গেলে কেমন যেন একটা বিহ্বলতা পেয়ে বসে। মনের মধ্যে অজস্র ভাবনা এক নিমিষেই জরো হয়। ঐ সময়টায় এমন-এমন কিছু চিন্তা আসে যেটা আর অন্য কোন সময়ে ভেবেও ভাবা যায় না। আমি এই অবস্থার একটা নাম দিয়েছি, আমার মনে হয় ঐ সময়ে আমরা অন্যকোনো জগতে থাকি, যাকে বলে আধ্যাত্মিক জগৎ। জানি না, ভুলও হতে পারে, তবে আমার আমিতে থাকি না এটা শিউর।
কি পেয়েছি কি পাইনি,
কি আছে কি হতে যাচ্ছে
প্রাপ্তির সুখ অপ্রাপ্তি নিয়ে ধৈর্য্য, সব সবই ধরা দেয়।
ভাবনার সুতো ছিড়ে যায় একরাশ বিষন্নতার ঝাপটায়।
ছাইরাছ হেলাল
বিষণ্ণতা আমার জীবনের বড় একটি জায়গা জুড়ে থাকে, চেতন অবচেতনে-ও ;
এড়িয়ে যাওয়ার সাধ্যি নেই কারো।
পবিত্রতার অবগাহনে আমরা মুক্তি চাই, পাই বা না-পাই, আবেদনটুকু বিধাতার কাছে পৌঁছুতে চাই।
ভাল থাকুন।