সিনেমার স্যুটিং
দৃশ্য ১ : বাচ্চু রাজাকারদের বাড়ী উৎসবের আমেজ । সবাই অত্যন্ত খুশী।
দৃশ্য ২ : জেলখানা। গোলাম আজম,সাইদি , মতিউর , মুজাহিদ , সাকা রাজাকার গং মেঝেতে কম্বলের উপর বসা। মুখ খুব মলিন।
সাইদি অত্যন্ত দুঃখ কষ্ট বেদনার মুখ নিয়ে বলছে : এ কেমন অবিচার ? আমারা এত বড় বড় রাজাকারদের বাদ দিয়ে বাউচ্চার অপকর্মের রায় হবে প্রথম ? হে আল্লাহ্ তুমি এ কেমন অবিচার করলে আমাদের প্রতি ? আমরা তো বাউচ্চার চেয়ে খুন ধর্ষণ লুট বেশী করেছি/ সহায়তা করেছি , আমাদের বাদ দিয়ে ওর রায়টা আগে দিয়ে দিলে ? 🙁
দৃশ্য ৩ : ২০১৪ , শিশু শ্রেনীর ক্লাস রুম , পাঠ্য বই থেকে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন।
শিক্ষক : ‘ বাংলাদেশে কোন যুদ্ধাপরাধীর রায় প্রথম ঘোষিত হয়েছিল ? এবং কবে ? ‘
ছাত্ররা : একসাথে চিৎকার করে ‘ বাচ্চু রাজাকার এর , ২০১৩ সনের ২১ ই জানুয়ারী । ‘
ইতিহাসে নাম উঠে গেল বাচ্চু রাজাকারের ।
৯টি মন্তব্য
প্রজন্ম ৭১
রায় শেষ , ফাসি হয়েছে বাচ্চু রাজাকারের। আহা কি আনন্দ আকাসে বাতাসে
জিসান শা ইকরাম
ফাসি কার্যকরের অপেক্ষায় ।
শিশির কনা
এ আনন্দ প্রকাশের ভাষা নেই ।
জিসান শা ইকরাম
আসলেই ভাষা নেই ।
লীলাবতী
এই রায় প্রত্যাশিত ছিল । সকল সন্দেহের অবসান হয়েছে এই রায়ের মাধ্যমে।
জিসান শা ইকরাম
অবশ্যই প্রত্যাশিত ছিল।
জবরুল আলম সুমন
এবার রায় কার্যকর করতে যেন আমাদেরকে আরো এক অর্ধশতাব্দি অপেক্ষা করতে না হয় এই তব প্রত্যাশা।
জিসান শা ইকরাম
আইনের কিছু সীমাবদ্ধতা আছে । একারনে বিলম্ব হয়।
নীহারিকা
রায় কার্যকর হওয়ার অপেক্ষায়