আর কটা দিন বাকি

রাসেল হাসান ১১ মে ২০১৫, সোমবার, ০৮:০৪:৫০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য

সময়টা কাটছে খুব দ্রুত,
ঘড়ির কাটা ঘুরছে যেন মুহূর্তেই
ঘন্টা পার হচ্ছে।
হারাচ্ছে একাটা করে দিন!
গাছের পাতা একটা করে ঝরে পড়ছে,
ব্যাস্ত শহর ফাকাঁ হচ্ছে।
রাত ফুরিয়ে আবার আসছে দিন।
এমনি করে কাটছে অলস দিন, দুপুর, রাত!
হারিয়ে যাচ্ছে জীবনের এক একটা বইয়ের পাতা!
আর কয়েকটা অধ্যায় বাকি এ জীবন
নামের বইটার!
হারাচ্ছে অনেক বন্ধুরা, পর হচ্ছে
আপন জনেরা।
আর কটা দিন বাকি যখন শুধু আমি
একাই থাকবো!
নিজেকে নিজের মাঝে বিলিয়ে দেবো।
আমার সুখ আমার দুঃখ আমার মাঝেই
থাক সব কিছুর ভাগ সবাইকে দেওয়া যায়না!
এটাই জীবন, কিছু সুখ কিছু কষ্ট আর কিছু ব্যার্থতার গ্লানি বয়ে নিয়ে শেষ
পর্য্যন্ত পথ চলা!
আর কটা দিন বাকি! যখন দুঃখ নামের
ঝিঝি পোকাটা আমাকে আর জালাতন
করবেনা।

৬০০জন ৬০০জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ