সময়টা কাটছে খুব দ্রুত,
ঘড়ির কাটা ঘুরছে যেন মুহূর্তেই
ঘন্টা পার হচ্ছে।
হারাচ্ছে একাটা করে দিন!
গাছের পাতা একটা করে ঝরে পড়ছে,
ব্যাস্ত শহর ফাকাঁ হচ্ছে।
রাত ফুরিয়ে আবার আসছে দিন।
এমনি করে কাটছে অলস দিন, দুপুর, রাত!
হারিয়ে যাচ্ছে জীবনের এক একটা বইয়ের পাতা!
আর কয়েকটা অধ্যায় বাকি এ জীবন
নামের বইটার!
হারাচ্ছে অনেক বন্ধুরা, পর হচ্ছে
আপন জনেরা।
আর কটা দিন বাকি যখন শুধু আমি
একাই থাকবো!
নিজেকে নিজের মাঝে বিলিয়ে দেবো।
আমার সুখ আমার দুঃখ আমার মাঝেই
থাক সব কিছুর ভাগ সবাইকে দেওয়া যায়না!
এটাই জীবন, কিছু সুখ কিছু কষ্ট আর কিছু ব্যার্থতার গ্লানি বয়ে নিয়ে শেষ
পর্য্যন্ত পথ চলা!
আর কটা দিন বাকি! যখন দুঃখ নামের
ঝিঝি পোকাটা আমাকে আর জালাতন
করবেনা।
৪টি মন্তব্য
স্বপ্ন নীলা
কবিতটির মর্মার্থ অনেক বেশি মানবিক —- ভাল লাগলো
রাসেল হাসান
ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ন সময় ব্যায় করে পোস্টটি পড়া এবং মন্তব্যের জন্য।
অলিভার
জীবন থেকে হারিয়ে যায় সময় সেকেন্ড, মিনিট আর ঘণ্টার নাম করে। হারিয়ে যায় প্রিয়জন সেই সময়ের নাম করে। দিন শেষে নিজেই একলা পড়ে থাকে কোন কোনে। শুধু জমা করে স্মৃতি সময়ে অসময়ে হারিয়ে যাওয়া মুহূর্ত আর সেই প্রিয়জনেরা।
কি বুঝলাম, কি বললাম জানি না। হয়তো না বুঝেই সম্পূর্ণ ভিন্ন দিকেই নিয়ে গেছি কথা গুলিকে।
রাসেল হাসান
ভালোই তো লিখছেন! 🙂 অনেক ধন্যবাদ আপনাকে।