-চোখ দুটো ঝাপসা হয়ে আসছে,
তবুও লিখছি!
কারণ লিখতে টিখতে ভালো লাগে।
খারাপ লাগেনা! একদিন এক রাত জেগে শরীরটায় বেশ দুর্বলতা অনুভব করছি।
তবুও লিখছি।
কিছু প্রকাশ করার মাঝে এক্সট্রা কোন
সুখ নেই। পরিবর্তন নেই।
এতে ক্লান্তি বিদেয় হয়না। দুঃখ মোছেনা।
আবার কষ্টও ঘুচে না!
তবুও মনের ভাবটা প্রকাশ করতে
ভালো লাগে। খারাপ লাগেনা।
-যতবারই ঢাকা শহরে পা” রেখেছি, ততবারই
মনে মনে শপথ করেছি এবারই শেষ!
আর যেন এই যানজট রাজধানীতে প্রবেশ
করতে না হয়। তবুও যে বারবার আসা লাগে
কোন না কোন কাজ নিয়ে। ধুলোয় উড়ানো অপরিচ্ছন্ন
শহরে প্রাণ খুলে শ্বাস নেবার কোন অভিজ্ঞতায়
নেই যে! বড় হয়েছি ছোট খাটো নিরিবিলি
পরিবেশের মাঝে। যেখানে নিশ্বাস নিলে
দুর্গন্ধ যুক্ত, ময়লা, ডাস্টবিনের দম বন্ধ করে
রাখার মতো কোন দুর্গন্ধই নাকে এসে পৌঁছে না! নোংরা মানুষেরা নোংরা নর্দমায় ঘিনঘিনে
করে রেখেছে ঢাকা নামের রাজধানীটা।
ভারসম্যহীন মানুষগুলো ভারসাম্যহীন করে
ফেলছে পরিবেশ। এই দেশ। এই রাজধানীকে!
-পরিচয় হলো, নিজের গ্রামের (দাদা বাড়ি) একজন মুরুব্বিরা সঙ্গে। অপরিচিতই ছিলো। রিকশায় বসে কথা বলতে বলতে পরিচিত হলাম। মুরুব্বী মানুষ
পেটের তাগিদে ছুটে এসেছে সেই “সাতক্ষীরা”
থেকে!
-এই শহরে ভালো জিনিসের মুল্যে নেই! নতুনদের মুল্যে নেই! সবাই চেনে টাকা!
নিজের লেখা নিয়ে ছুটে গিয়েছিলাম
কিছু মানুষ রুপি পষুদের কাছে। একটা
মানুষ পেলাম না যে, লেখাটা দেখতে সে
আগ্রহী! শুরুতেই বলে, নাম আমার টাকা তোমার! তাহলে প্রতিভার কি মুল্যে
থাকলো? আমার লেখা যদি আমিই টাকা
খরচ করে ছাপাবো তবে তোদের কাছে
কেন যাবো? একেবারে সবাই খারাপ হয়না
হয়তো কেউ আছে, থাকুক সে। হয়তো
দেখা হবে কোন একদিন তার সঙ্গে! স্বপ্ন বেচেঁ
থাকুক। কারণ স্বপ্ন বুকে নিয়েই মানুষ বেচেঁ
থাকে!
-শেষ বিকেলে একটা দুর্ঘটনা থেকে বেচেঁছি।
রিকশাতে ছিলাম। একটুর জন্য বাসের নিচে
যায়নি! তবে মুখোমুখি ছোটখাটো ধাক্কা লেগেছিল। তবে সেরকম কোন ক্ষয়ক্ষতি হয়নি। কোন ভালো কাজের উছিলায় হয়তো উপর
ওয়ালা বাঁচিয়ে দিয়েছে!
-ফিরছি আবার সুখের নগরীতে। খুলনাতে।
মায়ার শহরে। ভালবাসার শহরে। নিরিবিলি
এক শান্ত নগরীতে! বাসে উঠেছি কিছু আগে।
শরীর ছেড়ে দিচ্ছে। ক্লান্ত শ্রান্ত শরীরটা
এলিয়ে দিচ্ছি সিটের উপরে। চোখ ঝাপসা
হয়ে আসছে। তবুও লিখছি!
১৬টি মন্তব্য
অরণ্য
আপনার লেখাটি পড়েছি পথে – মোবাইলে। আপনার জন্য আমার কোথায় যেন মায়া কাজ করল।
স্বপ্ন বাঁচিয়ে রাখুন।
শুভ কামনা আপনার জন্য।
রাসেল হাসান
ধন্যবাদ অনেক! আপনার জন্যও শুভ কামনা। ভালো থাকুন।
খেয়ালী মেয়ে
স্বপ্নরা বেঁচে থাকুক এটাই চাওয়া………..
রাসেল হাসান
হুম। অনেক ধন্যবাদ আপু।
অনিকেত নন্দিনী
আপনার স্বপ্ন পূরণ হোক।
স্বপ্ন আজীবন স্বপ্ন রয়ে যাবার কষ্ট যেনো আপনাকে পেতে না হয়।
রাসেল হাসান
শুভ কামনা রইলো। ভালো থাকুন আপু।
শুন্য শুন্যালয়
কস্ট পেলাম লেখাটা পড়ে। এ শহরের আবর্জনা র ভিড়ে সব স্বপ্ন চাঁপা পরে যাচ্ছে। হার মানা চলবেনা। চোখের আলো যতদিন থাকবে, স্বপ্নটা যেন থাকে।
রাসেল হাসান
আশা করি থাকবে! বাকিটা উপর ওয়ালার ইচ্ছ। ভালো থাকুন। শুভেচ্ছা জানুন।
মেহেরী তাজ
লেখা-লেখি চালিয়ে যান। কোন না কোন দিন আপনার স্বপ্ন পূরন হবেই। কারার না কারর চোখে আপনার প্রতিভা ধরা পরবেই।
রাসেল হাসান
দোয়া করবেন। ভালো থাকুন। শুভ কামনা।
ব্লগার সজীব
-এই শহরে ভালো জিনিসের মুল্যে নেই! নতুনদের মুল্যে নেই! সবাই চেনে টাকা! (y) তবু বেঁচে থাকুক স্বপ্ন -{@
রাসেল হাসান
হুম…বেঁচে থাকুক! ধন্যবাদ আপনাকে।
লীলাবতী
ভাইয়া খুবই ভালো লেগেছে (y)
রাসেল হাসান
শুভেচ্ছা অনেক! 🙂
নীলাঞ্জনা নীলা
স্বপ্ন থাকুক জীবনের সাথে। (y)
রাসেল হাসান
স্বপ্ন নিয়েই আমাদের বেঁচে থাকা! ধন্যবাদ আপু।