
আমি পাপী হিটলারকে দেখিনি-
তবে পৃথিবীর সবচেয়ে ঘৃনিত ব্যাক্তি সে
তা বুঝার বাকী নাই।
আমি বেঈমান মীরজাফরকে দেখিনি-
তবে তার বিশ্বাস ঘাতকতায় পৃথিবী কলঙ্কিত
তা বুঝার বাকী নাই।
আমি স্বাধীনতা সংগ্রাম দেখিনি-
তবে নিরীহ বাঙ্গালীর উপর পাকিস্থানিদের অত্যাচার কতখানি ভয়াবহ ছিল
তা বুঝার বাকী নাই।
তোমায়তো খুব কাছ থেকে আমি দেখেছি
আমি কি তোমায় একটুও বুঝবনা!
নতুন করে আমায় কি বুঝাতে চাও ?
তবে যতই অবহেলা করনা কেন-
আমার শেষ কথাটা শোনে রাখ,
আমায় যদি একশ বছরও আবর্জনার নিচে
ফেলে রাখা হয় আমার দাম বিন্দুমাত্রও
কমবেনা বরং একশগুন বাড়বে।
কারণ একটাই-আমি হীরা খাঁটি হীরা।
১০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনার লেখাটি ২৪ ঘন্টার মধ্যে দিয়েছেন। প্লিজ লেখাটি খসরায় রেখে ২৪ ঘন্টা পার হলে পোষ্ট করেন। ভালো থাকুন সুস্থ থাকুন
আরজু মুক্তা
ভালোি বললেন খাঁটি হীরা
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও! আপনার নামতো এজন্যই হীরা, কাঁচ কাটা হীরা। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ রাত্রি
সাখাওয়াত হোসেন
এরকম খাঁটি হীরা হতেপারে ক’জনা।
ধন্যবাদ হীরা ভাইয়া।
তৌহিদ
হীরকদ্যুতি ছড়িয়ে পড়ুক সবখানে এটাই কামনা। ভালো থাকুন ভাই।
রেজওয়ানা কবির
আমার আমি সবচেয়ে দামী , এটাই সত্যি।তাই যে যাই বলুক, আমাতেই আমি থাকতে চাই সবসময় আমার আমিটাকেই ধরে রাখতে চাই আমার মত। ভালো লিখেছেন। শুভকামনা।
মোঃ মজিবর রহমান
আমার আমিত্ব বজায় রাখায় সবচেয়ে দামী কথা হীরা ভাই।
তবে হিটলার ঘৃনিত হলেও তার মাঝে কিছু ভালো পাই। ইহুদী হত্যা করে বলে গেছে কিছু ইহুদী রেখে গেলাম আগামী প্রজন্ম বুঝবে এরা কত খারাপ?
তাঁর ইচ্ছায় এখনও জার্মানীরা ক্রীকেট খেলেনা। সময়ের অপচয় বলে। হইতো সময়ের আবর্তনে খেলবে! আমি গৃনীত বলেই আপনি সুপাত্রে অবস্থানের সুনাম পাচ্ছেন। ভালো থাকুন।
ফয়জুল মহী
চমৎকার লিখেছেন , পাঠে মুগ্ধ হলাম I
শুভ কামনা ও দোয়া রইলো আপনার জন্য I
স্বপ্ন গোধূলি
নিজেরে চেনা সবচেয়ে কঠিন। আপন আয়নায় নিজেরই প্রতিবিম্ব দেখা যায়। অন্যর চোখে সবাই আয়না খুঁজে পায়না।
মনির হোসেন মমি
আপনার কয়েকটি লেখাই পড়লাম ।লিখেন ভাল তয় আত্মীয় ভাল না।মন্তব্যের ঘরে খাওন পাইনা।