আমাদের লেখালেখি করতে ভালোলাগে তাই লিখি। যখন যেটা মাথায় আসে সেটাই লিখি। এবং যারা লিখতে পছন্দ করে তারা আমার জানা মতে  পারসোনাল স্ট্যাটাস ও খুব কম দেয়।
আমরা,বিশেষ করে মেয়েরা যাই লিখিনা কেন সেটাকে কেন আমাদের লাইফ কাহিনী বলেন আপনারা? কম তো লিখিনা। প্রতিটা লেখাতেই প্রয়োজন অনুযায়ী চরিত্র পরিবর্তন করি। যেটাই লিখি সেটাই আমার,আপনার এবং অন্য সব মেয়েদের জীবন কাহিনী লাগে আপনাদের?? আ্মাদের একা একটা চরিত্রকে আর কতোগুলো চরিত্রে প্লে করাবেন আপনারা ভাই? আর আমি,আপনি,এবং অন্য মেয়েরা এখনো এমন কেউ হয়ে উঠতে পারিনি এখনো যে , যার জীবন কাহিনী খুব রসালো হবে যেটা নিয়ে লেখালেখি করবো।
আমরা লিখি,আপনাদের ভালোলাগলে আমাদের নিজেদের ও খুব ভালোলাগে। কিন্তু যখন সব শেষে “এটা আপনার স্টোরি তাইনা ” শুনি সব হ্যাপিনেস গুলো উড়ে যায়।
আপনারা আমা্দের লেখা পড়ুন। ভালোলাগলে ও বলবেন, খারাপ লাগলে ও বলবেন। কিন্তু প্লিজ ওটাতে আমাদের পারসোনাল লাইফ জড়াতে যাবেননা।

৭৩৯জন ৭৩৯জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ