ব্লগার সজীব সেপ্টেম্বর ২৯, ২০১৪ at ৭:৫৮ অপরাহ্ন এত দেখি পুরাই নিমজ্জিত তাঁর মাঝে 🙂 অল্প লেখায় ভালো ভাবেই বুঝিয়ে দিলেন, আপনি ভালো লেখেন।
ছাইরাছ হেলাল সেপ্টেম্বর ২৯, ২০১৪ at ৯:৩৬ অপরাহ্ন স্বাগত আপনি এখানে। লেখা ভালো লাগল। লিখুন ও পড়ুন নিয়মিত সম্ভব হলে।
প্রহেলিকা সেপ্টেম্বর ২৯, ২০১৪ at ১১:৩১ অপরাহ্ন ***যেন তোমার খোঁপাভাঙা চুলে ডুবে আছি নিরন্তর আমি মূর্খ হয়ে উঠি*** কবিতায় ভাল লাগা রইল।কিছু কিছু শব্দ চয়ন নিজের অজান্তেই পাঠক মনে মুগ্ধতা তৈরি করে, অনেক ভাল লাগা রেখে গেলাম কবি।
রুদ্র রুহান সেপ্টেম্বর ৩০, ২০১৪ at ৪:২৯ অপরাহ্ন ব্লগে আমার এই প্রথম কোন পোষ্ট, আপনাদের এমন উৎসাহ নিশ্চিত আমাকে অনুপ্রানিত করবে, শুভ কামনা, সবার জন্য,
ব্লগ সঞ্চালক সেপ্টেম্বর ৩০, ২০১৪ at ৪:৫৮ অপরাহ্ন চব্বিস ঘন্টায় একটি পোষ্ট, একারনে আপনার সে আসেনি তবু লেখাটি খসড়ায় রেখে দেয়া হয়েছে। আপনি আপনার সুবিধা মত সময়ে এটি প্রকাশ করতে পারবেন। পোষ্ট ফ্লাডিং এবং অন্যের লেখা পড়ার সুবিধার জন্য সোনেলা এই সিদ্ধান্ত সবার মতামতের ভিত্তিতে গ্রহন করেছে। শুভ ব্লগিং।
জিসান শা ইকরাম সেপ্টেম্বর ৩০, ২০১৪ at ৭:৪০ অপরাহ্ন সোনেলায় স্বাগতম [ছবি মুছে ফেলা হয়েছে] ভালো লেগেছে প্রথম পোষ্ট। লিখুন এবং অন্যের লেখা পড়ুন। শুভ কামনা ।
১২টি মন্তব্য
ব্লগার সজীব
এত দেখি পুরাই নিমজ্জিত তাঁর মাঝে 🙂 অল্প লেখায় ভালো ভাবেই বুঝিয়ে দিলেন, আপনি ভালো লেখেন।
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে। লেখা ভালো লাগল।
লিখুন ও পড়ুন নিয়মিত সম্ভব হলে।
কৃন্তনিকা
বড্ড সুন্দর পদ্য… (y)
প্রহেলিকা
***যেন তোমার খোঁপাভাঙা চুলে ডুবে আছি নিরন্তর
আমি মূর্খ হয়ে উঠি***
কবিতায় ভাল লাগা রইল।কিছু কিছু শব্দ চয়ন নিজের অজান্তেই পাঠক মনে মুগ্ধতা তৈরি করে, অনেক ভাল লাগা রেখে গেলাম কবি।
সীমান্ত উন্মাদ
পুরাই প্রেমে হাবুডুবু অবস্থা দেখি। ভাবনায় +
রুদ্র রুহান
প্রেম ছাড়া আর বাকি’ই বা কি আছে বলুন 🙂
মোঃ মজিবর রহমান
অল্পতেই অনেক প্রাপ্তি
শুভেছা অবিরত।
খসড়া
ভাল লাগলো।
রুদ্র রুহান
ব্লগে আমার এই প্রথম কোন পোষ্ট, আপনাদের এমন উৎসাহ নিশ্চিত আমাকে অনুপ্রানিত করবে,
শুভ কামনা, সবার জন্য,
ব্লগ সঞ্চালক
চব্বিস ঘন্টায় একটি পোষ্ট, একারনে আপনার সে আসেনি তবু লেখাটি খসড়ায় রেখে দেয়া হয়েছে। আপনি আপনার সুবিধা মত সময়ে এটি প্রকাশ করতে পারবেন।
পোষ্ট ফ্লাডিং এবং অন্যের লেখা পড়ার সুবিধার জন্য সোনেলা এই সিদ্ধান্ত সবার মতামতের ভিত্তিতে গ্রহন করেছে।
শুভ ব্লগিং।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম [ছবি মুছে ফেলা হয়েছে]
ভালো লেগেছে প্রথম পোষ্ট।
লিখুন এবং অন্যের লেখা পড়ুন।
শুভ কামনা ।
মিথুন
ছোট লেখার মাঝে পুর্ন প্রকাশ।