আমি তখন চট্টগ্রাম কমার্স কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র । উজ্জ্বল তরুণ, তারুণ্যের আগুণ দেহে ও মনে । আমি ছোট বেলা থেকেই শান্ত কিন্তু তেজি এবং সাহসী, তাই ভয় কখন আমাকে ভয় দেখাতে পারেনি । সেই সময় চট্টগ্রামে আমাকে আমিন বললেই প্রায় সকলেই চিনতো কারণ আমি রাজনৈতিক সচেতন ছিলাম, সেই কারণে আমার বিশাল বন্ধু মহল ছিল । আরও চেনার কারণ ছিল আমার দুরন্ত পনার জন্য কিন্তু মার্জিত । যাই হোক ফিরে আসি ৭১এ । তখন পাকিস্তান । রাজনৈতিক অস্থিরতা চলছে, বুঝতে পারছিলাম কিছু একটা ঘটবে , কিন্তু কি? পূর্ব পাকিস্তানের প্রায় ৯৭% জনতার বুকে আগুণ । একটি চাওয়া আমাদের বিজয়ের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে, হবেই । আর আমি মুসলমান তাই আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি ইসলাম কখনও বিপদগ্রস্ত হয় না । ইসলাম থেকে বিচ্যুত ঘটলেই মুসলমানদের পতন ঘটে । আমি সেই সময় থেকেই বুঝতাম পাকিস্তান আর ইসলাম এক নয় । পাকিস্তানে ইসলামকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছে কিন্তু ইসলামকে কখনও অবলম্বন করা হয়নি । দীর্ঘ দিনের ক্ষোভের আবেগ এবং আগুণ ঘরে ঘরেই জমাট বেঁধে ছিল । সকলেই চাচ্ছিল ভবিষ্যৎ কর্মপন্থার একটি ধারাক্রম নির্ধারণ কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা ছারা স্বাধীনতা ঘোষণা বিপর্যয় টেনে আনে, এবং ৭ ই মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম । আমার স্বল্প জ্ঞানে এইটুকু বুঝতাম ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া আকস্মিক ভাবে স্বাধীনতার ঘোষণা বিপর্যয় টেনে আনতে পারে ।
৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
লিখুন, এটি আমার আগ্রহের বিষয়, যদিও রাজনীতি আমার বিষয় নয়।
মোঃ মজিবর রহমান
সঙ্গে আছি মুক্তিযুদ্দ্ব সম্পর্কে জানতে চাই। যদিও রাজনিতিতে ভয় আছে।
ইঞ্জা
ভাই, লেখাটা আরো বড় করে দেবেন, লিখে যান পাশে আছি, অভিজ্ঞতার পরিমাণ ভারী হোক।
বাবু
শ্রদ্ধেয় সৈয়দ আলী উল আমিন সাহেব আপনাকে নমস্কার । সময়ের কারণে এই সোনেলা ব্লগের অনেকের লেখাই আমার মন দিয়ে পড়া হয় না । যার কারণে কারো লেখায়ও মন্তব্য দিতে পারিনা, যেমন আপনার লেখায়ও । তবে সাহেব, আপনার এই লেখনী পড়ে খুবই ভালো লেগেছে । ভালো লাগার কারণও আছে, তাহলো, আমি নিজেও মুক্তিযুদ্ধ দেখেছি তাই ।
লিখতে থাকুন, আমরা পড়বো আপনার মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা বিষয়ক লেখা । ধন্যবাদ অজস্র, ভালো থাকবেন আশা করি ।
নীলাঞ্জনা নীলা
স্বাধীনতা সম্পর্কে আমার আগ্রহ খুব বেশি।
লিখুন, পরবর্তী পর্বের অপেক্ষায় আছি।
মৌনতা রিতু
আসলেই ঠিক বলেছেন, পাকিস্তান এবং ইসলাম এর নীতি আদর্শ এক নয়।
আরো লিখন স্মৃতিকথা। জানতে চাই।
নীহারিকা
মুক্তিযুদ্ধ দেখিনি। জানতে চাই আপনার চোখে সেই মুক্তিযুদ্ধ।