আমার ব্যর্থতাগুলো :০১

মিসু ৩ অক্টোবর ২০১৪, শুক্রবার, ১২:৫২:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

আমার জীবনের প্রথম স্কুল রাঙামাটিতে। একটা পাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। আমার আবছা আবছা মনে আছে জীবনের প্রথম পরীক্ষায় আমি পাশ করতে পারি নাই। খাঁটি বাংলায় যাকে বলে ফেইল করেছিলাম। এরপর অবশ্য অনেক বছর ফেল করিনি। তবে খুব যে ভালো রেজাল্ট করতাম তাও না। টেনে হিচড়ে পার পেয়ে গেছি।

এরপর ক্লাস সেভেন থেকে ভারতেশ্বরী হোমসে ভর্তি হলাম। সেভেন, এইটে কোন রকমে পাশ করলেও ক্লাশ নাইনের প্রথম সাময়িক পরীক্ষায় অংকে ফেইল করে বসলাম। খুব সম্ভবত সেবার ক্লাশ নাইনের অনেকেই ফেল করেছিল !
যাই হোক অংক প্রশ্ন হাতে পেলেই পরীক্ষার হলে আমার কান গরম হওয়া শুরু হোত, চোখে আবছা দেখতাম আর বহালতবিয়তে আমি নাইন থেকে টেনে অংকে ফেল করে প্রথম বিবেচনায় প্রমোশন পেলাম।
আমার অবস্হার কোন উন্নতি হলোনা টেনের প্রথম সাময়িকেও। টেস্ট পরীক্ষায় যেহেতু পাশ না করলে ssc পরীক্ষা দিতে দেবেনা স্কুল  থেকে তাই টেনেটুনে পাশ করলাম অংকে।
তবে আশার কথা ssc তে আমি অংকে আমার আশার থেকেও ভালো মার্কস পেয়েছিলাম। মাত্র তিন মার্কের জন্য লেটার মার্ক জোটেনি কপালে :p
ভালো কথা আমাদের আমলে কিন্তু পাশের হার ৫০% উপরে কখনোই যেতনা।

৬৩৪জন ৬৩৩জন

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ