“”জীবন গল্প বা কবিতা নয়। বরং গল্প কবিতাতেও জীবনের প্রতিচ্ছবি থাকে। সুস্থ থাকুন নিরাপদে থাকুন। শুভ কামনা “”এই মন্তব্য উনি সবশেষ আমাকে করেছিলেন।
অথচ উনিই আজ আমাদের মাঝে গল্প কবিতা হয়ে না ফেরার দেশে।।
জানিনা কেন জানি উনাকে আজ খুব বেশী মনে পড়ছে।
সময় থেমে থাকেনা।থেমে থাকেনি কারো সোনেলায় লেখা।অনেকবার চেষ্টা করেছি সোনেলায় প্রবেশ করতে কিন্তু পারিনি।প্রিয় আরজু মুক্তার ছবিটা ভেসে উঠে।অনেক কষ্ট লাগে।তিনি আমার প্রতিটি লেখাতেই মন্তব্য করতেন।শেষ দুটি লেখাতে মন্তব্যের জবাব দিতে গিয়ে ওনার মৃত্যু সংবাদটি পাই।একটির জবাব দিয়েছিলাম অন্যটির দেইনি।দিলেই বা কি হবে উনি পড়তে পারবেনা।উনি তো আর এই পৃথিবীর বুকে নেই।আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন।জানিনা কোন অভিমানে।লিখলে সারাদিন লিখা যাবে শেষ হবেনা।কষ্ট লাগছে অনেক।আজ মন্তব্যের উত্তরটি দিলাম অনেক কষ্টে।আপনি নেই কে পড়বে এই জবাব।শুধু এটুকুই বলব যেখানেই থাকুন ভাল থাকুন।মহান আল্লাহ তাআলা আপনাকে শান্তিতে রাখুক এই মিনতিই করি।**আমিন**
১০টি মন্তব্য
হালিমা আক্তার
আল্লাহ আরজু মুক্তা আপাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। ভাইয়া আপার ছবি টা না দিলে মনে হয় ভালো হতো।
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়।
মনির হোসেন মমি
আরজু আপু ব্লগের রত্ন ছিলো।তার আত্মার মাগফিরাত কামনা করছি।
ধন্যবাদ আপনকে লিখুন আপুর স্মৃতি জড়িত ব্লগ সোনেলায়।
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়।
আলমগীর সরকার লিটন
কিছু কিছু দীর্ঘশ্বাস বড় কষ্টদায়ক একটা ভাবনার দুঃখ যা অম্লান করে
মুক্ত আপু যেখানে থাক মহান আল্লাহ ভাল রাখবেন এই দোয়াই করি————
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়
মোঃ মজিবর রহমান
আল্লাহ তাঁকে জান্নাত নসীব করুন আমিন।
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ভালো থাকুন ওপাড়ে । আপনার স্মৃতিচারণ ভালো লাগলো। ভালো থাকুন নিরাপদে থাকুন
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়