আজ আমি আপনাদের সামনে বিচার চাইতে আসিনি। কারণ আমি জানি বিচারের বানী নিভৃতে কাঁদে।
নিজের দজ্জাল বউয়ের কথা, আমার উপর তার নির্যাতন, নিষ্পেষণের কথা বলতে এসেছি। আজকের নির্যাতনের কাহিনী দিয়েই এই পোষ্ট লিখছি।
কার্যোপলক্ষে মাঝে মাঝেই আমাকে দূরের শহরে যেতে হয়। দুই তিন দিন থাকতেও হয় সেখানে। বাসা থেকে বেড় হবার পরেই আরম্ভ হয়ে যায় তার খবরদারি। বাইরে কিছু খাবেনা, অপরিচিত লোকদের দেয়া কিছু খাবে না, কোন মেয়ের দিকে তাকিয়েছো কি চোখ খুঁচে উঠিয়ে ফেলবো। ট্রেন/বাসে উঠে চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকবা।
আজ দুপুর তিনটায় ফোনঃ
বউঃ শাওয়ার নিয়েছো?
আমিঃ না
বউঃ দুপুরের খাবার খেয়েছো?
আমিঃ না
বউঃ এক্ষন শাওয়ারে যাবা, শাওয়ার নেয়া অবস্থায় ছবি তুলবা, শাওয়ার শেষ করার পরের ছবি তুলবা। ভাত খাচ্ছো তার ছবি তুলবা, খাবার শেষ হলে খালি প্লেটের ছবি তুলবা। এরপর বিছানায় গিয়ে ছবি তুলবা। সব ছবি আমাকে পাঠাবা। মনে থাকবে?
আমিঃ হ্যা থাকবে। ( কেন যে বউকে ফেইসবুকে আইডি করার সময় ব্লক করিনি 🙁 )
বউঃ আর শোনো, বিছানায় যাবার পরে তোমাকে যদি মেসেঞ্জারে দেখি তাহলে কি যে করবো তোমাকে তা নিশ্চয়ই বুঝতে পারছো?
আমিঃ হ্যা পারছি বুঝতে।
কি আর করবো, শাওয়ার নিতে গিয়ে মুখে গায়ে সাবান দিয়ে ভেজা হাত তোয়ালেতে মুছে মোবাইল দিয়ে ছবি তুললাম মুখের। সাবানের ফেনা চোখে গিয়ে জ্বলছে চোখ 🙁 জ্বলুক চোখ, কিছু করার নেই। শাওয়ার শেষ করে আবার ছবি তুললাম। ভাতের প্লেটে ভাত সবজি মাছ নিয়ে হাত দিয়ে মাখছি তার ছবি তুললাম। খাবার শেষে খালি প্লেটের ছবি তুলে বিছায় শুয়ে তার ছবিও তুললাম। মেসেঞ্জারে ছবি পাঠিয়ে দেয়ার সাথে সাথে বউর হুশিয়ারি ‘ এক্ষণই মেসেঞ্জার থেকে ভাগো ‘। আমিও একান্ত বাধ্যগত স্বামীর মত মেসেঞ্জার থেকে ভেগে গেলাম।
আসুন আমার জন্য মোনাজাত করুণ-
হে আল্লাহ্, তুমি দয়ালু, রাহমানির রাহিম, আমাকে এই দজ্জাল বউ এর কবল থেকে জীবনেও যেন মুক্ত না করো। আমীন………
সবশেষে কবিগুরু, না না কবিশিষ্যর ( আমি ) একটি জনপ্রিয় গান শুনুন-
এমন বউটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সে যে সকল বউ এর সেরা বউ জানি তা আমি।
২৪টি মন্তব্য
মোস্তাফিজুর খাঁন
হে আল্লাহ্, তুমি দয়ালু, রাহমানির রাহিম, আমাকে এই দজ্জাল বউ এর কবল থেকে জীবনেও যেন মুক্ত না করো। আমীন………
আমরাও সকলে বলি – ( আমিন )
হৃদয়ের কথা
আমিন।
আপনি আমার প্রথম লেখায় প্রথম মন্তব্য করলেন। ধন্যবাদ আপনাকে। সাথে থাকবেন ভাই।
সাবিনা ইয়াসমিন
সোনেলায় আপনাকে স্বাগতম।
হাহাহাহা, যেহেতু এটা রম্য পোস্ট, সেক্ষেত্রে একটু হাসতে হবে বৈকি। তবে আপনার জন্যে কিঞ্চিৎ দুঃক্ষ প্রকাশ করছি।
শিরোনাম দিলেন দজ্জাল বউ।অথচ বউয়ের গুণকীর্তন বেশ জোরেশোরে গাইলেন। আবার দোয়াও চাইলেন, কিযে করি ভাবছি।
নিয়মিত লিখুন। সোনেলার সাথে একাত্ম হয়ে উঠুন। শুভ কামনা 🌹🌹
হৃদয়ের কথা
ধন্যবাদ আপনাকে। শিরোনামেও ভালোবাসা আছে আপু। দোয়া করবেন আমাদের জন্য।
ইঞ্জা
সোনেলায় স্বাগতম, লেখাটি রম্য হলেও বউয়ের প্রতি ভালোবাসা আমরা টের পেয়েছি, আল্লাহ্ আপনার দোয়া কবুল করুন, আমীন।
হৃদয়ের কথা
আমীম। ধন্যবাদ ভাইয়া।
ইঞ্জা
সুম্মা আমীন
মোহাম্মদ দিদার
আহা কি পিরিত!
ভাবতাছি বিয়াডা সাইররা হালামু।
হৃদয়ের কথা
এখনো বিয়ে করেননি? দ্রুত করে ফেলুন। ধন্যবাদ ভাই।
আরজু মুক্তা
আহ্! কী ভালোবাসা!
আমিন আমিন সুম্মা আমিন।
ভালো থাকুন। শুভকামনা!
হৃদয়ের কথা
আল্লাহ আপনার দোয়া কবুল করুক, আমীন। ধন্যবাদ আপু।
মনির হোসেন মমি
সোনেলায় স্বাগতম।হা হা হা বউয়ের যন্ত্রণা!! ভালই বলছেন।
হৃদয়ের কথা
এই যন্ত্রনায় আনন্দ আছে ভাই। ধন্যবাদ আপনাকে।
মনির হোসেন মমি
ব্লগ আইডির ছবিটা একটু চেঞ্জ করে নিজের ছবি মানে আমাদের মত যার যার নিজস্ব ফেইসযুক্ত ছবি দিলে সম্পর্ক আরো পুক্ত হয়।ধন্যবাদ।
হৃদয়ের কথা
সম্পর্ক পোক্তের জন্য ছবি ফ্যাক্টর নয়, আন্তরিকতাই আসল। আইডির সাথে মিলিয়ে ছবি দিয়েছি ভাই।
মনির হোসেন মমি
বিষয়টা এমন নয় এখানে সবাই আমরা আন্তরিক এবং একে অন্যকে চিনি এবং জানি যাক আপনার যখন ইচ্ছে নেই তাহলে এ বিষয়ে আর যাব না তবে আপনাকে ভাইয়া ডাকব নাকি আপু ডাকব শুধু এইটুকু বললেই হবে।
হৃদয়ের কথা
ভাইয়া ডাকবেন। আপুদের বউ থাকে নাকি? 🙂
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইটি।
নিতাই বাবু
বউ বলবো না। তাহলে আবার কেউ পুতের বউও বুঝে নিতে পারে। তবে আমি সহধর্মিণীর কথামতো একটুও চলি না, ফিরি না। কোনও কাজের কৈফিয়তও দেই না। বরং তাঁর চাওয়া-পাওয়া পূরণ করার জন্য সবসময় ঠিকই প্রস্তুত থাকি।
আপনার রম্য কিন্তু সেরকমই হয়েছে। পড়ে মজাও পেলাম।
হৃদয়ের কথা
আপনাকে ধন্যবাদ দাদা। রম্য পড়ে আনন্দ পেয়েছেন ভেবে আমারও আনন্দ লাগছে।
শাহরিন
বউকি লেখা পড়েছে!!! নিশ্চিত এর জন্য শাস্তি অপেক্ষা করছে। অনেক সুন্দর উপস্থাপন।
হৃদয়ের কথা
বউ লেখা পড়লে তো নির্ঘাত একদিন অনাহারে থাকতে হবে আপু 🙂 আপনাকে ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
আপনি তো দেখছি ভাগ্যবান পুরুষ। এ ভাগ্য সবার হয় না।
এমন দজ্জালপনা জারি থাকুক তা-ই চাইছি।
চমৎকার লেখেন আপনি।
আকবর হোসেন রবিন
বউরা এমন হয়!! ধুঁর লাইফে বিয়েই করবোনা।