অনির্বাণ
বুকের বাম তরঙ্গে;
রোপন করা মায়া বৃক্ষ থেকে-
নির্গত অক্সিজেনে এতোটা বিষ থাকবে,
এতোটা ভয়াবহ আর বিষাক্ত হবে জানলে!
বুকের জমিনে বুনতাম না মায়া বীজ।
সযত্নে লালন করে আগলে রাখতাম না
হৃদয়ে গহীনে।
অনির্বাণ
আমি জানি পৃথিবীর সমস্ত গল্পের দুটো দিক থাকে। আমাদের গল্পটাও এর ব্যতিক্রম নয়!
এ গল্পেও দুটো দিক রয়েছে-
একটা তোমার আর একটা আমার।
তোমার গল্পে তুমি সম্পূর্ণ পূর্ণ মানুষ!
উজ্জ্বল ঝলমলে আলোকিত তোমার পৃথিবী!
চাঁদ সূর্য তারায় পরিপূর্ণ তোমার নীলাকাশ!
আর আমার গল্পে শুধু তুমি,
তোমাকে ঘিরেই আমার গল্পের সূচনা!
অনির্বাণ
তাবৎ দুনিয়ার সমস্ত লাভ স্টোরিতে;
নিরানব্বই ভাগ ছেলে প্রোপজ করে।
আমাদের লাভ স্টোরি ঠিক উল্টো!
আমিই প্রথম তোমাকে জানিয়েছিলাম-
ভালোবাসার আমন্ত্রণ!
তাই তো অভিযোগ অনুযোগ না করেই-
নিঃশব্দে মেনে নিয়েছি তোমার প্রস্থান।
তোমার দেওয়া সমস্ত উপহার,
সমস্ত মায়া মমতা ভালোবাসা যন্ত্রণা হতাশা,
সযত্নে তুলে রেখেছি বুকের আলমিরাতে।
সবার অলক্ষ্যে একান্ত নিজের করে!
২১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর মনের অনুভূতি প্রকাশ পেয়েছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো আপনার জন্য
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ
ছাইরাছ হেলাল
অনির্বান দেখছি বিরাট এলেমদার, উল্টো করে প্রপোজ নিলো,
ছুঁড়ে ফেলে দিয়েও বেঁচে থাকলো প্রিয়ার বুকে সমহিমায়।
কল্পলোকে কত ভাবেই না সাজিয়ে -গুছিয়ে সুন্দর করে লেখে রাখা যায়!!
সুরাইয়া পারভীন
একদম তাই
কল্প কথার আল্পনা
সত্যিই অনেক সুন্দর হয়
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
পর্তুলিকা
চিঠিটা পড়ে মন খারাপ হয়ে গেছে।
সুরাইয়া পারভীন
হুম
ধন্যবাদ অশেষ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ফয়জুল মহী
খুবই সুন্দর, অনেক ভালোলাগা রেখে গেলাম
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
ভালো থাকুন সুস্থ থাকুন
দালান জাহান
বেদনার ফণা
সুরাইয়া পারভীন
হুম
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
গল্পের সবদিকই ভাল হোক
সুরাইয়া পারভীন
আমীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
নিতাই বাবু
ব্যর্থ প্রেমের যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর! এ যন্ত্রণা ক’জন সইতে পারে? যেজন সইছে, সেই জনই বুঝতে পেরেছে। তো কবির লেখা চিঠিখানা অনির্বাণের কাছে পৌঁছেছে তো!
ভালো থাকবেন আশা করি।
সুরাইয়া পারভীন
কি জানি!
কাল্পনিক অনির্বাণের কাছে
হয়তো হাওয়া পৌঁছে দিয়েছে
ব্যথায় জর্জরিত বিরহী চিঠিখানি
দাদা অসংখ্য ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
সব প্রেমের মিলন হয়না। দূরে থাকাতেই যে বিরহবেদনা মনে জাগে সেটাই হয়তো প্রকৃত প্রেম এটাই স্বান্তনা হিসেবে নিলে কষ্ট কম হবে কিন্তু।
ভালো থাকুন আপু।
সুরাইয়া পারভীন
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
অনির্বাণ
তাবৎ দুনিয়ার সমস্ত লাভ স্টোরিতে;
নিরানব্বই ভাগ ছেলে প্রোপজ করে।
আমাদের লাভ স্টোরি ঠিক উল্টো!
আমিই প্রথম তোমাকে জানিয়েছিলাম-
ভালোবাসার আমন্ত্রণ!
বেশ রোমান্টিকতা, হেরিলাম মন।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ইঞ্জা
আপনিঅ সুন্দর ও সুস্থ থাকুন আপু।
মনির হোসেন মমি
আর আমার গল্পে শুধু তুমি,
তোমাকে ঘিরেই আমার গল্পের সূচনা!
দারুণ টান।
আলমগীর সরকার লিটন
চমৎকার ————