আমার খুব দুঃখ হয় !

নিরব সাগর ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০৯:৩৩:০৫অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

 

আমার খুব দুঃখ হয়,
সেই দিনের জন্য।
যেদিন আমাকে তোমার খুব মনে পড়বে কিন্তু আমি তোমার পাশে থাকতে পারবোনা।

আমার খুব চিন্তা হয়,
সেই সময়ের জন্য।
যে সময়টাতে আমাকে তোমার খুব দরকার মনে হবে কিন্তু আমি তোমার কাছে যেতে পারবোনা।

আমার খুব অস্বস্তি হয়,
সেই মুহূর্তের জন্য।
যে মুহুর্তে তোমার খুব একাকীত্ব আঁকড়ে ধরবে কিন্তু বিশেষ মুহূর্তে কাউকে পাশে পাবে না।

আমার খুব ভাবনা হয়,
সেই একাকিত্বের জন্য।
যে একাকীত্ব তুমি তোমার জন্য নিজে নিজেই তৈরি করবে অথচ কেউ একজন অনেক করে তোমার পাশে থাকতে চেয়েছিল।

৬৮৩জন ৫১৫জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ