আমার খুব দুঃখ হয়,
সেই দিনের জন্য।
যেদিন আমাকে তোমার খুব মনে পড়বে কিন্তু আমি তোমার পাশে থাকতে পারবোনা।
আমার খুব চিন্তা হয়,
সেই সময়ের জন্য।
যে সময়টাতে আমাকে তোমার খুব দরকার মনে হবে কিন্তু আমি তোমার কাছে যেতে পারবোনা।
আমার খুব অস্বস্তি হয়,
সেই মুহূর্তের জন্য।
যে মুহুর্তে তোমার খুব একাকীত্ব আঁকড়ে ধরবে কিন্তু বিশেষ মুহূর্তে কাউকে পাশে পাবে না।
আমার খুব ভাবনা হয়,
সেই একাকিত্বের জন্য।
যে একাকীত্ব তুমি তোমার জন্য নিজে নিজেই তৈরি করবে অথচ কেউ একজন অনেক করে তোমার পাশে থাকতে চেয়েছিল।
২২টি মন্তব্য
হালিম নজরুল
আগামীর অনুভূতি
নিরব সাগর
আজকের ভাবনায় আগামী।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসা বুঝি এমনি হয়। আঘাত দিলেও তার জন্য ভালোবাসার কমতি হয়না। ধন্যবাদ ভাইয়া
নিরব সাগর
প্রিয় মানুষ গুলোর অবস্থান এমনি হয়
সুপায়ন বড়ুয়া
ব্যর্থপ্রেমের ইতি কথা
ভালোই লাগলো।
শুভ কামনা।
নিরব সাগর
এই ইতি কথা যেন শেষ হইয়াও হইলো না শেষ ।
কামাল উদ্দিন
সে যদি না বুঝে আপনার এতো বুঝেই কি লাভ?…….কবিতায় ভালোলাগা।
নিরব সাগর
সে তো বুঝলো না বলেই এতো সব ভাবনা ।
কামাল উদ্দিন
অসময়ে বুঝলে কিইবা আর লাভ?
নিরব সাগর
লাভ নেই কিছু, শুধুই ভাবনা প্রিয় মানুষদের জন্য।
ফয়জুল মহী
এক রাশ ভালো লাগার ভালোবাসা ।
নিরব সাগর
ধন্যবাদ নিবেন প্রিয় ।
মনির হোসেন মমি
ত্যাগ বা কষ্টের ভেতরেই প্রকৃত প্রেম ভালবাসার স্বাধ অনুভব করা যায়। খুব সুন্দর
নিরব সাগর
ভালোবাসাতে উভয় কষ্ট ভোগ কিংবা ত্যাগ।
জিসান শা ইকরাম
বর্তমানে থেকে আগামীর ভাবনা,
নিরব সাগর
অনেকটাই তাই । ভাবছি বসে শুধু আগামীটা এমনই হবে ।
নিতাই বাবু
শুভ বসন্তে ফাল্গুনী শুভেচ্ছা রইল!
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় । বসন্তের শুভেচ্ছা নিবেন ।
দালান জাহান
সুন্দর অনুভূতির প্রকাশ করেছেন।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
ইসিয়াক
ভবিষ্যত ভাবনা।
শুভকামনা।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়