আমার ক্ষুদ্র আকাশ,
বিশাল আকশের মাঝ থেকে
পৃথক হয়ে যাওয়া
আমার ক্ষুদ্র আকাশ।
চেয়ে দেখি জানালার ফাঁক দিয়ে
জ্বলছে শুধু একটি তারা,
যেন লক্ষ তারার ভীড়ে
আলাদা করে রাখে
আমার ক্ষুদ্র আকাশ।
তার ক্ষুদ্র প্রয়াস
শুধু –
প্রতিটি সন্ধ্যায়
প্রতিটি আঁধারে
আমার ঘরে আলো দেওয়ার,
তাকে আলাদা করে রাখে
আমার ক্ষুদ্র আকাশ।
নিঃশব্দ রাত্রির বুকে
জাগিয়ে রাখে
এক নৈশব্দ শুরের মুর্ছনা,
ছুটে চলি আনমনে
কেবলি সে তারার পানে,
হারিয়ে যেতে চায় বারে বারে
পিচ্ছিল আঁধারের পথ ধরে,
হারায় না তবুও,
যেন গভীর মমতায় ধরে রাখে
আমার ক্ষুদ্র আকাশ।
(১৪/১০/২০১০ – রাত ৪ টা ১৩ মিনিট)
১২টি মন্তব্য
মশাই
অনেকদিন আগের লেখা হলেও ভাল লাগলো পড়ে।
মানিক পাগলা
ধন্যবাদ মশাই
মোঃ মজিবর রহমান
যেন গভীর মমতায় ধরে রাখে
আমার ক্ষুদ্র আকাশ।
ভাল লাগলো সুন্দর মানিক ভাই।
মানিক পাগলা
ধন্যবাদ মজিবর ভাই
জিসান শা ইকরাম
সে তারাটি থাক শুধুই আপনার ।
ভালো লিখেছেন পাগলা ভাই ।
মানিক পাগলা
হুম সে তারাটি শুধু আমারই থাক জিশান ভাই
ধন্যবাদ
শুন্য শুন্যালয়
এতো বড় আকাশ থেকে আলাদা করে রেখেছেন নিজের ক্ষুদ্র আকাশ? বাহ !! সুন্দর কবিতা।
মানিক পাগলা
নিজের ক্ষুদ্র আকাশটা সব সময়ই আলাদা করে রাখতে চাই শুন্য আপু
ধন্যবাদ
স্বপ্ন
খুঁজে নিলেন নিজের আপন তারাকে ? ! (y)
মানিক পাগলা
খোঁজে ফিরি সেই তারারে
সয়নে স্বপনে নিদ্রায় জাগরনে… @স্বপ্ন
আজিম
ফেসবুকের দুটি মন্তব্য পড়ে আপনা থেকেই হাসি বের হয়ে গেল কেন জানি মানিক ভাই। আসলেই আপনি মজার লোক বেশ। শুধু মজা করতেই পারেন তা নয়, মজা করাতেও পারেন।
অনেক ধন্যবাদ আপনাকে।
মানিক পাগলা
বলেন কি আজিম ভাই, আমার এত্ত প্রতিভা। 😛
ধন্যবাদ আজিম ভাই, কষ্ট করে আমার লেখা পড়ার জন্য। \|/