আমার কোনো দুঃখ নেই।
কুয়াশায় ঘেরা সকালে পারার মোড়ে গুটিশুটি মেরে পরে রইলুম।
পাড়ার মোড়ল দয়ার্ত স্বরে বললো:
আহারে বাছার খোজ কেউ রাখেনা!
বেলা গড়ালে আসিস আমার বৈঠক খানায়
একখানা মোটা কম্বলের বন্দবস্ত করে দিব।
কম্বলের বদলে দারোয়ানের ঘাড় ধাক্কায় যে আমার চোয়াল ফেটে মোড়ল বাড়ীর মেঝে রঙ্গিন হলো,
তাতে আমার কোনো দুঃখই নেই!!
এই হাড় কাপানো শীতে একটু ওমের তৃষ্ণায় যাহায় পথ চেয়ে রই,
সেই সূ্র্যিমামা, সেও সেদিন দেখা দিলোনা।
এতেও আমার কোনোই দুঃখ নেই।
রিলিপের গরম পোষাকের সিরিয়াল থেকে ভদ্রলোকদের ছেলেরা যে আমাকে টেনে হিচরে লাথিয়ে বের করে দিলো।
আমি যে গরম পোষাক থেকে বঞ্চিত হলাম,
তাতে আমার দুঃখের লেশ মাত্রও নেই।
রজত মিয়ার তন্দুরির চুলোর পাশে, দাড়াই একটু ওমের আশে
অতি ঘৃণা, তিরস্কারে ঠান্ডা পানি মেরে যখন তাড়িয়ে দেয়।
দুঃখ আমার তখনো হয়না!!
শীতের সকালে সর্ষে ভর্তা গরম চিতই পিঠা আমার ভাগ্যে জুটেনা,
এ নিয়েও আমার কোনো দুঃখ নেই।
ধরনীর অসীম তিরস্কার অন্তহীন অবহেলা আমাকে দুঃখ দিতে পারেনা!
বরং তুচ্ছই মনে হয়!
যখন মনে পরে
দুজন কথিত মানুষের পবিত্র সম্পর্ককে জিম্মি করে একে অপরের থেকে অমৃত সুখ ভোগ শেষে
সামান্য ত্রুটির ফসল আমি।
যখন মনে পরে
ধরনীর বুকে সর্বোচ্চ ভরসার নাম, সর্বোচ্চ বিশ্বাস,আর ভালোবাসার নাম,
অন্তহীন পবিত্র ‘মা” অক্ষরটির অধিকারিণী,
সেও আমাকে ঘৃণা আর অবহেলায় ফেলে গেছে।
তাইতো ধরার সকল ঘৃণা অবহেলা, ঠাট্টা, বিদ্রুপ,আর নির্মমতাতেও আমার কোনো দুঃখ নেই!
কোনো দুঃখই নেই।
৯টি মন্তব্য
সঞ্জয় মালাকার
তাইতো ধরার সকল ঘৃণা অবহেলা, ঠাট্টা, বিদ্রুপ,আর নির্মমতাতেও আমার কোনো দুঃখ নেই!!!!!!!!
কোনো দুঃখই নেই।
চমৎকার উপস্থাপন দাদা, ভালো লাগলো ,
দুঃখ না থাকাই ভালো দুঃখ কে বন্ধুর মতো ধরে রাখো।
ধন্যবাদ দাদা ভালো থাকুন সবসময়।
অনন্য অর্ণব
কিছু বানান একটু সংশোধন করে নেবেন। তবে লেখাটা হৃদয় ছুঁয়ে গেছে।
নিতাই বাবু
অনেক ভালো লাগার এক কবিতা পড়লাম! লেখককে শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
বানান গুলো ঠিক হলে লেখাটা আরো হৃদয়স্পর্শী করতো । ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
পর্তুলিকা
দুঃখের কবিতায় মনে কস্ট পেলাম।
মোহাম্মদ দিদার
ধন্যবাদ সুহৃদ
রেহানা বীথি
লেখা হৃদয়গ্রাহী। তবে বানান যথেষ্ট ভুল, যা লেখার সৌন্দর্যহানী করে। একটু দেখবেন।
ফয়জুল মহী
অনন্যসাধারণ লিখনী । শুভেচ্ছা সতত ।
সাবিনা ইয়াসমিন
দুঃখ দিয়ে যার জীবন শুরু তার নিত্তনৈমিত্তিক দুঃখ অবহেলিত হয় নিজের কাছেই। তাইতো সে বলতে পারে ” আমার কোনো দুঃখ নেই ”
ভালো লাগলো কবিতাটি,
ভালো থাকুন দিদার ভাই
শুভ কামনা 🌹🌹