সুযোগ পেলেই টুপ করে ঢুকে যাই লাইব্রেরীতে। যখন যেটি সামনে পাই। কখনো জংশন ব্লুবার্ডের লাইব্রেরীতে, কখনো ফ্লাশিং মেইন ষ্ট্রীট এর লাইব্রেরীতে। বিশাল লাইব্রেরীগুলোতে ইংরেজির পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের, ভাষার বইও পাওয়া যায়। ফরেইন বুকস সেকশনে গিয়ে কিছু খুঁজে বেড়াই মনের অজান্তেই। চোখে পরে__ স্প্যানিশ… চায়নিজ… । হটাৎ চোখ জোড়া আনন্দে চিক্চিক করে উঠে। বাংলা ! সেদিকে এগোই। থরেথরে সাজানো বাংলা বই। আমার দেশের লেখকদের বই। আমি গভীর ভালোবাসার দৃষ্টিতে প্রতিটি বই দেখি। গভীর ভালোবাসার স্পর্শে তাদের ছুঁয়ে দেখি। ভেতরটায় গর্ববোধ হয়। আমার একটি স্বাধীন দেশ আছে। বাংলাদেশ !
এলমার্ষ্ট হাসপাতালের পাশ দিয়ে যতবার যাই, চলন্ত গাড়ী থেকে চেয়ে চেয়ে দেখি অনেক দেশের পতাকার সাথে আমার সবুজের মাঝে লাল বৃত্ত উড়ছে পত্পত করে। হাসপাতালটিতে যেসব দেশের ডাক্তাররা সেবা দিচ্ছে, সেইসব দেশের পতাকা দিয়ে তা জানান দিচ্ছে। এতো পতাকার মাঝে আমার লাল সবুজেই চোখ স্থির হয়ে থাকে। ভেতরটা শ্রদ্ধায় অবনত হয়ে আসে সেইসব মানুষের জন্যে, যাদের কারনে আজ আমার একটি দেশ আছে বলে মাথা উঁচু করি।
ম্যানহাটন এর ইউনাইটেড নেশনস্ এর সামনে যখন আমার লাল সবুজের বিজয় নিশান পত্পত করে ওড়ে, আমি পৃথিবীর সবচাইতে বিস্ময় নিয়ে চেয়ে থাকি। পৃথিবীর সবচাইতে তীব্র বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে পাশ দিয়ে হেঁটে যাওয়া ভিনদেশীদের বলে উঠি___ ” ঐ দেখো, ওটা আমার দেশের পতাকা। আমার একটি স্বাধীন দেশ আছে___ বাংলাদেশ।”
## অনেক অপ্রাপ্তি, অভাব, অনটন আমাদের…
প্রকৃতির সাথে যুদ্ধ করে পুনর্বার উঠে দাঁড়াই আমরা…
বারবার মরে আবার বেঁচে উঠি… তবুও উঠিই তো ! একটি স্বাধীন দেশ__ বাংলাদেশে।
২৮টি মন্তব্য
প্রজন্ম ৭১
আসলেই দারুন এক অনুভুতি আপু (y)
রিমি রুম্মান
ধন্যবাদ অফুরান। ভাল থাকুন। বিজয় দিবসের শুভেচ্ছা।
স্বপ্ন নীলা
নিজের দেশের মত আপন কোন দেশ আছে কি আপু !! তাইতো বাংলায় লেখা বই দেখলে তোমার এত ভাল লাগে ——-
শুভকামনা রইল
রিমি রুম্মান
দেশের বাইরে না থাকলে নিজের দেশকে এমন করে মিস করা হতো কিনা কে জানে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
পতাকার ছবি দেখুন সব পতাকার মাঝে আমাদেরটা স্পর্ট। -{@
রিমি রুম্মান
আমার লাল সবুজ মাথা উঁচিয়ে উড়ে আজ যাদের জন্য, শ্রদ্ধাঞ্জলি সেইসব বীরদের ।
মেহেরী তাজ
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি (3 আমার পতাকা আমার পরিচয়।
রিমি রুম্মান
আমার একটি দেশ আছে, আছে একটি নিজস্ব পতাকা__ এর চেয়ে গর্বের আর কি হতে পারে ?
বনলতা সেন
বিভুঁইয়ে লাল সবুজের পতাকা দেখলে বেশি করে বাঁচতে ইচ্ছে করে।
রিমি রুম্মান
আমরা বেঁচে থাকব। আমরা মরেও এই দেশের আনাচে কানাচে বেঁচে থাকবো । বিজয় দিবসের শুভেচ্ছা।
সাইদ মিলটন
মন ভালো আর খারাপের মিশ্র অনুভূতি হচ্ছে 🙂
আসলে দেশ কি বোঝার জন্য হলেও একবার পরবাসী হওয়া দরকার 🙂
রিমি রুম্মান
দেশের বাইরে যারা থাকেন, তারা সব কিছুর মাঝেই দেশকে খুঁজে বেড়ান। এবং পেয়েও যান। ভাল থাকুন, নিরাপদ থাকুন।
জিসান শা ইকরাম
ঠিক বলেছেন রিমি রুম্মান
বিদেশে কিছু অনুষ্ঠানে আমার অংশ নেয়ার সুযোগ হয়েছে
অন্যন্য দেশের সাথে যখন লাল সবুজ আমাদের দেশের পতাকা উত্তোলন করা হয়
যখন লাউড স্পিকারে ভেসে আসে’ আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি ‘ – চোখে পানি চলে আসে।
আমাদের পরিচয়ের একটি পতাকা আছে
আমাদের একটি পরিচয় আছে।
বিজয়ের শুভেচ্ছা নিন।
রিমি রুম্মান
শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা প্রিয় সোনেলা’কে।
ছাইরাছ হেলাল
দেশ কী তা দেশের বাইরে না গেলে বোঝা খুব কঠিন।
রিমি রুম্মান
ঠিক বলেছেন। ভাল থাকুন। বিজয় দিবসের শুভেচ্ছা।
মরুভূমির জলদস্যু
দেশের বাইরে থাকলে দেশের সত্যিকারের মায়াটা উপলব্ধি করা যায়।
যখনই দেশের বাইরে বেরাতে যাই তখনই ফেরার সময় সেই মায়ার খানিকটা বুঝতে পারি।
রিমি রুম্মান
ঠিক বলেছেন। আমার দীর্ঘদিন পর দেশে যাই যখন, প্লেন যখন দেশের মাটি স্পর্শ করে… বুকের ভেতরে ক্যামন যেন এক প্রশান্তি বয়ে যায় … ক্যামন যেন !
ব্লগার সজীব
এ এক ভিন্ন অনুভুতি। শুভেচ্ছা আপনাকে।
রিমি রুম্মান
শুভকামনা রইলো । ভাল থাকুন সবসময়।
লীলাবতী
ভালো লিখেছেন আপু।আমাদের পতাকাই তো আমাদের পরিচয়।
রিমি রুম্মান
এই পরিচয়টুকু নিয়ে আমরা মাথা উঁচিয়ে কথা বলি পরবাসে । ভাল থাকুন।
প্রহেলিকা
আপনাকে বিজয় দিবসের প্রানঢালা শুভেচ্ছা আপু।
রিমি রুম্মান
শুভেচ্ছা আপনাকে…
শুভেচ্ছা প্রিয় সোনেলাকে…
শুন্য শুন্যালয়
ছবিটা যেন তাকিয়ে আছে!!!
রিমি রুম্মান
বিশ্বে সবক্ষেত্রেই আমার দেশের মানুষ মাথা উঁচু করে আছে। সততা, সংগ্রাম, বিনয়___ সব দিক দিয়েই। তেমনি আমার দেশের পতাকাও যেন মাথা উঁচিয়ে থাকে।
নওশিন মিশু
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
রিমি রুম্মান
ভুলবো না… ভুলবো না