যদি চন্দ্র গ্রহন হতো দিনের আলোয়
গগণজুড়ে নীলের পরে নীল ,
দিগন্ত হতো তোমার ফর্শা ললাট
চন্দ্রটা হতো চিবুকের কালো তিল ।
যদি অমাবস্যায় হাসতো চাঁদের ঝিলিক
জোনাকির আলোয় সূর্য্যটা মলিন ,
রাত্রির রংয়ে সাজতো নয়ন তোমার
ঝলমলে হাসি, বাসন্তি রঙিন ।
হা.হা.হা
ভাবছো উল্টে গেছে ভাবনাগুলি আমার !
পাল্টে গেছে তোমায় নিয়ে সুর !
তবে যাওনা ছেড়ে একাকী নিশ্চুপে
দেখি যেতে পারো আরও কত্ত দুর ।
স্পর্শের সীমানার দুরে বহুদুরে তুমি
তবু মিশে আছো একান্তে আত্মায় ,
যেন ভরা পূর্ণিমায় লুকিয়ে আছে চাঁদ
যেন মিঠা জলের স্রোত সাহারায় ।
তোমার গন্ধটায় মিশে ভিষন মাদকতা
যেন নিঃশ্বাস থেকেও জ্যান্ত মরার ফাঁদ ,
একটাই তুমি, ছিলে, আছো, থাকবে
আমার আঁধার রাজ্যে আমাবস্যার চাঁদ ।
আজও ভালোবাসি, ভালোবাসার নেশায়
আসক্ত তোমার নিত্যকার ঢংয়ে ,
ভয় পেওনা ; চিনবে না কেউ তোমায়
দেয়াল জুড়ে, তোমার মুখশ্রী যে জলরংয়ে ।
-০-
১৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এ লেখা একজন প্রকৃত প্রেম বিশারদের।
যে চৌষট্টি নয় একশত আঠাশ কলা গিলে খেয়ে ভোম ভোলানাথ হয়ে আছে।
আমরা নিয়ত এমন টইটুম্বর লেখাই পড়তে চাই,
গলে পরা চাঁদ ঐ তো দেখা যায় অমাবস্যার কালো-জ্যোৎস্নায়!
এস.জেড বাবু
বিচারকের বিচার যা বলে।
মেনে নিতে হবে-
এতো কলা খাইলে গলা বসে যাবে, বাজনার টাকা নগদ- গান হবে না। হাহাহা
মজার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইজান
জিসান শা ইকরাম
অসাধারন এক প্রেমের উপখ্যান,
ভাল লেগেছে খুব বাবু ভাই।
শুভ কামনা।
এস.জেড বাবু
অনেক অনেক ধন্যবাদ ভাইজান।
শুভেচ্ছা রইলো
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য এক প্রেমানুকাব্য।
বেশ ভালো লাগলো দাদা।
এস.জেড বাবু
অনেক অনেক শুভেচ্ছা ভাইজান।
ভাল থাকবেন
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই অনবদ্য এক সৃষ্টি
এস.জেড বাবু
কৃতজ্ঞতা রইলো আপু
অনেক ভাল থাকবেন
সঞ্জয় মালাকার
চমৎকার এক প্রেমের উপখ্যান,
ভাল লেগেছে খুব শ্রদ্ধে বাবু ভাই।
এস.জেড বাবু
অশেষ ধন্যবাদ প্রিয় ভাইজান।
একসময় অনেক রোমান্টিক টাইপের লিখতাম। ব্লগে দিতে কেমন যেন লাগে। পরে সবাই হাসবে।
শুভেচ্ছা রইলো ভাই।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ বাবু ভাই, বিজয়ের সোনালী শুভেচ্ছা রইলো।
তৌহিদ
আপনি প্রকৃত প্রেমিক প্রেমকে যতভাবে কবিতায় প্রতিস্থাপন করেছেন তা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই।
ভালো লাগে আপনার কবিতা। চলুক এমন লেখা।
এস.জেড বাবু
মুগ্ধকর মন্তব্য। ভাল লাগলো ভাইজান।
ইনশাআল্লাহ চলবে।
সুরাইয়া পারভিন
ওমা গো, কি প্রেম!
দিগন্ত হতো তোমার ফর্শা ললাট
চন্দ্রটা হতো চিবুকের কালো তিল ।😱😱😱
এস.জেড বাবু
আপু
লজ্জা পাচ্ছি কিন্তু।
থাক কেউ যেন না শুনে আবার।
হাহাহা-
অনেক অনেক ধন্যবাদ আপু।
শুভেচ্ছা রইলো।