আমাদের সেই দেখা
কোন এক কালে,
মাটিতে ফসল ছিলো
মাছ বিলে খালে।
ফল গাছে ফল ছিলো
ফুল গাছে ফুল,
আমাদের মিলনে
ছিলোনাকো ভুল।
নদীতে জল ছিলো
আকাশে মেঘ,
আমাদের ভালোবাসা
ছিলো অনেক।
মন ছিলো মধুময়
প্রেম চুয়ে পড়ে,
ইতিহাস সে কথা
বোঝাবো কী করে?
আমাদের ছেলেবেলা
দূরন্ত কৈশোর,
ছুটোছুটি লুটোপুটি
শান্তির ডোর।
আমাদের দেখা দিন
হারালো কোথায়?
মুহঃ মুহঃ পড়ে মনে
স্মৃতির পাতায়।
১৫টি মন্তব্য
ফয়জুল মহী
মনোহর ও মনোরম লেখনী
সিকদার সাদ রহমান
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
আহ্ স্মৃতি জাগানিয়া লেখা। সেইদিন আর ফিরে পাবো না। কতস্মৃতি , আবেগ, দূরন্তপনা। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সিকদার সাদ রহমান
আপ্নিও ভালো থাকুন সুপর্ণা
বন্যা লিপি
ফেলে আসা দিনের মন পোড়ানো স্মৃতিরা সব।
যায় দিন ভালো আসে দিন খারাপ….ছোটোবেলা থেকে এ প্রবাদ শুনতে শুনতে বড় হয়ে এর মানে বুঝতে শেখা।
তারপর…..স্মৃতির ডোরে শব্দের কবিতায় খোঁজা হারানো দিনের কথা।
অনেক দিন পরে একটা সুন্দর কবিতা নিয়ে এলে। দারুন। শুভ কামনা।
সিকদার সাদ রহমান
ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রদানের জন্যে শুভ কামনা। আমরা বড়ো হয়ে গেছি। আমদের স্মৃতি গুলো পুরাতন হয়েছে। কিন্তু তা বিলীন হয় নি।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আহা পুরানো স্মৃতি রোমন্থন ভালোই লেগেছে। শুভ কামনা রইলো ।
সিকদার সাদ রহমান
শুভ কামনা ভাই, ভালো থাকবেন
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় কবি দা
সিকদার সাদ রহমান
ধন্যবাদ লিটন ভাই
জিসান শা ইকরাম
এসব কেবল এখন স্মৃতিই,
শুভ কামনা।
সিকদার সাদ রহমান
জি, স্মৃতি তুমি বেদনা। ধন্যবা।
হালিম নজরুল
চমৎকার ছন্দময় লেখা।
সাবিনা ইয়াসমিন
নদীতে পানি, আকাশে মেঘ, ক্ষেতে ধান, গাছে কাঠাল সবই এখনো পাওয়া যায়। অবশ্য ছোটু কালের প্রেম কই গেলো সেটা কিন্তু লেখেননি! তবে স্মৃতিচর্চা ভালোই লেগেছে।
শুভ কামনা 🌹🌹
সিকদার সাদ রহমান
কবিতা বউ পড়ে, প্রেম লেখা যাবেনা। তাইলে চাকরি থাকপে না।