স্মৃতি,
তোমরা আমাকে একটু ঘুমাতে
দাও, রাত তো অনেক হল ?
কি সুখ পাও আমাকে বিনিদ্র দেখে।তোমরা যাকে মনে করিয়ে দিয়ে, আমাকে নির্ঘুম রাখতে চাও
তারা তো ঠিকই ঘুমাচ্ছে।
তাহলে আমি কেন
নির্ঘুম রাত কাটাবো ?
স্মৃতি,
আমাকে একটু সবকিছু ভুলে
থাকতে দাও।অনেকটা সময় তো
মনে করেই কাটিয়ে দিলাম ।
তোমরা যাদেরকে মনে করিয়ে
দিচ্ছ বারবার, তারা তো
সবাই ভুলে গেছে আমাকে
অনেক আগেই।
স্মৃতি,
তোমরা আমাকে একটু
একা থাকতে দাও, অনেক তো
পাশে নিয়ে বয়ে চললাম।
এখন তোমরা যাদেরকে বয়ে নিয়ে
বেড়াতে চাও, তাদের সবাইকে
একটা সময়; সারা জীবন
পাশে রাখতে চেয়েছিলাম ।
স্মৃতি,
আমাকে একটু প্রশান্তি
দাও; নির্ঘুম রাত কাটাতে কাটাতে
আমি অনেকটাই ক্লান্ত।
এই যে তোমরা এতো রাত জাগাও
তোমাদের কি কোন ক্লান্তি আসে না ?
আমি চাই তোমরা একটু ছুটি নাও
আর আমাকেও মুক্তি দাও।
স্মৃতি,
তোমরা আমাকে একটু ঘুমাতে দাও।
১২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সৃতি সুখিন হোক আর দুখিন হোক বিসৃতির অতলে হারায় না। আপনার আবদার পুর্ন হোক।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ কবি।
আলমগীর সরকার লিটন
বাচ চমৎকার অনুভূতির সৃষ্টি কবি দা
নিরব সাগর
ভালবাসা নিবেন কবি দা
মনির হোসেন মমি
স্মৃতিরা বেঈমান কেবলি কাদায়। খুব সুন্দর।
নিরব সাগর
স্মৃতি স্বভাবতই বেঈমান, বেশিভাগ ক্ষেত্রে বেদনার
মনির হোসেন মমি
হুম ঠিক তাই।ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
সুখ দুঃখ নিয়েই স্মৃতি তবুও দুঃখের স্মৃতিটাই মনে পড়ে বেশি। তাই স্মৃতিরা ঘুমাতে দেয় না , পাশে থেকে জাগিয়ে রাখে। ভালো লিখেছেন বরাবরের মতো। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
নিরব সাগর
আপনিও ভালোবাসা নিবেন প্রিয়
আরজু মুক্তা
ঐসব স্মৃতিকে চৌকাঠে রেখে, আবার পথ চলেন।
নিরব সাগর
কিছুতেই পিছু ছাড়ে না তো