আমাদের প্রিয় ব্লগার মনির হোসেন মমি ( মা মাটি দেশ ) এর মাতা আর নেই।
তিনি গতরাত দশ টায় ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা সোনেলা ব্লগের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি ।
সবার কাছে আমি কৃতজ্ঞ এমন সমবেদনার স্হান সত্যিই বিরল।কৃতজ্ঞ সোনেলা ব্লগটিমের কাছে।
তবে
তখনও আমি অফিসে যখন রাত দশটা বাজে মা এর এক ভাই গ্রাম থেকে এসেছেন মাকে এক নজর দেখতে সাথে এনেছিলেন নিজের গরুর দুধ মাকে খাওয়াতে….রেডিও থেরাপি দেবার পর বাসায় নিয়ে আসি শরীর সুস্হ্য করে কেমো থেরাপির প্রস্তুতি নিতে গত ২১ তারিখ হাসপাতালে যাবার ডেট ছিল….ঈদের পর প্রায় কয়দিন যাবৎ মায়ের হঠাৎ খাওয়া দাওয়া কথা বন্ধ হয়ে যায়, মামা আসাতে শুধু চোখের এক কোণ দিয়ে ছেড়ে যাবার শেষ জলটুকু গড়িয়ে পড়ে মামা নিজ বাড়ীর দুধ মুখে দিতে বাকহীন মুখে হঠাৎ শব্দ বেড়িয়ে আসে “লাই লাহা ইল্লাললাহু মোহাম্মাদির রাসুরুল্লাহ্”তার পর চলে যান মা চিরস্হায়ী দেশে।
জীবনে অনেক মৃত ব্যাক্তির মুখ দেখেছি শেষ বেলায় মায়ের মতন এত সুন্দর হাসিময় মুখ কখনও দেখিনি।
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আল্লাহ্ তাঁকে বেহেশত্ নসীব করুণ।
প্রহেলিকা
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সত্যি শুনে খুব খারাপ লাগলো, আল্লাহ তার বিদাহী আত্মার শান্তি দেক, বেহেস্ত নসিব করুক।
মোঃ মজিবর রহমান
হে আল্লাহ মাকে বেহেশ্ত দাঙ্করুন। আমিন।
কৃষ্ণমানব
সৃষ্টিকর্তা ওনাকে যেখানেই রাখুক ।। ভালো রাখুক
নুসরাত মৌরিন
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।
সীমান্ত উন্মাদ
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি ।
শিশির কনা
আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুক।
জিসান শা ইকরাম
মনির ভাইয়ের সাথে আমরাও সমব্যাথি।
মনির ভাইয়ের মা এর বিদেহী আত্মার শান্তি কামনা করি
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসে এ স্থান দিক– আমীন।
রিমি রুম্মান
সৃষ্টিকর্তা উনাকে ভাল রাখুক ওপাড়ে …
মেহেরী তাজ
আল্লাহ ওনাকে বেহেশত নসীব করুক, আমীন ।
বনলতা সেন
মনে-প্রাণে তাঁর আত্মার মাগফেরাত চাইছি।
খেয়ালী মেয়ে
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..
লীলাবতী
মনির ভাইয়ার মা এর আত্মার মাগফিরত কামনা করি।
ব্লগার সজীব
মনির ভাইয়ের মা এর প্রতি শ্রদ্ধা। আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুন ।
শুন্য শুন্যালয়
ব্যথায় অনেক কস্ট পাচ্ছিলেন আন্টি। তার চির শান্তি কামনা করছি। যেখানেই থাকুন, ভালো থাকুন।
আল্লাহ্ তার সন্তানদের, পরিবারবর্গকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। আমিন…
অলিভার
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
বন্ধুর পরিবর্তে বন্ধু পাওয়া যায় দুনিয়াতে, একজন মায়ের পরিবর্তে একজন মা কখনোই পাওয়া সম্ভব না।
আল্লাহ উনার মা’কে জান্নাতুল ফেরদৌস নবিক করুন, পাশাপাশি পরিবারকে শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন (আমিন)
ঘুড্ডির পাইলট
ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন !
আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সবার কাছে আমি কৃতজ্ঞ এমন সমবেদনার স্হান সত্যিই বিরল।কৃতজ্ঞ সোনেলা ব্লগটিমের কাছে।
তবে
তখনও আমি অফিসে যখন রাত দশটা বাজে মা এর এক ভাই গ্রাম থেকে এসেছেন মাকে এক নজর দেখতে সাথে এনেছিলেন নিজের গরুর দুধ মাকে খাওয়াতে….রেডিও থেরাপি দেবার পর বাসায় নিয়ে আসি শরীর সুস্হ্য করে কেমো থেরাপির প্রস্তুতি নিতে গত ২১ তারিখ হাসপাতালে যাবার ডেট ছিল….ঈদের পর প্রায় কয়দিন যাবৎ মায়ের হঠাৎ খাওয়া দাওয়া কথা বন্ধ হয়ে যায়, মামা আসাতে শুধু চোখের এক কোণ দিয়ে ছেড়ে যাবার শেষ জলটুকু গড়িয়ে পড়ে মামা নিজ বাড়ীর দুধ মুখে দিতে বাকহীন মুখে হঠাৎ শব্দ বেড়িয়ে আসে “লাই লাহা ইল্লাললাহু মোহাম্মাদির রাসুরুল্লাহ্”তার পর চলে যান মা চিরস্হায়ী দেশে।
জীবনে অনেক মৃত ব্যাক্তির মুখ দেখেছি শেষ বেলায় মায়ের মতন এত সুন্দর হাসিময় মুখ কখনও দেখিনি।