
আবার যদি দেখা হয়, গলির মোড়ে,
উসকো খুসকো চুল, সাদা পাকা অবয়বে
মোটা কাঁচের চশমায়, দৃষ্টি রেখে
জাগবে কি হৃদয়, ব্যথাতুর আবিরে ?
আবার যদি কথা হয়, মুঠোফোনের বদৌলে
কাঁপা কাঁপা কন্ঠে, গাঢ় নিশ্বাসে
নিরবতার ভাষায়, সময়ের গভীরে
বুঝবে কি তুমি, আকুতি ঝরা মনের ?
যদি মনে পড়ে, বৃষ্টির অঝরে
বিষণ্ণ অবসরে, একাকীত্বের প্রহরে
স্মৃতির পাতায় অবগাহন অগোচরে
খুঁজবে কি আমায়, একান্তীয় সহচরে ?
রচনা কাল ঃ ০৭/১০/২০২১
ঢাকা
১৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
খুজে নিয়ে কামরুল ভাল লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ
কামরুল ইসলাম
ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
চমৎকার লেখেছেন কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
যেজন চলে যায়, ফিরে কি আসে কভু? হয়তোবা আসে। অফুরন্ত শুভকামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ দিদি
অনেক শুভ কামনা
হালিমা আক্তার
হয়তো দেখা হবে। কিন্তু ফিরে পাওয়া যায় কি আগের তাহারে। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
এসব প্রশ্নের জবাব খুঁজতে কমপক্ষে কুড়ি বছর অপেক্ষা করে তারপর হঠাৎ একদিন তার সাথে দেখা করতে হবে। এর মধ্যে ফোন নাম্বার চেঞ্জ করা লাগবে, চুল সাদা এবং চোখের দৃষ্টিও ঘোলাটে বানিয়ে নিতে হবে। ততদিন পর্যন্ত কবি যদি অপেক্ষা করতে পারে তাহলে আমরাও জানতে পারবো।
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
কুড়ি বছরের বেশি হয়ে গেছে আপু ।
অপেক্ষা করেই এই প্রয়াস
মনির হোসেন মমি
যদি দেখা হয়েই যায়-চাইনিজ খাওয়াবো।
চমৎকার আশাজাগানিয়া কবিতা।
কামরুল ইসলাম
তাইতো , চাইনিজ খাওয়ানো যায় বটে