অভিমানে সিক্ত বিষাদে রিক্ত হৃদয়,
হারিয়েছে কালবৈশাখীর ঝড়ে
বট বৃক্ষের মগ ঢালের আড়ালে।
ভোরের ঝির ঝির মনে পরশ লাগানো হাওয়ায় কভু ভেবোনা আমায়,
পূর্ণ হবে শূন্য হৃদয় পাবে তিক্ত অনুভূতি,
খেলবে নিয়ে সে তোমায়
বানিয়ে দাবার ষোল চালের নিরাসক্ত গুটি ।
খোলা আকাশের ধূসর মেঘের ভাঁজে অজান্তে মনের কভু দেখোনা আমায়,
না বুঝেও দেখবে অদৃশ্যের মায়ার রেখা,
যা বাঁধবে তোমায় ঘোরের ইন্দ্রজালে ।
নিশুতি রাতে ঘুমের তালে ভুল করে কভু নাম ধরে ডেকোনা আমায়,
কড়া নাড়বে খোলা দরজায়
মনের জোরে টিকে থাকা বিভাগি আত্মা,
হারিয়েও যে জীবন্মৃত থাকে অন্তরালে ।
সন্ধ্যায় ঘরে ফেরা ক্লান্ত পথিকের দলে চোখ রেখে কভু খুঁজো-না আমায়,
হারাবে চোখের জ্যতি,
না দেখেও ডুববে পড়ে হতাশার নোংরা নর্দমায় ।
সুখের ভেলায় ভাসতে ভাসতে একাকীত্বের সঙ্গী ভেবে কভু চেয়োনা আমায়,
পেয়ে বসবে অদৃষ্টের হিংস্র দানব,
সদা ব্যস্ত যে এঁকে দিতে মনের ক্যানভাসে কালো বিষাদের ছবি ।
কি লাভ করে এসব ?
আছিতো মিশে আমি তোমার ধাবমান শিরার প্রতিটি রক্ত কণিকায়,
কভু পারবে কি সরিয়ে দিতে দূরে??
১০টি মন্তব্য
স্বপ্ন নীলা
চাইলেই কি মন হতে দূরে সরে যাওয়া যায় !!!!
কবিতা সুন্দর হয়েছে
সীমান্ত সৈকত
হয়তো সরে যাওয়া জায়…………আবার হয়তো যায়না…………… ধন্যবাদ আপুনি……।
কৃন্তনিকা
সুন্দর…
ভালো লেগেছে…
সীমান্ত সৈকত
ধন্যবাদ………।
শুন্য শুন্যালয়
যে ধাবমান রক্তকণিকায় মিশে আছে, তাকে না ভেবে, না খুঁজে উপায় কি আছে?
সুন্দর কবিতা।
সীমান্ত সৈকত
মন্তব্যের জন্যে ধন্যবাদ
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সব চাওয়া সব সময় পাওয়া হয় না।সুন্দর কবিতাটি।
সীমান্ত সৈকত
ধন্যবাদ
ইমন
সুন্দর হয়েছে, ভালো লেগেছে 🙂
সীমান্ত সৈকত
ধন্যবাদ