আপনি কি শাহবাগের ব্লগার !!!

শাহ আজিজ ৭ মে ২০১৫, বৃহস্পতিবার, ১০:২১:১০পূর্বাহ্ন বিবিধ ৯ মন্তব্য

আপনি কি শাহবাগের ব্লগার !!!

আমার ফ্রেন্ড লিস্ট এ একজন আপু অনেক দিন থেকেই আছে বলা যায় ২০১২ সাল থেকেই , অনেক বার আন ফ্রেন্ড করতে গিয়েও করিনাই , উনার কিছু কথা শুনার পর ইচ্ছা করেই রেখেদিয়েছি , দেখি উনি আর কি বলতে পারে ?? যখন শাহবাগ আন্দোলন শুরু হলো , তখন প্রায় কথা হতো উনার সাথে , উনি কি বলে , আমার কাছ থেকে কি জানতে চায় , প্রায় কথা বলতাম স্বাধীনতা , মুক্তিযুদ্ধ , এই সব নিয়ে , মাশাআল্লাহ এক কথায় পাকি মার্কা মাথা থেকে যে সব উত্তর দিত শুনেই হচকচিত হয়ে যেতাম কি বলেন উনি ?

বাংলাদেশে নাকি যুদ্ধাপরাধী নাই যাদের বিচার করতেছে তাঁরা নাকি নিরাপরাধী :v শাহবাগে যারা যায় তাঁরা নাকি নাস্তিক , আমি বললাম আমি ও তো যাই 😛 বলল আর যেও না , বললাম যে কেন , ঐখানে গেলে খারাপ হয়ে যাবো 😛 বললাম যে লাকি তো আমাদের বিশ্ববিদ্যালয়ের , বলল আরে ও তো মেয়ে না :v জিজ্ঞেস করলাম কেন ? বলল দেখো না চেহেরার কি অবস্থা ?

আমি বললাম আল্লাহ ই তো বানাইছে প্রত্যেকটা মানুষ কে উত্তম আকৃতিতে 🙂 পাস কাটিয়ে গেল , বলল ঐখানে খারাপ কাজ হয় , বললাম যে আপনি কি দেখেছেন ? বলল শুনেছি , বললাম যে আপনি যদি শুনা কথায় কান দিয়ে বিশ্বাস করতে পারেন তাহলে আমরা এই প্রজন্মএর নাগরিক হয়ে কেন মুক্তিযুদ্ধ , স্বাধীনতা , যুদ্ধাপরাধী এই সব কিছুতে বিশ্বাস রাখতে পারবো না ??

তারপর আস্তিক নাস্তিক নিয়ে অনেক কথা বলে কথা শেষ করে দিলেন । অনেক দিন কথা হয় নাই , অনেক দিন পর আজ সকালে আবার ফেস বুক এ নক করে বললেন আচ্ছা ব্লগার অর্থ কি আমি উত্তর দিলাম ( A Contributor to a blog or online journal )
তারপর কিছু না বুঝেই বললেন আপনি কি শাহবাগের ব্লগার?? আমি উত্তর না দিয়ে বললাম আপনি ই বলুন ব্লগার মানে কি ?? প্রথমে বলল বুঝিনা ? বললাম কি বুঝেন না ? তারপর দেখলাম একটা উত্তর দিল 🙁 যারা সামান্য কথা তথা তিল কে তাল বানায় তাঁরা নাকি ব্লগার 🙂 শুনেই হাসি পাইলো , তারপর তিনি বলল আপনি আমার কথা বুঝবেন না !! বললাম কেন ?? আপনি বুঝিয়ে বলেন তাহলেই তো বুঝতে পারি । তারপর উনাকে আরো ভালো করে বললাম ব্লগার মানে কি >
blogger , ( noun )
(internet ) A website that allows users to reflect, share opinions and discuss various topics in the form of an online journal while readers may comment on posts, most blogs are written in a slightly informal tone ( personal journals , news, businesses, etc ) entries typically appear in reverse chronological order . বাট আপু আর কোন উত্তর না দিয়ে আমি বুঝবো না বলে বাই দিয়ে চলে গেলেন 🙁 আমি কি বুঝতে পারবো না তাই তো বুঝলাম না !!!

৬০৯জন ৬০৯জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ