আপনি কি শাহবাগের ব্লগার !!!
আমার ফ্রেন্ড লিস্ট এ একজন আপু অনেক দিন থেকেই আছে বলা যায় ২০১২ সাল থেকেই , অনেক বার আন ফ্রেন্ড করতে গিয়েও করিনাই , উনার কিছু কথা শুনার পর ইচ্ছা করেই রেখেদিয়েছি , দেখি উনি আর কি বলতে পারে ?? যখন শাহবাগ আন্দোলন শুরু হলো , তখন প্রায় কথা হতো উনার সাথে , উনি কি বলে , আমার কাছ থেকে কি জানতে চায় , প্রায় কথা বলতাম স্বাধীনতা , মুক্তিযুদ্ধ , এই সব নিয়ে , মাশাআল্লাহ এক কথায় পাকি মার্কা মাথা থেকে যে সব উত্তর দিত শুনেই হচকচিত হয়ে যেতাম কি বলেন উনি ?
বাংলাদেশে নাকি যুদ্ধাপরাধী নাই যাদের বিচার করতেছে তাঁরা নাকি নিরাপরাধী :v শাহবাগে যারা যায় তাঁরা নাকি নাস্তিক , আমি বললাম আমি ও তো যাই 😛 বলল আর যেও না , বললাম যে কেন , ঐখানে গেলে খারাপ হয়ে যাবো 😛 বললাম যে লাকি তো আমাদের বিশ্ববিদ্যালয়ের , বলল আরে ও তো মেয়ে না :v জিজ্ঞেস করলাম কেন ? বলল দেখো না চেহেরার কি অবস্থা ?
আমি বললাম আল্লাহ ই তো বানাইছে প্রত্যেকটা মানুষ কে উত্তম আকৃতিতে 🙂 পাস কাটিয়ে গেল , বলল ঐখানে খারাপ কাজ হয় , বললাম যে আপনি কি দেখেছেন ? বলল শুনেছি , বললাম যে আপনি যদি শুনা কথায় কান দিয়ে বিশ্বাস করতে পারেন তাহলে আমরা এই প্রজন্মএর নাগরিক হয়ে কেন মুক্তিযুদ্ধ , স্বাধীনতা , যুদ্ধাপরাধী এই সব কিছুতে বিশ্বাস রাখতে পারবো না ??
তারপর আস্তিক নাস্তিক নিয়ে অনেক কথা বলে কথা শেষ করে দিলেন । অনেক দিন কথা হয় নাই , অনেক দিন পর আজ সকালে আবার ফেস বুক এ নক করে বললেন আচ্ছা ব্লগার অর্থ কি আমি উত্তর দিলাম ( A Contributor to a blog or online journal )
তারপর কিছু না বুঝেই বললেন আপনি কি শাহবাগের ব্লগার?? আমি উত্তর না দিয়ে বললাম আপনি ই বলুন ব্লগার মানে কি ?? প্রথমে বলল বুঝিনা ? বললাম কি বুঝেন না ? তারপর দেখলাম একটা উত্তর দিল 🙁 যারা সামান্য কথা তথা তিল কে তাল বানায় তাঁরা নাকি ব্লগার 🙂 শুনেই হাসি পাইলো , তারপর তিনি বলল আপনি আমার কথা বুঝবেন না !! বললাম কেন ?? আপনি বুঝিয়ে বলেন তাহলেই তো বুঝতে পারি । তারপর উনাকে আরো ভালো করে বললাম ব্লগার মানে কি >
blogger , ( noun )
(internet ) A website that allows users to reflect, share opinions and discuss various topics in the form of an online journal while readers may comment on posts, most blogs are written in a slightly informal tone ( personal journals , news, businesses, etc ) entries typically appear in reverse chronological order . বাট আপু আর কোন উত্তর না দিয়ে আমি বুঝবো না বলে বাই দিয়ে চলে গেলেন 🙁 আমি কি বুঝতে পারবো না তাই তো বুঝলাম না !!!
৯টি মন্তব্য
স্বপ্ন
না জেনে,না বুঝে ওই মহিলা এমন মন্তব্য করতে পারেননা।চরম একজন আহাম্মক উনি।
কৃন্তনিকা
এরকম ভাই-আপুতে ছেয়ে গেছে দেশ… ^:^
লীলাবতী
এরা আসলে বুদ্ধি প্রতিবন্ধি।কিছুই জানেনা অথচ ভাব দেখাবে সব জান্তা।
শুন্য শুন্যালয়
কি বলবো বুঝতে পারছিনা। আমার ফ্রেন্ড লিস্টে আছে একজন যার কাছে ২৫ শে মার্চ কালোরাত্রি আর হেফাজতির গাঁজাখুরি হত্যাকান্ড একই মনে হয়। আমাদের ধৈর্য্যের পরিক্ষাও হয়ে যাচ্ছে।
আশা জাগানিয়া
এসব মানুষদের পিছনে সময় নষ্ট করা বৃথা।এরা বাই বর্ন ছাগু।
মোঃ মজিবর রহমান
এরা মগস ধোলাই করার জন্য আসে এরা ইয়ং ছেলেদের দলে আনার জন্য অনেকটা রুপ দেখায়ে,
হয়ত দ্বিমত অনেকের থাকতে পারে।
জিসান শা ইকরাম
আমি হলে উত্তর ভিন্ন ভাবে দিতাম।
তাকে বলা উচিৎ ছিলো’ বুঝতে পেরেছি আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলছেন।এতদিনে একজন অভিজ্ঞ নারীকে পেলাম’
সীমান্ত উন্মাদ
আমি হলে উত্তর দিতাম,
কাঁঠাল পাতা জোড়া জোড়া
ওরে ছাগু ঘুরে দাঁড়া,( ওহ হো তিনিতো ছাগু না, ছাগুর স্ত্রী লিঙ্গ :P)
দৌড় দিলেই মারবো কোঁড়া
আমরা আছি আজো খাড়া।
তারপর বলতাম এটার নামই ব্লগার! বুঝছেন।
আসলে ভাই, এসব পাক শিশুদের ভালোভাবে বুঝাই লাভ নাই। দেখলেই ডাইরেক্ট বেম্বু দিতে হয়। তিনি পুং না স্ত্রী দেখার দরকার নাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শিয়ানা অবুঝরে বুঝিয়ে লাভ নেই।ভাল লাগল।