আচ্ছা যেও!
তুমি চলে যাবে
আচ্ছা যেও!
যখন আমি থাকবনা
প্রস্ফুটিত কৃষ্ণচুড়ার ফুলের সৌরভে।
তুমি চলে যাবে
আচ্ছা যেও!
যখন শ্যামল দুর্বার বুকে
থাকবেনা আমার কোমল ছোঁয়া।
তুমি চলে যাবে
আচ্ছা যেও!
পাবেনা আমায় যখন
নীল আকাশে
উড়ন্ত বলাকার ভিড়ে।
তুমি চলে যাবে
আচ্ছা যেও!
যখন চৈত্রের ধুলি ঝড়ের স্মৃতিতে
থাকবনা আমি।
বর্ষার রিম ঝিম বৃষ্টির সুরের মাঝে
পাবে না আমার গানের সুর
তখন চলে যেও।
তুমি চলে যাবে
আচ্ছা যেও!
নিঃসঙ্গ আমি
নিঃশব্দেই আমি থাকব।
২৯-১০-১৩ ১১pm
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভালোই লিখেছেন 🙂
জি.মাওলা
ভাই ধন্যবাদ
খসড়া
ভালোই লিখেছেন 🙂
জি.মাওলা
ধন্যবাদ
নীলকন্ঠ জয়
যেতে বললেই যাবে? একলা থাকবেন কেন? ভালো লিখেছেন।
আমার স্বপ্ন ও মনের কথা
চোখে জল এসে গেল 🙁
অনেক ভালো লেগেছে
কিন্তু কাঁদতে ইচ্ছা করছে ।