
স্বপ্ন তার আকাশ ছোঁয়ার, মেঘ জড়িয়ে তারসাথে হুটোপুটি খেলার। কোন বাঁধাই যখন নেই, তখন তোমার কেন অনিচ্ছা হলো বুঝলাম না? আকাশ ছুঁয়ে মেঘ জড়িয়ে হুটোপুটি করতে চাওয়াটা কি খুব বেশি হয়ে গিয়েছিলো যে, তুমি পথরোধ করে দাঁড়ালে?
তুমি যা করো সব নাকি মঙ্গল। আমি তো এখানে তেমন মঙ্গলের কিছু খুঁজে পেলাম না।
যাকে অসম্ভব মেধা আর অসাধারণ মনের দুজন মানুষকে বাবা- মা হিসেবে সম্বল করে পাঠিয়েছিলে। একমাত্র ছোট্ট ভিটেটুকুই তাদের ঠাঁই। তবুও অল্প সময়ে মন জয় করা ছেলেটিকে সবাই ভালোবাসে। তার মেধা ও ব্যবহারে মুগ্ধ স্কুলের শিক্ষকরা যখন বললেন, “ছেলে তোমাদের পড়ানোর দায়িত্ব আমাদের।” পেছন ফিরে তাকাতে হয়নি আর। তবুও তার বাবা- মা কিছু সময় একেবারেই শূন্য হাতে ছেলের ভবিষ্যত সামনে নিয়ে তাকিয়ে ছিল তোমার পানে। ভরসা করেছে তোমাতে, তুমি ফেরাও নি।
অতপর একদিন ছেলেটি ভার্সিটি কমপ্লিট করে বিসিএস উত্তীর্ন হয়ে শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করলো। এখন সে হাজারো স্বপ্বের জন্ম দেয়। সমাজকে তার অনেক দেবার বাকি। প্রাণ ভরে সকলটুকু উজার করে দিতে চায়। সামনে আর কোন বাঁধাই যে নেই।
কিন্তু যে তুমি তাকে সব দিয়েছিলে আজ তুমিই কেন পথ রোধ করার প্লান করছো। আর সেই ভরসা করা বাবা- মা আর অল্প বয়সী বউ যার মেহেদীর রঙ এখোনো কাঁচা তাদের মনের অবস্থা কেমন যাচ্ছে ভেবে দেখো? কিছু হয়ে গেলে কিভাবে সইবে তারা এ দহন!
হে মহান মালিক, তুমিতো কতো পাপীদের পালন কর। তোমার বুকে অবাধে তারা বিচরণ করে। তাদের পাপী পায়ের দাম্ভিকতায় তোমার ধরনী কাঁপলেও তুমি মেনে নাও। আজ তোমার কাছে প্রার্থনা তাকে তুমি ভুল করে থাকলে মাফ করে দাও। নিস্পাপ মেয়েটির মেহেদী, তার স্বপ্ন, তার বেঁচে থাকার ছায়াকে অক্ষত রাখ। যাকে তুমি নিজ হাতে তৈরি করেছ তাকে নষ্ট হতে দিও না।
বলতো কোন কোন সময় সে- আমি আপনার ছেলে হবো?
-দুর এতবড় মানুষ ছেলে বানাবো না?
-তাহলে ভাই, কিছু তো একটা!!
-ভাইয়েরা শয়তান হয়।
-প্লিজ!
-ওকে, দেখা যাবে।
এমন হাসিখুশি সহজ মানুষটা, সে আমার যে কেউ হোক! সে যে কেউ হোক! হোক আমার ছেলে, আমার ভাই, আমার বন্ধু, আমার পরিচিত তবুও সে আমার কষ্ট। পরিচয়হীন এ সম্পর্কে কেন যেন বুকের ভেতরটা অসহ্য যন্ত্রনা করছে! একেবারে ছিঁড়ে- ফুঁড়ে যাচ্ছে। শুধু ভাবছি, তোমার এ কেমন বিচার!
তবুও হে মহান মালিক, তোমার কাছেই করজোড় মিনতি তুমি তাঁকে ভালো করে দাও, সুস্থ করে দাও, আগের মতো করে ফিরিয়ে দাও আমাদের মাঝে। যে কোন কিছুই তো তুমি ভ্যানিস করতে পারো। ক্যান্সার তো অতি সাধারণ কিছু!!!!
২০টি মন্তব্য
আরজু মুক্তা
আল্লাহ্ কে প্রাণ ভরে ডাকলে তিনি না শুনে পারেন না।
আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ ভরসা।
তবে খুবই দুঃখজনক ঘটনা। আপনার নিশ্চয় পরিচচিত কেউ?
রোকসানা খন্দকার রুকু
দোয়া করবেন। আমিন।
বন্যা লিপি
ধোয়াশা কুয়াশা লাগলো, আগা মাথা বুঝিনাই,। তবু…. একজন মানুষ দুরারোগ্য ব্যধীতে আক্রান্ত, এটুকু বুঝলাম। আল্লাহ মহান। তিনি যা করবেন ভালোর জন্যই করবেন। সর্বময় মঙ্গল কর্তা তিনি একমাত্র মহান রব্বুল আল-আমিন।
রোকসানা খন্দকার রুকু
দোয়া করবেন। আমিন।
স্বপ্নীল মেঘ
আল্লাহ মহান। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
ধৈর্য ধরুন, বেশী বেশী দোয়া করুন। আল্লাহ সুবহানু তা’আলা অবশ্যই রহমত করবেন।
দোয়া রইলো।
রোকসানা খন্দকার রুকু
দোয়া করবেন। আমিন।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই তো কত পাপীর এ ধরণীতে বেঁচে থাকার অধিকার আছে আর যাদের কাছে আছে সমাজ, পরিবার, রাষ্ট্র কে উপরে উঠানোর স্বপ্ন, সাধ তাদেরকে কেন কেড়ে নেয়া হয় এত তাড়াতাড়ি?? ঈশ্বর সহায় হোন,উনি নিশ্চয়ই সুস্থ হবেন।
রোকসানা খন্দকার রুকু
দোয়া করবেন। আমিন।
জিসান শা ইকরাম
সৃষ্টিকর্তার লীলা খেলা বুঝি না অনেক সময়,
মন বিক্ষিপ্ত হয়ে ওঠে, কষ্ট পাই এমন অবস্থা দেখলে।
আল্লাহ্ সবাইকে সুস্থতা দান করুক।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
দোয়া করবেন। আমিন।
জিসান শা ইকরাম
সব কিছু জেনে খারাপ লাগছে খুব।
হালিমা আক্তার
মহান আল্লাহ পাক সব কিছুর মালিক। তিনি উত্তম পরিকল্পনাকারী। একমাত্র তিনিই সব জানেন। আল্লাহ দিয়ে আবার কেন কেড়ে নেন ,কী তাঁর ইচ্ছা আমরা কেউ জানি না। দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন।
রোকসানা খন্দকার রুকু
দোয়া করবেন। আমিন।
সাবিনা ইয়াসমিন
কিছু সম্পর্ক এমন হয়, রক্ত পরিবারের বন্ধন নেই, তবুও তারা আত্মার আত্মীয় হয়ে যায়। তাদের সুখ যেমন আমাদের আনন্দ দেয় তেমনি তাদের দুঃখ-ব্যাথায় বিচলিত হই। খুব চাই তারা ভালো থাকুক, মায়ার বন্ধনে জড়িয়ে থাকুক।
ছেলেটির সুস্থতা কামনা করি। আপনিও ভালো থাকুন🌹🌹
রোকসানা খন্দকার রুকু
দোয়া করবেন। আমিন।
তৌহিদুল ইসলাম
সুস্থতা কামনা করছি। আল্লাহ নিশ্চই ক্ষমাশীল ও সর্বজ্ঞানী।
শুভকামনা আপু।
রোকসানা খন্দকার রুকু
দোয়া করবেন ভাইয়া
তৌহিদুল ইসলাম
ফি আমানিল্লাহ আপু।
ছাইরাছ হেলাল
একমাত্র আমরা তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি।
তিনি ক্ষমা করতে পছন্দ করেন।
রোকসানা খন্দকার রুকু
দোয়া করবেন ভাইয়া।