অসুস্থ দেশপ্রেম

রাফি আরাফাত ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১২:৪১:৫৪অপরাহ্ন অন্যান্য ১৫ মন্তব্য

যে দেশের মানুষেরা জন্ম নেয় আমেরিকার নাগরিকত্ব কিভাবে পাওয়া যায় এই স্বপ্ন নিয়ে, যে দেশের নাগরিকরা এখনো কক্সবাজার যায়নি,কিন্তু মালয়েশিয়া ভ্রমণের স্বপ্ন দেখে, যারা পিএচডি নিয়ে Proud to be a Bangladeshi না বলে Proud for completing P.H.D form the University of Oxford / California এসব লেখেন, যারা দেশের হাসপাতালে জন্ম নিয়ে বড় হয়ে সামান্য জ্বর হলে সিঙ্গাপুরে যায়, দেশ আজ তাদেরকে ভরসা করেই উন্নতির উচ্চ শিকড়ে যাওয়ার স্বপ্ন দেখছে। তবে কি এভাবে উন্নতি সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি উন্নতি কেজি দরে কিনতে পাওয়া যেতো অথবা উন্নতির জন্মদান করা যেতো।

১০৭৬জন ১০০১জন

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ