অসমাপ্ত কবিতা

আসমাউল ২৪ ফেব্রুয়ারি ২০১৪, সোমবার, ১১:১৯:১২পূর্বাহ্ন বিবিধ ১২ মন্তব্য

প্রথম পৃষ্ঠায় রেখেছি রূপার জন্য ষোল লাইনের
আড়ালে দাড়িয়ে চোখাচোখির কবিতা

চব্বিশ পৃষ্ঠায় রেখেছি মাধবী জন্য সাত লাইনের
এলোমেলো কিছু শব্দের ছড়া কবিতা

পঁচিশ পৃষ্ঠায় রেখেছি বৃষ্টির জন্য সতের লাইনের
বিক্ষিপ্ত গোলাগুলির রক্তাক্ত কবিতা

বাসন্তী তোর জন্য রেখেছি বুকের ভেতর
ছাব্বিশ লাইনের অসমাপ্ত কবিতা-

খুলে নে মোড়ক একুশের বই মেলায়
তুই রূপা
তুই মাধবী
তুই বৃষ্টি
তুই বাসন্তী
আর তোকে উৎসর্গ করা অসমাপ্ত কবিতা।

৯৫৩জন ৯৫৩জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ