প্রথম পৃষ্ঠায় রেখেছি রূপার জন্য ষোল লাইনের
আড়ালে দাড়িয়ে চোখাচোখির কবিতা
চব্বিশ পৃষ্ঠায় রেখেছি মাধবী জন্য সাত লাইনের
এলোমেলো কিছু শব্দের ছড়া কবিতা
পঁচিশ পৃষ্ঠায় রেখেছি বৃষ্টির জন্য সতের লাইনের
বিক্ষিপ্ত গোলাগুলির রক্তাক্ত কবিতা
বাসন্তী তোর জন্য রেখেছি বুকের ভেতর
ছাব্বিশ লাইনের অসমাপ্ত কবিতা-
খুলে নে মোড়ক একুশের বই মেলায়
তুই রূপা
তুই মাধবী
তুই বৃষ্টি
তুই বাসন্তী
আর তোকে উৎসর্গ করা অসমাপ্ত কবিতা।
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
মন্তব্যের উত্তর দিতে হয় ।
আসমাউল
আমি এক গরীব কবি। কোন মতে পোস্ট করে চলে আসি। খুব কম মেগাবাইট নিয়ে থাকি। তাই মন্তব্য করতে পারি না।
তবে আমার মনের মন্তব্য নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে যায়। যার আমার লেখার প্রশংসা করেন তাদের বলবো আপনাদের দোয়ায় আমার লেখার মান ভালো হয় । .তবে গঠন মূলকসমলাচোনা করলে খুশী হব
ছাইরাছ হেলাল
গরীব বা ধনীর কোন বিষয় নেই ।
গঠন মূলক সমলোচনা কিন্তু কঠিন একটি বিষয় ।
তার অপেক্ষা না করে আপনি আপনার মত লিখতে থাকুন ।
আসমাউল
আমি এক গরীব কবি। কোন মতে পোস্ট করে চলে আসি। খুব কম মেগাবাইট নিয়ে থাকি। তাই মন্তব্য করতে পারি না।
তবে আমার মনের মন্তব্য নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে যায়। যার আমার লেখার প্রশংসা করেন তাদের বলবো আপনাদের দোয়ায় আমার লেখার মান ভালো হয় । তবে গঠন মূলকসমলাচোনা করলে খুশী হব ।
জিসান শা ইকরাম
বাহ ! একজনের এত রূপ ?
ভালো হয়েছে ।
সীমান্ত উন্মাদ
এত্তো জনের ভালোবাসায় আবার পাগল হয়ে জাইয়েন না কবি।
শুভকামনা জানিবেন নিরন্তর।
খসড়া
তুই রূপা
তুই মাধবী
তুই বৃষ্টি
তুই বাসন্তী এবারে আর কি? ভাল লাগল।
আদিব আদ্নান
আপনাকে বিশ্ব প্রেমিক মনে হচ্ছে ।
আসমাউল
কেও তো এলোনা এখনো।
ছাইরাছ হেলাল
ঝাঁকে ঝাঁকে আসবে ,
একটু সামান্য অপেক্ষা মাত্র ।
হাত-পা যেন আবার পুড়িয়ে না ফেলেন ।
শিশির কনা
তুই রূপা
তুই মাধবী
তুই বৃষ্টি
তুই বাসন্তী——– ফোর ইন ওয়ান ? -{@ (y)
শুন্য শুন্যালয়
ভালোবাসার মানুষ কে অনেক নামে ডাকা যায়..কিন্তু যা দিনকাল পরছে, দেখেন ভাই সবাই মিলে তেড়ে না আসে..
কবিতাটি অনেক ভালো লেগেছে ..