অশ্রুসিক্ত হৃদয়
-শুভ মালাকার
তখন আমি খুবই ছোট্ট,
পুতুল নিয়ে বসি আঙ্গিনায়।
ঠিক তখনি, ভাই-আমার মাকে বলে,
আসি মা ডাকছে বন্ধু মোরে।
মা বলে-
কোথায়, কেন ডাকছে বাছা?
ভাই বলে, আমারি অন্ন কাড়িছে অন্যে,
সেই অন্ন আনিবে সে ছিনিয়ে।
সেতো অন্ন নহে মা, সেযে আমার ভাষা,
দোহাই মা তোমার যেতে হয়োনা বাঁধা।
তবুও বাছা কোথাও যাসনে তুই,
কবে কোথায় কি জানি-হয়!
আসিব মা ফিরে, যেভাবে আছি,
মাগো, করনা কোনো ভয়।
আমি শুধু শুনেই গেছি সেদিন,
বুঝতে পারিনি কি ঘঠছে সেথায়?
এভাবে পাড় হয়ে গেল বহু দিন,
হঠাৎ একদিন বলি মা, বাইয়া কোথায়?
কেঁদে ওঠে মা আমার!
বলি মা, কাঁদছো কেন?
বলে, সেই যে গেল সোনা আমার,
দূড় দেশে পাড়ি-ই দিল আর আসল না।
হয়তো একুশের আকাশে হয়েছে বিলিন,
বাংলা জলে স্থলে হয়েগেছে লীন।
কখনো সে আর আসবে না।
এ কি বলছ মা!
বর্ষার অমিত মেঘের ন্যায়,
মাথায় যেন বজ্র পড়ে মোর।
মা সান্তনা দিয়ে বলে আমায়,
ভাষা ফেরাতে হয়েছে সে চির অমর।
কাঁদিসনে, এখনো আছে লক্ষ ভাই তর।
তবুও ভাবি সুগভির কূপে যেন পড়ি,
বেঁচে থেকেও ভাইকে রাখতে পারিনি।
সঙ্গী হীনে কি-ই বা হবে আর বেঁচে, যেথায়;
প্রাণ প্রিয় ভাই আমায়, ছেড়ে চলে গেছে।
৭-১০ জানুয়ারি, ২০১১
১৬টি মন্তব্য
শুভ্র রফিক
দারুন লেখা।বেশ ভাল লাগল।
শুভ মালাকার
ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন -{@
মুহাম্মদ আরিফ হোসেইন
বলি মা, কাঁদছো কেন?
বলে, সেই যে গেল সোনা আমার,
দূড় দেশে পাড়ি-ই দিল আর আসল না।
হয়তো একুশের আকাশে হয়েছে বিলিন,
বাংলা জলে স্থলে হয়েগেছে লীন।
কখনো সে আর আসবে না।
এ কি বলছ মা!
বাহ্!
চমৎকার হইছে। 🙂
শুভ মালাকার
ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন -{@
মোঃ মজিবর রহমান
সুন্দর শব্দ্ব গাথুনি।
মন ভরে গেল ভাই।
শুভেচ্ছা অবিরত।
শুভ মালাকার
এই অনুপ্রেরণা নতুন শব্দ গাথুনির পথ প্রদর্শক হবে।
ধন্যবাদ আপনাকে। -{@
অরুনি মায়া
চির অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই | তাদের আত্মার মাগফেরাত কামনা করছি |
এমন লেখার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি | -{@
শুভ মালাকার
আর আপনাকেও অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন। -{@
আবু খায়ের আনিছ
ভালো লাগল কবিতা, সুন্দর লিখেছেন।
বিঃদ্রঃ কিছু বানান ঠিক করলে আরো ভালো লাগত। বাংলা নয় বাংলার, বাইয়া নয় ভাইয়া।
শুভ মালাকার
আপনার পরামর্শের আপনাকে অনেক ধন্যবাদ।
* এটা “টাইপিং” ভুল ছিল। ” কবিতা লিখার চিন্তা-চেতনায় কোনো ভুল ছিল না।”
** প্রতিভার ভুল তখনই প্রতীয়মান হবে যখন কোনো “কবিতায়” কিংবা কোনো “লিখনিতে” ব্যাবহৃত প্রত্যেকটি “সম-অর্থ” বোধক শব্দে ভুল পাওয়া যায়।
*** কিন্তু আমার কবিতায় আপনার দেখা ভুল গুলো কেবল মাত্র একবার-ই হয়ে ছিল। সুতরাং এটি “টাইপিং” ভুল ছিল।
ভাল থাকবেন -{@
আবু খায়ের আনিছ
আমি ভুল বলি নাই, বরং বলেছি ঠিক করলে ভালো হত। সম্পাদনা করে ঠিক করে দেওয়া যায়।
হ্যা, এই ধরনের ভুল আমারও হয়, এবং আমি চেষ্টা করি সংশোধন করার। অন্যেরটা ধরিয়ে দেওয়ার পিছনেও কারণ আছে, যদি তাতে কেউ আমার গুলো ধরিয়ে দেয়।
ভুল বুঝবেন না, কবিতার পাঠক আমি সমালোচক নয়।
খসড়া
অশ্রুসিক্ত হৃদয়? কেমন যেন নামটা। হৃদয়ে অশ্রু কেমন করে গেল। অশ্রুতো থাকে চোখে।
শুভ মালাকার
ধন্যবাদ আপনাকে তাৎপর্যপূর্ণ মন্তব্যের জন্য এবং আপনার প্রশ্নটিও যথার্থ?
* তবে, আমারও একটি প্রশ্ন আছে!
** বিষাদ-সিন্ধু? কেমন যেন নামটা! সিন্ধু কিভাবে বিষাদ হয়/হল? বিষাদ-তো কেবল মানুষ-ই উপলব্ধি করতে পারে।
*** যদি এই প্রশ্নের সমাধান পাওয়া যায় তাহলে আমি নিঃশ্চিত যে, আপনি নিজেই আপনার প্রশ্নের সমাধান পেয়ে যাবেন।
ভাল থাকবেন আপনি। -{@
নীলাঞ্জনা নীলা
কতো বলিদান আমাদের এই ভাষাটির জন্য।
শুভ মালাকার
আর তাই এটি আমার/আমাদের প্রাণের ভাষা।
*** আ-জীবন সঙ্গেই থাকবে।
ধন্যবাদ আপনাকে। -{@
সঞ্জয় মালাকার
কবিতায় মুগ্ধতা,
চমৎকার শব্দ চয়ন, পঠে মুগ্ধ হলাম,
শুভ কামনা প্রিয় //