অশরীরী-নমঃ

ভোরের শিশির ১ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ০৫:১৪:২৩পূর্বাহ্ন বিবিধ ১০ মন্তব্য

আলোর স্পন্দন থামে

অন্ধকারে,

অশরীরী নামে

দেহের মিলনে!

 

দেহের ভালবাসায়

যৌনাচার,

দেহের উদ্গীরণে

অশরীরী সুতীব্র

হাহা…………কার!

 

অশরীরী! যৌনতার

সূচীকাগার,

দেহের কাঁপনে

ভালোবাসার বলৎকার,

অশরীরীয় কুৎসিত আ……চার!

 

অশরীরী আসে

অন্ধকারে,

দেহ নামের

খাদ্যের সন্ধানে।

 

অশরীরীয় দেহ হাসে

অম্লানে;

অন্ধকারে সংগোপনে,

অশরীরীয় জঙ্গার

গোপন অভিলাষে,

স্তনযুগলে

একি তবে

অশরীরীয় শীৎকার!

 

অশরীরী আসে

মিলনে ভর করে

অন্ধকারের ডানা মেলে,

আদিম আহবানের

ইশারাতে,

সোঁদা থকথকে

সুবাসের আলোড়নে,

থপ্‌থপে শৃঙ্গারে,

অপরিণত উল্লম্ফনের

উল্লাসে……

 

অশরীরী অহংকারে

নতুন দেহের

হুঙ্কারে,

দেহাবতারের

ভয়াল ভ্রষ্টাচারে,

 

অশরীরী আসে

সর্বনাশে!

৮৪৫জন ৮৪৫জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ