
রাত্রি-নদীর উচ্ছসিত উচ্ছলিত কলরোল
চোখ বুজলেই শুনতে পাই,
নিঃশঙ্ক হৃদয়ের পদচারণা শুনতে পাই,
জীবনের সুখ সুখ চাঞ্চল্যে আনন্দ-অনুভবের
স্পর্শ পাই, অপ্রতিরোধ্য বৃষ্টি-ছোঁয়া-জলের মত;
শেষ ত্রস্ত-চৈত্র-খরার নীল বিষণ্ণতা,
বেমালুম মাটি-মাটি হয়ে যাওয়া উচ্ছল আনন্দ-রাত্রি;
ইচ্ছে করে পঞ্চবটীর মন্ত্রপূত চক্রবেড় ভেঙ্গে
লুটে নেই কিংবদন্তির সব সুখ,
অলিখিত সন্ধিতে।
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুখ খুঁজে নেন, কিছু আমাদের কেও ছিটেফোঁটা দিয়েন।উচ্ছোষিত বানান ভুল মনে হচ্ছে । দেখবেন ভাইয়া। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন
ছাইরাছ হেলাল
‘পঞ্চবটীর মন্ত্রপূত চক্রবেড়’ এটি তো আপনার জানা বিষয়। কিছু বলেন।
বানান ভুল ঠিক করে দিয়েছি।
খুঁজে পেলে ব্লগবাসিরা টের পেয়ে যাবেন অবশ্যই।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
রাম, লক্ষ্মন আর সীতাকে নিয়ে পঞ্চবটী বনে উপস্থিত হলো। রাবন জেনে গেল রাম ওখানে আছে। কিন্তু সেখানে গিয়ে সীতাকে দেখে রাবনের লোভ হলো সীতার উপর। তাই সীতাকে অপহরণের চেষ্টা করলো কিন্তু লক্ষ্মন সীতাকে বের না হবার জন্য একটি চক্রবেড় দিয়ে যায়। তখন রাবন ঋষির বেশ ধরে সীতার কাছে ভিক্ষা চায়, সীতা ভিক্ষা দেবার জন্য দাগের বাইরে আসতেই রাবন তাকে হরণ করে।
ছাইরাছ হেলাল
বাহ্ এখন দেখছি গর গর করে গড়াচ্ছে।
আসলে দ্রৌপদীর সাথে সন্ধি করে তাঁকে বাইরে নিতে চাচ্ছি।
ধন্যবাদ।
পপি তালুকদার
লিখিত হোক আর অলিখিত হোক সুখ যদি নিতে হয়।
নিয়ে নিতে হয় তা নাহলে সুখ পালিয়ে যাবে…..
শুভকামনা জানাই নিরন্তর।
ছাইরাছ হেলাল
এই লেখায় সন্ধি করেই দ্রৌপদীকে পাওয়ার কথা বলা হয়েছে।
অনেক সুন্দর করে বলেছেন।
ধন্যবাদ।
তৌহিদুল ইসলাম
সন্ধি করে সুখ পাওয়া যায় ভাইয়া? অবশ্যই যে সুখ অন্তরের অনুভবে আসে আপনা আপনি সেটাই প্রকৃত সুখ। সেই সুখানুভব ছড়িয়ে যাক দিক দিগন্তে।
শুভকামনা জানবেন।
ছাইরাছ হেলাল
দ্রৌপদীকে রাবন নিয়ে গিয়েছিল প্রতারণা করে, এখানে তো সন্ধি করার কথা ভাবা হয়েছে।
আপনিও ভাল থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
ইচ্ছে করে পঞ্চবটীর মন্ত্রপূত চক্রবেড় ভেঙ্গে
লুটে নেই কিংবদন্তির সব সুখ,
সমসন্ধিতে আসুক তবে কিংবদন্তির প্রকৃত সুখ।
.
যথার্থ লেখনশৈলী, দাদা।
ছাইরাছ হেলাল
অনেক সুন্দর করে মন্তব্যের জন্য ধন্যবাদ।
হালিমা আক্তার
সুখের সাথে সন্ধি করলে , দুঃখের হয় যদি অভিমান |
সুখ তখন দুঃখ ছাড়া কাটাবে কীভাবে জীবন |
ছাইরাছ হেলাল
আপনি তো দেখছি দারুন গুণি,
ছন্দে ছন্দে পড়ে পড়ে শুনি।
ভাল থাকুন।
রোকসানা খন্দকার রুকু
জোর করে বা হরণ করে পাওয়া সুখ আসলে সুখ নয়।
তবুও মন চায়।
ছাইরাছ হেলাল
ভলোবাসায় জোরাজুরি থাকে, লাগেও!!
শুভেচ্ছা আপনাকে।
ইঞ্জা
ইচ্ছে করে পঞ্চবটীর মন্ত্রপূত চক্রবেড় ভেঙ্গে
লুটে নেই কিংবদন্তির সব সুখ,
অলিখিত সন্ধিতে।
সন্ধিতেই বেশি সুখি হওয়া যায় ভাইজান, চমৎকার চয়ন।
ছাইরাছ হেলাল
আপনি অভিজ্ঞ মানুষ, জ্ঞানী ও তাই।
অনেক কিছুই বুঝতে পারেন।
ভাল থাকবেন ভাই, এই করোনা কালে।
ইঞ্জা
ভাইজান আপনাদের কাছ থেকে শেখার কি কম আছে?
ভালো থাকবেন। 🌹
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন এ সময়ে।
আরজু মুক্তা
জোর করে সুখের চেয়ে ; সুখ দুখ পালাক্রমে আসুক। ঐটাই ভালো। তাহলে তার মর্ম বোঝা যায়।
শুভ কামনা সবসময়
ছাইরাছ হেলাল
জোরাজুরি (সন্ধি) না-করে দ্রৌপদীতে পৌঁছানো যায় না।
ভাল থাকবেন।