কিছু টাকা ধার দিতে পারবেন?
ধরুন দশ হাজারের মত
না মানে হ্যাঁ
চেষ্টা করে দেখতে পারি
কি ভাবছেন এতগুলো টাকা হঠাৎ কিভাবে জোগাড় করবেন?
আমিও রাত থেকে এই সন্ধ্যা পর্যন্ত এই কাজেই ব্যাস্ত ছিলাম
মায়ের সিটি স্ক্যান সহ ঔষধ ডাক্তার মিলিয়ে বেশ কিছু টাকার দরকার ছিল
ছিল ?
মানে এখন নেই ?
এখনও আছে কিন্তু টাকার জন্য আপাতত কোন টেনশন নেই ।
আমার দাদা (বড় ভাই) ঢাকা থেকে দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন ।
শুধু টাকা পাঠালেন উনি আসলেন না !!!
উনি খুব ব্যাস্ত মানুষ
যত ব্যাস্তই হোক মায়ের অসুস্থতার খবর শুনেও আসলেন না !!!
এর পিছনে লম্বা ইতিহাস আছে অন্যকোন দিন বলব । এখন হাতে সময় কম দ্রুত মাকে সিটি স্ক্যান সহ সব পরিক্ষা গুলো করাতে হবে ।
আমি কি আপনার সাথে আসতে পারি ?
চলুন
……………. রাত দশটা ।
রাত তো অনেক হয়েগেছে আপনার খাওয়াদাওয়া ও হয়নি । মহিলা ওয়ার্ড রাতে পুরুষ থাকতে দেবে না । আমি মায়ের কাছে থাকব রাজু বাড়ি চলে যাবে । আবার সকালে আসবে । আপনিও সাবধানে চলে যেতে পারেন । আপনার কাছে আজীবন ঋনী থাকব । ভাল থাকবেন । গুড নাইট ।
আস্তে আস্তে হোষ্টেলের পথে পা বাড়ালাম । কোনমতে শরীর টাকে টেনে রুমে ঢুকেই শুয়ে পড়লাম । বিকালের পর থেকে শরীর আর মনের উপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে গেছে ।
একটু পর মিলন এল
কিরে তোর মাসিমার কি অবস্থা এখন?
সিটি স্ক্যান করানো হয়েছে রিপোর্ট হাতে আসলে বোঝা যাবে আর জ্ঞান না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না ।
হু ………চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে । রাতে খেয়েছিস? টেবিলে খাবার রাখা আছে খেয়ে ঘুমিয়ে পড় । আমার আবার কাল ক্লাস টেষ্ট আছে ।
শুয়ে শুয়ে ভাবছি
একটা অপরিচিতা মেয়ের জন্য আমি এত কিছু কেন করছি ?ওর প্রতি অন্যরকম একটা দায়িত্ববোধ কাজ করছে কেন?
সে ই বা আমাকে এত বিশ্বাস করছে কেন?
ধূর কোন হিসাবই মিলছে না ।
জীবনে কখনও এমন সমস্যার সম্মুখীন হয়নি ।
জয় ………….জয় ……… তারাতারি ওঠ সকালে ক্লাস আছে না তোর
অহ সাতটা পয়তাল্লিশ !!আটটায় ক্লাস
দ্রুত কোন মতে ব্রাস করে নাস্তা করেই ক্লাসে ।
লাঞ্চের সময় হঠাৎ রাজুর ফোন
চলবে…………………..
১৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
মনের অজান্তেই করে জাচ্ছেন যান,
দাদা ভাল লাগছে।
শুভেচ্ছা অবিরত।
সঞ্জয় কুমার
আপনাকে অনেক ধন্যবাদ । ভাল থাকবেন
লীলাবতী
টাকা দাদা পাঠিয়েছেন, এরপরেও ধার কেনো?
মানুষের জন্যই মানুষ এগিয়ে আসে। ভালো লিখছেন দাদা।
সঞ্জয় কুমার
ওটা একটা সূক্ষ মনস্তাতিক পরিক্ষা । সে কৌশলে জয় এর এবিলিটি সম্পর্কে ধারণা নিল । Thanks for ur valuable comments
লীলাবতী
বুঝলাম এখন 🙂
সঞ্জয় কুমার
:THANK-YOU:
পুষ্পবতী
ভালো লাগছে লিখে যান
স্বপ্ন নীলা
চলুক ——ভাল লাগলো
সঞ্জয় কুমার
আপনাকে ধন্যবাদ :Delighted: আপনাকে ধন্যবাদ
মা মাটি দেশ
খুব সুন্দর একটি সিরিজ পড়ছি….মায়ের প্রতি ভালবাসা যেন াকে সর্বদা।
সঞ্জয় কুমার
অবশ্যই থাকবে । মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
আজিম
আপনার সিরিজগুলি পড়ছি, ভাল হচ্ছে, মানে লেখনীর যে-ধারা বর্তমানে সন্মানিত লেখকগনের মধ্যে চলমান অর্থাৎ নাটকে আমরা যা দেখি, সেরকমই ভাল হচ্ছে। ইচ্ছা ছিল, শেষের সিরিজেই মন্তব্য করব, কিন্তু আগেই করলাম।
শুভকামনা রইল, ধন্যবাদ।
সঞ্জয় কুমার
শেষ পর্বের জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে । মন্তব্যের জন্যে ধন্যবাদ ভাল থাকবেন ।