আজ অর্পিতার জন্ম দিন । রাজু বড় একটা কেক এর অর্ডার দিয়েছে । মিলন গোপনে কেকের উপর লাভ চিহ্ন ভিতরে J+A লেখিয়েছে । হাসপাতালের নার্স ডাক্তার বুয়া সবারই দাওয়াত । সন্ধ্যায় কেক কাটা হবে ।
অর্পিতা জীবনে এই প্রথম এত আয়োজন করে জন্মদিন পালন করবে ।
সন্ধ্যা সাতটা …………
হাসপাতালের ২০৩ নং মহিলা কেবিনটা সুন্দর ভাবে সাজানো হয়েছে । এসব কাজে মিলন খুবই পটু সাথে রাজু তো আছেই ।
সবাই চলে এসেছে শুধু জয় আসেনি ।
কেক সামনে অর্পিতা দাঁড়িয়ে আছে , জয় এইমাত্র প্রবেশ করল ।
সরি একটু লেট হয়ে গেল ।
অর্পিতা চল আমরা কেক কাটা শুরু করি । এখানে সবাই খুব ব্যাস্ত , হাসপাতালে এমন একটা অনুষ্ঠান করতে দেয়ার জন্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ ।
অর্পিতার হাতে ইনজুরি থাকায় জয় ওর হাত ধরে দুজনে একসাথে কেক কাটল ।
হ্যাপি বার্থ ডে টু ইউ ডিয়ার অর্পিতা
হ্যাপি বার্থ ডে টু ইউ ।
সবাইকে মিষ্টিমুখ করানো হল ।
অর্পিতার অনুরোধে একদল পথশিশুকেও নিমন্ত্রণ করা হয়েছিল । আনন্দ যত বেশী ভাগ করা হয় সেটা ততগুণে বেড়ে যায় ।
সবাই চলে গেছে মিলন আর রাজু বাইরে গিয়েছে ।
জয়: তোমাকে যদি অন্য নামে ডাকি তাহলে রাগ করবে?
অবশ্যই করব আমার বাবার দেয়া নাম যদি বদলে দিতে চায় তাহলে তো রাগ হবেই ।
তোমার বাবা তোমাকে অনেক ভালবাসে আমিও তোমাকে অনেক ভালবাসি সেই যুক্তি তে আমিও তোমার একটা নাম রাখতে পারি ।
কেন আমার বাবার দেয়া নামটা কি এতই খারাপ?
না খারাপ তো বলিনি ভালো তবে একটু বড় ।
আচ্ছা তোমার ছোট নামটা বল দেখি
ছোট মানে হল তোমার নামটা অর্পিতা থেকে অর্পি কিন্তু এটা ভাল শোনায় না তাই অর্পি থেকে অর্পা ।
খারাপ না চলবে ।
তোমার বাবা খুব চালাক এমন নাম রেখেছে যা আর ছোট করা যায় না ।
দেখতে হবে না বাবাটা কার ।
জয় তুমি এত কিপটা কেন ?
কেন অর্পা ?
এসব তুমি কি বলিতেছ হে মোর প্রিয়া ?
আমি কি এতই নিঠুরিয়া?
থাক আর সাহিত্য দেখাতে হবে না ।
ধর এই প্যাকেট টা আমি চলে গেলে খুলবে?
কি আছে এতে?
সেটা তো বলে যাবেনা ।
অবশ্যই বিশেষ কিছু ।
ঐতো রাজু আর মিলন এসে গেছে । আমি এখন যাই ।
যাই না বল আসি ।
ঠিক আছে আসি ।
সাবধানে যেও
ঠিক আছে ।
অর্পিতা ভাবছে কি আছে ঐ প্যাকেটে ?
চলবে………………….
আগের পর্ব http://sonelablog.com/archives/1735
১৬টি মন্তব্য
মা মাটি দেশ
এর আগের পোষ্টে অর্পিতাকে অগ্রীম জম্ম দিনের জানিয়েছিলাম।আবারও শুভেচ্ছে জানাই তবে দাওয়াত পেলাম না বড় আফসোস -{@ (y)
সঞ্জয় কুমার
পনাকে বিয়েতে অবশ্যই দাওয়াত করা হবে । :THANK-YOU:
জিসান শা ইকরাম
সুন্দর ভালোবাসার প্রকাশ ।
সঞ্জয় কুমার
ধন্যবাদ ভাইয়া
ওয়ালিনা চৌধুরী অভি
বিয়ে খাবো কবে ছোট ভাই ? (y)
সঞ্জয় কুমার
শুভ দিন দেখে একদিন অবশ্যই । । আপনাকে অগ্রিম দাওয়াত
খসড়া
চলুক।
সঞ্জয় কুমার
অবশ্যই চলবে । ভাল থাকবেন
ব্লগার সজীব
ভালো লিখছেন , চলুক ।
সঞ্জয় কুমার
ধন্যবাদ সজীব ভাই
লীলাবতী
ওয়ালিনা চৌধুরী অভি বলেছেনঃ বিয়ে খাবো কবে ছোট ভাই ?
সঞ্জয় কুমার
বিয়েতে সবার দাওয়াত থাকবে
পুষ্পবতী
অর্পিতার জন্য রইলো জন্ম দিনের শুভেচ্ছা। -{@
সঞ্জয় কুমার
ধন্যবাদ পুষ্প আপু
শুন্য শুন্যালয়
দুটো পর্ব মনেহয় মিস করে ফেলেছি, ব্যাপার না পড়ে ফেলবো । চলুক।
সঞ্জয় কুমার
সমসময় পেলে অবশ্যই পড়বেন । ধন্যবাদ