একি ঐশি তুমি কখন আসলে ?
ঐশি এক দৃষ্টে জয়ের দিকে তাঁকিয়ে আছে , কোন ভাবান্তর নেই ।
জয় এবারে বেশ ভয়ে পেয়ে শাহিন কে ডাকল ।
শাহিন ভাই তারাতারি ছাদে আসেন ।
শাহিন:
জয় ভাই কি হয়েছে ?
ঐ যে দেখুন ঐশি কে ।
অহ বুঝেছি আবার সেই সমস্যা , এতদিন তো ভালোই ছিল ।
কি সমস্যা??
আপনাকে পরে বলব এখন ওকে ধরেন ,নিচে নিয়ে যেতে হবে ।
ঐশি কে নিচে ঘুমের ইনজেকশন দেয়া হয়েছে । গায়ে অল্প জ্বর ও আছে । ঘোরের মধ্যে প্রলাপ বকছে ।
চলুন আমরা পাশের ঘরে যাই ।
আজ থেকে প্রায় দুই বছর আগে । ঐশির হবু স্বামী রোড একসিডেন্টে মারা যায় । আসলে ঐ ছেলেটার সাথে ঐশির বিয়ে পারিবারিক ভাবে ঠিক করা ছিল । ছেলেটি ঢাকা মেডিকেলে পড়ত । এরপর থেকেই ঐশি কেমন যেন হয়ে যায় । রাতে ওকে কবরস্তানে পাওয়া যেত । আমরা প্রথমে গুরুত্ব দিই নি কিন্তু এরপর থেকে ওর মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ করতে লাগলাম । কারও সাথে তেমন কথা বলত না মাঝেমধ্যে কোথায় যেন হারিয়ে যেত । গ্রামের অনেকের পরামর্শে অনেক ওঝা দেখালাম কাজ হল না । যে বোনটার কথা হাসিতে আমাদের বাড়ি সবসময় মুখরিত থাকত সেখানে এখন শুধুই শূন্যতা মরা বাড়ির মত নিস্তব্ধ পরিবেশ । সবাই পরামর্শ দিল ঐশিকে বড় মানুষিক রোগের ডাক্তার দেখাতে । এরপর একদিন রাতে ঐশির আচরণে অদ্ভুত অস্বাভাবিকতা দেখলাম । প্রচন্ড জ্বর সাথে প্রলাপ বকছে । কোনদিন ও আমার নাম ধরে ডাকেনি ঐ দিন হঠাৎই আমার নাম ধরে ডাকেছিল । শাহিন তুই ঢাকায় চলে যা , গ্রামে থাকলে তোর অনেক ক্ষতি হবে । এরপরই আমরা ঢাকা চলে আসি । ভাল একটা চাকুরী ও পেয়ে যাই । ঢাকায় আসার পর বড় ডাক্তার দেখানো শুরু করি । অবাক ব্যাপার হল ঐশি নিজেই ঐ ডাক্তারের কথা আমাকে বলেছিল । আজ পর্যন্ত ও যতটা কথা বলেছে একটাও মিথ্যা হয়নি ।
সবচেয়ে অবাক ব্যাপার কি জানেন? মামুন মানে ওর মৃত হবু স্বামীর সাথে আপনার চেহারার মিল আছে ।
সবকথা শোনার পর জয়ের গলা শুকিয়ে কাঠ ।
একটু পাশের ঘর থেকে শোনা গেল
জয় কোথায় ওকে নিয়ে আয়
চলবে……
৯টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কানিহীর সাসপেনস শুরু হলো মনে হচ্ছে।
ভাল লাগছে চলুক।
সঞ্জয় কুমার
ধন্যবাদ মনির ভাই ভালো থাকবেন ।
ব্লগার সজীব
অনেক দিন পরে সিরিজটা আবার শুরু করলেন।প্রায় ভুলে গিয়েছিলাম।ভালো লাগছে,পরের পর্বের অপেক্ষায়।
সঞ্জয় কুমার
ধন্যবাদ । এখন থেকে আস্তে আস্তে সম্পূর্ণ গল্পটি দিয়ে দিব । ভাল থাকবেন ।
সঞ্জয় কুমার
আগের পর্ব টি https://sonelablog.com/archives/22701
শুন্য শুন্যালয়
বাপ্রে পুরাই টার্ন … দেখি এরপর কি হয়।।
সঞ্জয় কুমার
ধন্যবাদ আপু ।
লীলাবতী
পরের পর্বের জন্য অপেক্ষা করছি।
সঞ্জয় কুমার
আশা করছি দ্রুতই ফিরে আসব । নতুন পর্ব নিয়ে ।ভাল থাকবেন ।