অপর্যাপ্ত আক্সিজেন, সীমাহীন শ্বাস কষ্ট।
এটাই আমার বেঁচে থাকার প্রেরণা।
না, আমারা হাঁপানি হয়নি,
আমি নিউমোনিয়ায় আক্রান্তও নই।
এই যান্ত্রিক সমাজে-
আমি এক ছুটে চলা পথিক।
পথে পথে অর্থের সন্ধানই আমায় বাঁচিয়ে রেখেছে,
অপর্যাপ্ত অর্থে আমি শ্বাসকষ্টে ভুগি,
পাকস্থলী গরম হয়ে যায়।
অন্নের সন্ধান আমায় পথিক বানিয়েছে,
অন্নের সন্ধানই তাই আজ বেচে থাকার প্রেরণা।
অর্থই আজ অক্সিজেন,
বুক ভরে শ্বাস নেবার ইচ্ছাই আজ স্বপ্ন-আশা,
কিংবা বেদুইনের চোখে ভেসে ওঠা অর্থহীন মরীচিকা।।
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
ঠিক ঠিক , অর্থই আজ অক্সিজেন +++++++
মেহেদী হাসান
অনেক দিন পর সোনেলা তে আসলাম। কেমন আছেন ভাই??
ছাইরাছ হেলাল
দু’মাস (প্রায়) পর এসে এত ভাল লিখলে হবে না ।
কিমি বা বেশি অক্সিজেন আমাদের কিন্তু লাগেই ,
মরীচিকা হলেও।
মেহেদী হাসান
হা হা হা!! এখন থেকে নিয়মিত থাকার চেষ্টা করব। ভালো থাকবেন।
লীলাবতী
কবিতায় বাস্তবতার ছায়া , ভালো লেগেছে খুব ।
মেহেদী হাসান
একটি মন্তব্যের সুত্র ধরে আপনার ঝরাপাতা দেখে এসেছি, বাক্যগুলো সুন্দর করে সাজিয়েছেন। পরে সময় নিয়ে পুরোটা পরবো।
নীলকন্ঠ জয়
বিষয় বিবেচনা অনেক ভালো লেগেছে। কবিতাও ভালো হয়েছে।
শুভেচ্ছা।
মেহেদী হাসান
আপনাকেও শুভেচ্ছা
শুন্য শুন্যালয়
ভিন্ন আংগিকের লেখা …অনেক ভালো লাগলো …
মেহেদী হাসান
ধন্যবাদ শুন্য শুন্যালয়, আপনার ভালোলাগাই আমার লেখার সার্থকতা
বনলতা সেন
আপনি আরও ভাল লিখবেন সেটা বুঝতে পারছি ।
মেহেদী হাসান
ধন্যবাদ বনলতা সেন
প্রিন্স মাহমুদ
দারুন ।
মেহেদী হাসান
ধন্যবাদ প্রিন্স মাহমুদ ভাই।
খসড়া
চমৎকার বলেছেন।
মেহেদী হাসান
ধন্যবাদ