অযুত জন্মদিন

ছাইরাছ হেলাল ২৪ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১১:৫৯:৫৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৬৫ মন্তব্য

উজিয়ে ওঠা জ্যোৎস্নার কলরবে,
বসন্ততরঙা সোনা বিকেলে, পাতা ঝরার বিজন সন্ধ্যাতে,
দগ্ধ মরুতে বা বিঘত রোদের ঝলকানি ও গুমরে ওঠা পাঁজর যন্ত্রণাতে,
উত্তাল সমুদ্র ছেনে সুউচ্চ পাহাড় বেষ্টনে দুষ্ট-মিষ্টের ফুলঝুরি একই সাথে।
সুবুদ্ধি কুবুদ্ধির সংগ্রহে, গ্রহণ-বর্জনে ও বিতরণে
আপনাপন আপনাবদান বিছিয়ে রেখেছি পথের প্রান্তরে;
পরীয় পরিবৃত্তে কোন এক জোনাকি দুপুরে,
জ্বল জ্বলে জলজ্যোৎস্নায় হিম হিম কুয়াশায়
আসুক অযুত জন্মদিন জোনাকীর জ্যোৎস্নায়,
আজন্ম মাটিগন্ধা বন্ধুত্বের আকণ্ঠ অবগাহনে।

৮২১জন ৮২০জন

৬৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ