……….অভিমান………
আমার দুঃখ ব্যাথা আমিই সইব নিজে-
….কাউকে দেবনা এর ভাগ
যতই আমারে ভালবাসা দিকনা কেউ;
……….মনেতে থাকুক অনুরাগ ।
আমিতো নিজের ভার-
………….নিজেই বইব বলে
…..সংকল্পে বাধিঁয়াছি প্রাণ
..যতদিন বেঁচে রব
….নিজেরেই সব কব
এতো মোর নয় অভিমান ।
………………………..সনেট…
১১টি মন্তব্য
প্রহেলিকা
না না তা তো হতে পারে না ভাই সনেট। আমরা আছি এখানে চেষ্টা করব আমার দুঃখের ভার নিতে। বঞ্চিত করবেন না আমাদের। সকালের নুতুন দীপ্তিতে সুপ্ত নীলাম্বর গুলো ভেসে যাক অদূরের ওই গগনে যেথায় রয়েছে তার আপন বসত। কবিতা ভালো লেগেছে। শুভেচ্ছা জানুন। লিখতে থাকুন। শুভ সকাল। :Approve:
সনেট
মনের কষ্ট মনেই থাক…..
কেন অন্যদের মদ্ধে ছড়াব!!!!!
নীহারিকা
নিজের দুঃখের ভাগ কাউকে না দেয়াই শ্রেয়। সুন্দর প্রকাশ।
সনেট
আমিও তাই মনে করি
শুন্য শুন্যালয়
নিজের ভার নিজে বহন করা খুব কস্টকর হবে, চিন্তাভাবনা করে বলুন… আমরা তো আছি 🙂
সনেট
হুম্ 🙂 দেবনা কাওকে দেবনা। নিজেই বইব
বৈশাখী ঝড়
ভাই দুঃখের ভার না দিলে তো দুঃখ কমবে না। কবিতা ভাল লাগল
সনেট
নাই বা কমলো।। 🙁
জিসান শা ইকরাম
আমাদের না হয় নাই দিলেন
শেয়ার অন্তত করবেন নিয়মিত 🙂
সনেট
সেটা তো অবশ্যই করব।।। ধন্যবাদ 🙂
লীলাবতী
কষ্টের শেয়ার দিবেন অবশ্যই (y)