অভিমান

সনেট ২৫ মার্চ ২০১৪, মঙ্গলবার, ০৭:১৮:০৯পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

……….অভিমান………
আমার দুঃখ ব্যাথা আমিই সইব নিজে-
….কাউকে দেবনা এর ভাগ
যতই আমারে ভালবাসা দিকনা কেউ;
……….মনেতে থাকুক অনুরাগ ।

আমিতো নিজের ভার-
………….নিজেই বইব বলে
…..সংকল্পে বাধিঁয়াছি প্রাণ
..যতদিন বেঁচে রব
….নিজেরেই সব কব
এতো মোর নয় অভিমান ।
………………………..সনেট…

৫৩৬জন ৫৩৬জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ