
চৈত্রের শেষ বিকেলে ও আমি
তোমার অপেক্ষায় ছিলাম
এভাবেই কেটে গেছে দুই যুগ
তবুও অপেক্ষা কাটেনি এই আমার
হাজার বিকেলের স্মৃতিতে হয়েছি সমৃদ্ধ
সুর্যাস্তের মতো ডুবেছে অজস্র স্বপ্ন
তবুও থামেনি বুকের গহীনে স্বপ্নের চাষ
আমি ক্লান্ত হই, আবার নির্যাস রাখি নতুনের প্রত্যাশায়
ছুটে চলি সম্ভাবনার উন্মাদনায়
বার বার আবৃত হই মরিচিকার মায়া জালে
গোধুলীর রং মাখি, পরম বিষণ্ণতায়
তুমি আসবে বলেই, আজও
অপেক্ষায় থাকি, সকাল সন্ধ্যা দুপুর
প্রতিক্ষার ডানা ঝাপটিয়ে বিশ্বময় ।
রচনা কাল ঃ ১৩/০৪/২০২১
নারায়ণ গঞ্জ
১৬টি মন্তব্য
আরজু মুক্তা
অপেক্ষার শেষ নেই।
এতোদিন পর আসলে হবে? আপনার কবিতা আমরা মিস করি।
শুভ কামনা
কামরুল ইসলাম
কাজের চাপে ছিলাম আপু, তাই অনিয়মিত ছিলাম।
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
পপি তালুকদার
সুন্দর ও মনের মাধুরি মিশনো কাব্য কথা মালা।
বেশ ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো নিরন্তর।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা আপু
সাবিনা ইয়াসমিন
বাহ, অনেক দিন পর লিখলেন।
কিন্তু কামরুল ভাই, এখানে নবীনার নাম নেই কেন? আপনি তাহলে এখন কার অপেক্ষায় কবিতা লিখলেন!
কামরুল ইসলাম
হতাশ হওয়া কিছু নাই আপু, আমার কল্পনা জুড়ে অদৃশ্য নবীণাই আছে ।
একটু বিজি ছিলাম, তাই অনিয়মিত হয়ে পড়েছি,
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
হালিমা আক্তার
খুব সুন্দর কবিতা। অপেক্ষার প্রহর যাক কেটে। শুভকামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
মনির হোসেন মমি
অপেক্ষার অবসান চাই।জীবন ফিরে ফিরে মুখরিত হউক প্রিয়মুখ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেকশুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর আপনার লেখা পেলাম। অপেক্ষার প্রহর কেটে যাক। আশা করি নিয়মিত আবার লিখবেন। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু
আপনাকে অপেক্ষা করাচ্ছে বলে কি আপনি আমাদেরও অপেক্ষা করালেন??
সুন্দর আবেগময় কবিতা। শুভ কামনা রইল।
কামরুল ইসলাম
না আপু, কাজের একটু চাপে ছিলাম,
ধন্যবাদ ও অনেক শুভ কামনা আপনাকে
সঞ্জয় মালাকার
অনেক দিন পর আপনার লেখা পড়লাম, ভালো লাগলো,
তবে অপেক্ষার প্রহর কেটে যাক এই কামনাই করি।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা