গোলাপ কে না ভালোবাসে?
চোখ উজাড় করে দেখেছো কি?
কতো ধীরে, প্রস্ফুটিত হয়,
এক এক করে পাপড়ি মেলে;
সুগন্ধি বিলায়।
বাতাসে তার নৃত্য দেখেছো?
যখন পাতাগুলো ভিজে যায় শিশিরে,
শিহরিত না হয়ে পারবে না!
যে বাতাস কথা কয় কানে, কানে।
রাত্রি জেগে অপেক্ষায় ছিলে কি তার?
কীভাবে কাটে রজনী?
একেকটা পাপড়ি, একেকটা স্মৃতি
আস্তে আস্তে খসে পরে।
একবার ভালোবেসে দেখো,
কাঁটার আঘাত সহ্য করে।
প্রতিজ্ঞা করো, যখন সে ঝরে যায়
” ভালোবাসা হবে না বিলীন! “
৩২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ফুলের ভালোবাসায় কাটা
তবুও মন মাতে তাতে
হৃদয় বিলীন হৃদয়ে
কিবা কাটা কিবা ব্যাথা
ভালোবাসা রয়েই যায়।
ক্ষত কিবা অক্ষত।
গোলাপের ফুটিত জিবন কাহীনি ভাল লাগল।
আরজু মুক্তা
অল্প কথায় অনেক বললেন।
ভালো থাকবেন।
শুভকামনা
রুদ্র আমিন
গোলাপ কাটার দেয়া আঘাত যদি নাই সইতে পারো
তবে ভালোবাসতে এসো না
ভালোবাসা মানেই ফুল আর কাটা দুঃখ-সুখের ভেলা
আরজু মুক্তা
একদম।
ভালোবাসা আর ব্যথা, একে অপরের পরিপুরক।
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর উপস্থাপন , মুগ্ধতা রেখে গেলাম।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
রোকসানা খন্দকার রুকু
ভালোবাসা মানেই কাটার আঘাত যে সইতে পারে সেই জয়ী হয়।
ভালো লাগলো আপু।
শুভ কামনা। ভালো থাকবেন।
আরজু মুক্তা
একদম। আপনিও ভালো থাকবেন সবসময়
রেজওয়ানা কবির
একেকটা পাপড়ি, একেকটা স্মৃতি
আস্তে আস্তে খসে পরে।
চমৎকার অনুভূতির প্রকাশ আপু।
আরজু মুক্তা
ধন্যবাদ অশেষ
সঞ্জয় মালাকার
একবার ভালোবেসে দেখো,
কাঁটার আঘাত সহ্য করে।
প্রতিজ্ঞা করো, যখন সে ঝরে যায়
” ভালোবাসা হবে না বিলীন! “
অসাধারণ লেখা দিদি।
আরজু মুক্তা
দাদা, ধন্যবাদ
প্রদীপ চক্রবর্তী
প্রকৃতির নিয়মে ফুলেরা প্রস্ফুটিত হয় আবার ঝরে পড়ে।
তা চিরন্তন।
একবার ভালোবেসে দেখো,
কাঁটার আঘাত সহ্য করে।
প্রতিজ্ঞা করো, যখন সে ঝরে যায়
” ভালোবাসা হবে না বিলীন! “
প্রকৃত ভালোবাসা কখনো বিলীন হয় না।
.
খুবি ভালো লাগলো,দিদি।
আরজু মুক্তা
ভালো লাগলেই লেখা সার্থক।
শুভকামনা
সুরাইয়া পারভীন
উঁহু! গোলাপ কাঁটার আঘাত সয়েছি খুব করে জানেন।
রক্তাক্ত ক্ষত-বিক্ষতও হয়েছি। সেদিন ফটোগ্রাফী করতে গিয়ে গোলাপের কাঁটা লেগে পা কেটে গিয়ে সেই কী কাণ্ডটায় না ঘটলো😁😁
আমার আর শখ নেই বাপু আঘাত সয়ে যাওয়ার।
আর তাছাড়া চোখেরও অবস্থা ভালো না তাই উজার করে দেখতেও পারবো না
হা হা হা হা সরি আপু মজা করলাম।
সহনশক্তি না থাকলে ভালোবাসা বাসিতে না যাওয়ায় উত্তম। ভালোবাসায় সুখানুভূতি যতোটা যন্ত্রণানুভূতি তার কয়েক’শ গুণ বেশি
আরজু মুক্তা
ভালো বললেন। আঘাত না সয়ে তো ভালোবাসা যায় না।
শুভকামনা জানবেন
ছাইরাছ হেলাল
বেশ গভীর ভালোবাসাবাসি, একটু কাটা-ফাটা না থাকলে কেমনে কী।
আরজু মুক্তা
সত্য কথা। কাটার আঘাত সহ্য করতেই হবে
সুপায়ন বড়ুয়া
“একবার ভালোবেসে দেখো,
কাঁটার আঘাত সহ্য করে।
প্রতিজ্ঞা করো, যখন সে ঝরে যায়
” ভালোবাসা হবে না বিলীন! “
গোলাপের সুগন্ধ হয় না মলিন।
যেমনি ছড়ায় সৌরভ কবিতায় অমলিন।
ভাল লাগলো। শুভ কামনা।
আরজু মুক্তা
হা হা।
সৌরভ থাক অমলিন।
শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
‘কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে’- সৌন্দর্য উপভোগ করতে চাইলে সেখানে কাঁটার আঘাত না পেলে সেই সুখ তখন লবন ছাড়া তরকারির মতো লাগে। ভালোবাসবো আর কষ্ট নিবো না তা-কি হয়! শুভ কামনা রইলো
আরজু মুক্তা
ভালো বললেন, দিদি।
এপিঠ ওপিঠ দুটাই দরকার
আলমগীর সরকার লিটন
চমৎকার ভালবাসা বিলিন করতে হয় না হলে স্বার্থকতা থাকে না কবি আপু অনেক শুভ কামনা
আরজু মুক্তা
ওয়াও। দারুণ কমেন্ট
ধন্যবাদ ভাই
মনির হোসেন মমি
https://www.youtube.com/watch?v=cTzQ086C1Tg
ক্লিক করলেই দেখতে পাবেন কতটা সৌন্দর্যে ফুটে গোলাপ।
কাটাহীন প্রেম জমে না-আঘাতহীন ভালবাসা তার প্রকৃত মর্ম থাকে না। চমৎকার কবিতা।
আরজু মুক্তা
চমৎকার। দারুণ ভিডিও।
মর্ম নাই। মূল্য নাই।
শুভকামনা জানবেন
শামীম চৌধুরী
সত্যিই বলেছেন আপু। গোলাপের পাঁপড়ি বিলীন হয়ে যায়। কিন্তু ভালোবাসা বিলীন হবার নয়।
শুভ কামনা রইলো স
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন সবসময়
তৌহিদ
ভালোবাসলে কাঁটার আঘাত সহ্য করতেই হবে। ভালোবাসা প্রস্ফুটিত গোলাপের মতই নির্মল। কস্টে ভালোবাসা শুধু বাড়ে, কমেনা কিন্তু।
ভালো থাকুন আপু।
আরজু মুক্তা
একদম। কষ্টে বাড়ে। কারণ তখন এর কদর বোঝা যায়।
ধন্যবাদ ভাই
খাদিজাতুল কুবরা
সুগন্ধিতে ভরা সুন্দর গোলাপের ও একটা একটা করে পাপড়ি ঝরে যায়।
ভালোবাসা কিন্তু রয়ে যায় ঝরে পড়েনা।
আর শেষ হয় যা তা ভালোবাসা নয়।
সুন্দর লিখেছেন আপু।
আরজু মুক্তা
আমি কবিতা লিখতে পারিনা। তবে, চেষ্টা করি।
শুভকামনা আপনার জন্য।