অন্ধকারের গোলাপ

আরজু মুক্তা ২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ১০:১৬:৫৩অপরাহ্ন কবিতা ৩২ মন্তব্য

 

গোলাপ কে না ভালোবাসে?
চোখ উজাড় করে দেখেছো কি?
কতো ধীরে, প্রস্ফুটিত হয়,
এক এক করে পাপড়ি মেলে;
সুগন্ধি বিলায়।

বাতাসে তার নৃত্য দেখেছো?
যখন পাতাগুলো ভিজে যায় শিশিরে,
শিহরিত না হয়ে পারবে না!
যে বাতাস কথা কয় কানে, কানে।

রাত্রি জেগে অপেক্ষায় ছিলে কি তার?
কীভাবে কাটে রজনী?
একেকটা পাপড়ি, একেকটা স্মৃতি
আস্তে আস্তে খসে পরে।

একবার ভালোবেসে দেখো,
কাঁটার আঘাত সহ্য করে।
প্রতিজ্ঞা করো, যখন সে ঝরে যায়
” ভালোবাসা হবে না বিলীন! “

১জন ১জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ