১,
আমার একলা প্রহর,
নিলে না খবর
একটি বার ও দিনে ~
রাতের আধার
বুকে ব্যথার পাহাড়
আমায় শুধু চিনে ।
২,
চাঁদ টা না হয় ঢেকেই ছিল
এক টুকরো মেঘে
বাতাস এলেই সরে যেত
ঝড়ের গতি বেগে ।
তাই বলে কি দিবে তুমি
দরজা জানালা খিল
সময় বুঝে সুযোগ নিল
শিকারী ওই চিল ।
~~~~~~~~~~~~
১০টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
বেশ অনুভবী উচ্চারণ!
মুগ্ধতা ও শুভ কামনা রাখলাম নিরন্তর!
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই ❤️🌹
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুগল্প বেশ অনুভব কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই ❤️🌹
মোঃ মজিবর রহমান
ভালো লাগ্লো কাম্রুল ভাই।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই🌹❤️
মোহাম্মদ দিদার
বাহ, সুন্দর ছন্দ
কামরুল ইসলাম
ধন্যবাদ 🌹❤️
হালিম নজরুল
ভাল লাগল অনুকাব্যগুলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ❤️🌹