অদ্ভুতুড়ে
শাহ আলম বাদশা
মল-মুতে হয় সবার ক্ষতি
তাইযে পরিত্যাজ্য অতি
ঢুকলে পেটে হইযে কুপোকাত;
জীবাণুরা হামলা করে
ও বাবা, কী ঝামলা করে
রোগের ঠেলায় কাটে নাযে রাত!
পেটেই থাকে পেটেই পচে
বের হয়ে ফের দু:খরচে
আমরা মানুষ কীযে অসহায়?
কাক ও কুত্তা ময়লাখেয়েই
লাফায় কীযে শক্তিপেয়েই
অদ্ভুতুড়ে কাণ্ড কীযে হায়।
রোগপোকাদের শক্তি বেশি
আমরা মিছে দেখাই পেশী
পান থেকে চুন খসলে তো নেই ছাড়;
ঘায়ের ব্যথা চোখের জ্বালা
ডায়রিয়ায় জান ঝালাপালা
তখন কেন ডাকো হে, ডাক্তার?
৭টি মন্তব্য
গাজী বুরহান
হা হা
মজার কবিতা।
শাহ আলম বাদশা
ভাল্লাগায় কৃতার্থ হলাম
নিহারীকা জান্নাত
খুব মজা পেলাম 🙂
সত্যি কথাগুলো মজার ছলে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি।
শাহ আলম বাদশা
অনেক ধন্যবাদ ভাল্লাগায়
মুহাম্মদ আরিফ হোসেইন
হা হা হা 😀 😀
বেশ মজা পাইলাম।
শাহ আলম বাদশা
ভাল্লাগায় অশেষ শুভেচ্ছা
মোঃ মজিবর রহমান
অনেক ভাল্ল লাগলো। দারুন রম্য।