অভিমান শব্দটিকে আমি মারাত্মক ভয় পাই। জীবনে অনেক অভিজ্ঞতা আছে অভিমান নিয়ে। কেউ রাগ করলে সে ভাঙ্গাতে পারি। সবচেয়ে কষ্ট নিজের অভিমান নিয়ে, আমার অভিমান এ জীবনে দুজন মানুষ ছাড়া আর কেউ বোঝেনি। আপন ভেবে যার কাছে অভিমান রাখি সেটা উল্টে আমার উপরে এমনভাবে পড়ে আর উঠে দাঁড়াতেই পারিনা।
ড্রথি আপু এখন বলো তো কিভাবে এমন গভীর ভাবনা ভাবো? (y) -{@
৩৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
বাহ!
অনেক সুন্দর।
তোমার ছোট ছোট কবিতায় এমন প্রকাশ থাকে যে বড় কবিতার প্রয়োজন হয় না।
ড্রথি চৌধুরী
বাবা তোমার মেয়ে ^_^
মারজানা ফেরদৌস রুবা
সুন্দর!
হ্যাঁ, আপনজনদের সাথে রাগ হয় না, হয় অভিমান।
ড্রথি চৌধুরী
ধন্যবাদ আপি -{@
ছাইরাছ হেলাল
রাগ আর অভিমানের পার্থক্য
এত্ত সহজ করে বলে দিলেন!!।
ড্রথি চৌধুরী
হুম অভিমান টা সৃষ্টি শুধুই আপন জনের জন্য ! 🙂
মরুভূমির জলদস্যু
ছোট্ট এবং সুন্দর -{@
ড্রথি চৌধুরী
ধন্যবাদ 🙂 -{@
কবে যে আপনাদের মত লিখব!! অদৌ লিখতে পারবো কিনা কে জানে??!!! 🙂
আবু খায়ের আনিছ
কয়েক কথায় পূর্ণ ভাব প্রকাশ। বাহ! -{@ -{@
ড্রথি চৌধুরী
তাও তো পূর্ণ হোল না !!
ঐ যে ঐ গান্টার মত
কত যে কথা ছিল
কত যে ছিল গান
কত যে বেদনার
না বলা অভিমান ! 🙂
ধন্যবাদ -{@
নীতেশ বড়ুয়া
অভিযোগ ছিল নাকি অনুযোগ? ;?
ড্রথি চৌধুরী
নীতু তোমার কি মনে হয়? 😀
ধর তোমার জন্য (3 :p
নীতেশ বড়ুয়া
আমার জন্য লাল্টু ড্রথির (3 -{@ থাকবে সে তো জানাই আছে। দুঃসময়ে কতজনা এলো গেলো কিন্তু তোমরা ঠিকই (3 -{@ আছো…
তোমার জন্যেও (3 -{@ (3 -{@ (3 (3 -{@ (3 -{@ লাল্টু ড্রথি
নীলাঞ্জনা নীলা
অভিমান শব্দটিকে আমি মারাত্মক ভয় পাই। জীবনে অনেক অভিজ্ঞতা আছে অভিমান নিয়ে। কেউ রাগ করলে সে ভাঙ্গাতে পারি। সবচেয়ে কষ্ট নিজের অভিমান নিয়ে, আমার অভিমান এ জীবনে দুজন মানুষ ছাড়া আর কেউ বোঝেনি। আপন ভেবে যার কাছে অভিমান রাখি সেটা উল্টে আমার উপরে এমনভাবে পড়ে আর উঠে দাঁড়াতেই পারিনা।
ড্রথি আপু এখন বলো তো কিভাবে এমন গভীর ভাবনা ভাবো? (y) -{@
ড্রথি চৌধুরী
অভিমান সহজে কেউ বুঝে না আপি! অভিমান বুঝতে হলে অনুভব টা খুব থাকা লাগে! …।
হাহাহা হয় তো এই ছোট বয়সে এই বাস্তব জীবন টাকে খুব বেশি দেখে ফেলেছি 🙂 -{@ -{@ (3 (3
অপার্থিব
অল্প কথায় খুবই ভাল লিখেছেন। লিখতে থাকুন…
ড্রথি চৌধুরী
ধন্যবাদ 🙂 ভাইয়া
তানজির খান
তুমি ই হ্যাঁ তুমি ই তো বলেছিলে
আপন জনের সাথে রাগ হয় না
যা হয় তা হচ্ছে “অভিমান”।
ভাল লাগল লাইনগুলি। কবিতা ভাল লেগেছ।
ড্রথি চৌধুরী
ধন্যবাদ 🙂
তানজির খান
স্বাগতম
ড্রথি চৌধুরী
হরতাল কেমন কাটছে? 🙂
তানজির খান
হরতাল এবং অ-হরতাল দুটোতেই আমি ঘরে থাকি!!
ড্রথি চৌধুরী
হিহিহি আমার মত 😀
তানজির খান
তাই? ক্যাপটিভ লেডি!! কে যেন লিখেছিল? মাইকেল মধুসদন তাই না। পড়ে দেখতে হবে সে আপনার কথা লিখেছিল কিনা।
ড্রথি চৌধুরী
হাহাহা ওমা সে তো বিশাল ব্যাপার স্যাপার আমি হচ্ছি চুনো পুটি! 🙂 ভাল লাগে তাই খাই :p আর সারাদিন গ্রেসি কে নিয়ে খেলি 😀
বনলতা সেন
আপনি এখানে নূতন। কিন্তু লেখা তো সাধারণ।
ড্রথি চৌধুরী
ধন্যবাদ আপি 🙂
অরুনি মায়া
অনেক অনেক দিনের জমানো অভিমান একদিন কঠিন রাগে রুপান্তরিত হয়
ড্রথি চৌধুরী
উহু অনেক অনেক দিনের জমানো অভিমান আস্তে আস্তে অনুভূতি কে মেরে একদিন পাথরে রূপান্তরিত করে ! 🙂
দীপংকর চন্দ
অল্প আয়োজন অথচ গভীরতা অনেক!!
অনেক ভালো লাগলো।
শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
ড্রথি চৌধুরী
অনেক ধন্যবাদ
আপনিও ভাল থাকবেন
শুন্য শুন্যালয়
বাহ্! চমৎকার!
কতদিন হলো এমন করে অদেখা কে দেখি না।
আপনি বুঝি সবসময়ই এমন সুন্দর করে লেখেন?
ড্রথি চৌধুরী
কোথায় আর পারি??!! আপনাদের মত তো কিছুই না !
ধন্যবাদ 🙂 ভাবিনি এতটা উৎসাহ পাবো!!
অরুণিমা
দিদি এত ছোট কবিতায় আমি এমন ভাবে কথা লিখতে পারিনা।খুবই সুন্দর।
ড্রথি চৌধুরী
দিদি অনেক ধন্যবাদ (3 -{@
ব্লগার সজীব
ছোট কবিতাটি ভালো লেগেছে খুব।