অদৃশ্য নিয়তি

এস.জেড বাবু ২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০১:৩৮:৫৮অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

আমি দেখেছি তারে
বারে বারে,
আমাতে জড়িয়ে বা
আমারি চারিধারে ।
বদলেছে খানিক,
অতি নগন্য
আমিও আজও তেমনি;
ক্ষুদ্রতম, সামাণ্য ।

সাগরে ফেলেছি নিঃশ্বাস
হয়ে গেল বালুচর,
জোছনায় করেছি ইশারা
গ্রহন করেছে ভর,
আমি উড়েছি যে ফুলে ফুলে
অকারণে ঝড়েছে ধরায়,
আমি শ্রাবনে ছুঁয়েছি ঢেউ
সে নদী শুকিয়েছে খরায় ।

পথের শুরুতে,আর
পথ চলতে চলতে,
নিজেকে নিজেই বুঝিয়ে
কথা বলতে বলতে,
পথের শেষে যখনই
নামল কাঁধের বোঝা-
আমি তো তখনো নুয়ে,
দাঁড়া হয়নিতো সোজা ।

কল্পনায় করেছি পুঁজো
আর স্বজ্ঞানে আরাধনা,
গেঁথেছি সুন্দরতম
ছিড়েগেল মালাখানা;
তারে ডেকেছি আলোতে
সে এসেছে আঁধারে,
আমি সঁপেছি নাবলা কথা
সে ব্যাথা দিলো বারে বারে ।

কতবার করেছি ধিক্কার-
তারে ছেড়েছি চৌরাস্তায়,
সে যে পিছু ছাড়েনি আমার,
আবার ফিরেছে অবেলায় ।
সে ভালোবাসে ভিষন আমায়-
আমি তেমনি বাসি তারে,
আমার আগত আগামী-
আর, অদৃশ্য নিয়তি’রে ॥

-০-

১১৮৭জন ১০৯৫জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ