আমি দেখেছি তারে
বারে বারে,
আমাতে জড়িয়ে বা
আমারি চারিধারে ।
বদলেছে খানিক,
অতি নগন্য
আমিও আজও তেমনি;
ক্ষুদ্রতম, সামাণ্য ।
সাগরে ফেলেছি নিঃশ্বাস
হয়ে গেল বালুচর,
জোছনায় করেছি ইশারা
গ্রহন করেছে ভর,
আমি উড়েছি যে ফুলে ফুলে
অকারণে ঝড়েছে ধরায়,
আমি শ্রাবনে ছুঁয়েছি ঢেউ
সে নদী শুকিয়েছে খরায় ।
পথের শুরুতে,আর
পথ চলতে চলতে,
নিজেকে নিজেই বুঝিয়ে
কথা বলতে বলতে,
পথের শেষে যখনই
নামল কাঁধের বোঝা-
আমি তো তখনো নুয়ে,
দাঁড়া হয়নিতো সোজা ।
কল্পনায় করেছি পুঁজো
আর স্বজ্ঞানে আরাধনা,
গেঁথেছি সুন্দরতম
ছিড়েগেল মালাখানা;
তারে ডেকেছি আলোতে
সে এসেছে আঁধারে,
আমি সঁপেছি নাবলা কথা
সে ব্যাথা দিলো বারে বারে ।
কতবার করেছি ধিক্কার-
তারে ছেড়েছি চৌরাস্তায়,
সে যে পিছু ছাড়েনি আমার,
আবার ফিরেছে অবেলায় ।
সে ভালোবাসে ভিষন আমায়-
আমি তেমনি বাসি তারে,
আমার আগত আগামী-
আর, অদৃশ্য নিয়তি’রে ॥
-০-
১১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
নিয়তি বড়ই উল্টাপাল্টা। সেযে তার খেয়াল মতোই খেলা করে নিয়ে মনের বাসনা। সুন্দর হয়েছে। ভালো থাকুন সবসময়
এস.জেড বাবু
ধন্যবাদ প্রিয় আপু
নিয়তির উপর কারো কোন হাত নেই ‘হয়ত’
অনেক শুভকামনা আপনার জন্য।
সুপায়ন বড়ুয়া
“পথের শেষে যখনই
নামল কাঁধের বোঝা-
আমি তো তখনো নুয়ে,
দাঁড়া হয়নিতো সোজা ।”
নিয়তির খেলাতে
পাই ভারী মজা।
ভালোই হলো। শুভ কামনা।
এস.জেড বাবু
নিয়তি বড়ই বে-রসিক
কেই হোঁচট খায়- পায় সাজা
কেউ দেখে মুচকি হাসে
যেন দেখতে ভারি মজা
হাহাহা-
বোঝা নামলেও খানিকক্ষণ পিঠ সোজা হয় না কখনো কখনো।
ধন্যবাদ প্রিয় ছন্দকার।
সাবিনা ইয়াসমিন
কল্পনায় করেছি পুঁজো
আর স্বজ্ঞানে আরাধনা,
গেঁথেছি সুন্দরতম
ছিড়েগেল মালাখানা;
তারে ডেকেছি আলোতে
সে এসেছে আঁধারে,
আমি সঁপেছি না-বলা কথা
সে ব্যাথা দিলো বারে বারে…
যে আরাধনা-তপস্যায় থাকে, তাকে কখনো বলতে নেই না-বলা কথা। সব বলার পর নিজের হৃদয়টাও এক সময় শুন্য হয়ে যায়।
অনবদ্য লেখা, মন ছুঁয়ে গেলো।
শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
তবুও শূন্যতার ভীরে আরও একজন নিঃশ্ব শূণ্য মানুষের যোগফল বেড়েই যায়।
বলা হয়ে যায়, না বলতে বলতে।
চমৎকার অনুপ্রেরনায় মুগ্ধ আপু।
অনেক ভালো থাকবেন।
ফয়জুল মহী
মনোমুগ্ধকর ভাবনায় অনন্য লিখনী।
এস.জেড বাবু
একরাশি শুভেচ্ছা প্রিয় ভাইজান
ধন্যবাদ আপনাকে
হালিম নজরুল
ভাবনাটা সুন্দর
এস.জেড বাবু
আপনি সুন্দর মনের সুন্দর চোখে দেখেন তাই।
অনেক অনেক শুভেচ্ছা ভাইজান।
ছাইরাছ হেলাল
আপনার লেখায় তো হুটোপুটি করে মন্তব্য দেওয়া যায় না, ঠিক-ও না।
টাইম টাইম!