অতঃপর অতীত

রোকসানা খন্দকার রুকু ১০ জুলাই ২০২০, শুক্রবার, ০৬:০৩:৪৫অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

কবিতা,কাকে নিয়ে লিখি?

বিশ্বাস কর ‘বাবা‘কেউ নেই,

আমার ‘বাবুটা’তুমিই তো আমার সব।

প্রেম ছিলো না কোনকালে কারো সাথেই!

তুমিই আমার প্রথম শেষ সবকিছু

জান‘ সোনা‘রাগকরনা?

এই মাথায় হাত দিয়ে বললাম-

কবিতা আমার কল্পনা ছাড়াআর কিচ্ছু না।

বিশ্বাস হলোই না, তাহলে আর কি করার?

তুমি জীবনে প্রেম করনি,

কারও দিকে তাকাও নি তাই বলছ?

নাকি তোমাকে পাত্তাই দেয়নি বা প্রেম করার যোগ্যতাই ছিলনা কিংবা অসুস্থ তুমি।

তাই আমায় এত সন্দেহ তোমার!

 

হ্যাঁ!তোর যোগ্যতা ছিলনা কাউকে আপন করার,আপন করতে জানিস তুই।

আমি অনেকের ভীড়ে একজনকে বেছে নিয়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়িয়েছি, দুর্নাম হয়েছে,রটনা হয়েছে,লোকে কানাকানি করেছে তোর কোন সমস্যা?

আজও তাকে নিয়েই লিখি।

কি করবি ছেড়ে যাবি? যা,

আমরা কবেই বা কে,কাকে ধরেছিলাম।

আমি মরে যাচ্ছি না তোর জন্য বরং অভিনয় করতে হবে না আর!

লোকদেখানো ভালো বাসা বাসির ঢং।

আমার অতীত যদি তোর সমস্যা হয়,

তাহলে তুই গেলেই বাঁচি?????

 

১৯২২জন ১৮৪৭জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ