এই তো এই সেদিন বইয়েরা আমায় এন্তার অভিযোগ জানাল, বেজায় রাগ তাদের, ভারী যন্ত্রণায় বিস্তর কষ্ট পাচ্ছে তারা, না না কোন মামুলি যা-তা বা হেলাফেলার যে-সে অভিযোগ নয়। অভিযোগ গুরুতর – আমি নাকি বেশুমার এড়িয়ে চলি, ডাকলে না শোনার ভান করে বাউলি কেটে ভেগে যাই, খুবই হামবড়া এলেমদারের ভাব নেই,কীসব লিখে-টিকে গদ্যময় পৃথিবী এ-ফোঁড় ও-ফোঁড় করার স্বপ্ন দেখি,বুকে ফুঁ দিয়ে ভাবি, লেখক ? ব্যাপার না, সে তো হয়ে গেছি সেই কখন। সাধ হয়েছে পাঠকের ভাব নিয়ে ল্যাখক হওয়ার। খুবই বাড় বাড়ন্ত দশ দিক জুড়ে ।
বেমাক্কা এতগুলো কথা শুনে উঁকি দেই অভিযোগের ঝুড়ির পানে, সেখানেও উপচেপড়া ভিড় ।
মিথ্যে নয় মোটেই, সতত সত্য আছে শতগুণে ।
প্রতিটি সোনাঝরা সকালে অজানারা আসে চোখে নিয়ে জলধারা, আমাকে ঘিরে ফেলে, ঘিরে ধরে, ঘিরে রাখে ।
নিঃস্ব,অসহায়,অপারাগ এই আমি, অজানাদের নিঃস্বর চোখজল মোছাতে। কিছুই পড়া হোল না, হোল না জানা।
শুধু ‘জানিনা’টি কিছুটা হলেও মোটা দাগে জানতে ও বুঝতে পেরেছি ।
এক জীবনে এও বা কম কিসে !
৩৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
অজানারা আসুক প্রতিদিন
আসে বলেই এমন লেখা পড়ার সুযোগ পাচ্ছি ।
ছাইরাছ হেলাল
ওরা আসে বলেই নূতন করে পাঠযুদ্ধে নামতে পারি ।
পড়ার জন্য ধন্যবাদ ।
আদিব আদ্নান
জানাদের আমাদের মাঝে একটু শেয়ার দিয়ে আপনি অজানাদের
নিয়ে থাকুন ।
ছাইরাছ হেলাল
কিন্তু সমস্যা হল জানাদের সাথে খুব একটা ভাব এখনও করে উঠতে পারিনি ।
ভাল থাকুন ।
লীলাবতী
অজানাদের প্রতি শুভেচ্ছা। তারা আসুক প্রতিদিন। জানাদের জানতে চাই।
ছাইরাছ হেলাল
আপনি শুভেচ্ছা দিচ্ছেন ?
ওদের জ্বালায় আমি আছি অস্থির হয়ে ।
জানাদের আমিও আপনাদের দিতে চাই ।
ধন্যবাদ, পড়ার জন্য ।
শুন্য শুন্যালয়
সাধ হয়েছে পাঠকের ভাব নিয়ে ল্যাখক হওয়ার। (y)
শুধু ‘জানিনা’টি কিছুটা হলেও মোটা দাগে জানতে ও বুঝতে পেরেছি ।
এক জীবনে এও বা কম কিসে !
জানিনা বুঝতে পারাও কিন্তু কম নয়… 🙂
সুন্দর ভাবনা চিন্তা, মাঝে মাঝে তাদের ডাকে সাড়া দিয়েন, নইলে ঝুড়ি উপচে গেলে নতুন অভিযোগে পড়বেন…
ছাইরাছ হেলাল
অজানাদের স্বাদ মেটানোর সাধ্য এই নিঃস্বের হবে বলে মনে হয় না ।
তবুও আপনি বলছেন যখন আবশ্যই মাথায় থাকবে ।
আপনার শেষ লেখাটি অদ্ভুত সুন্দর ।
আরও লিখুন ।
পড়ার জন্য শুভেচ্ছা ।
প্রহেলিকা
ami kintu sob dekhtecti vaiya. Monta valo hoye gelei jhapiye porbo.
ছাইরাছ হেলাল
ধুর , আপনার জন্য চিন্তায় আছি ।
ঝাঁপিয়ে পড়ার কথা নয় । আপনার সমস্যা কেটে যাক এই কামনা করছি ।
প্রহেলিকা
kritoggota janacchi vaiya. Khub kushi na asole akto sahos aslo mone. Ami sararat e chilam ebong apni post deoar 10 minit porei dekhechi vaiya. Kinto poriny emon sararat sonelate loging kore thekeo karo likha poriny. Onek iccha korechilo apnar r sroddheya bonolota sener postitte dutu montobbo kori kinto koyekbar ceshta koreo asole mon bosate parlam na. Amke niye kar mone ki jonmabe tate amr kichu jay ase na vaiya tobe ami sukh dukh sob share kori sobar sathe. Apnar sathe ekti antorikota jonme geche ty bolchi asole proti masher ei somoyate mane 8-13 tarik ekto jiboner sathe joddo korte hoy amake r tay kichuta anmone thaki baddogoto vabe.blogg e keu karo khobor na nileo apnar antorikota proti ami kritoggota prokash korchi vaiya.
ছাইরাছ হেলাল
আমি ভাবলাম আপনার চাকুরী জনিত কোন সমস্যা হল কীনা ।
নির্দিষ্ট তারিখের যুদ্ধ আমার বোধের বাইরে , অবশ্য আমি না জেনেই বলছি ।
আমার কাছে সামান্য সম্পর্কও মূল্যবান । এমন কী যাদের সাথে আমার যোগাযোগ নেই তারাও
আমার মনোজগতে অবস্থান করে ।
যাই হোক , আপনি ভাল থাকুন , ভাল হয়ে উঠুন তা যেথায় থাকুন যেমন থাকুন , এমন কী ব্লগের বাইরে চলে গেলেও ।
না শুধু ৮-১৩ নয়, ৬…………থেকেই । তারিখ ঝেড়ে ঝুড়ে ফেলুন । সুস্থির শান্তিময়তায় ফিরে আসুন ।
প্রহেলিকা
অশেষ কৃতজ্ঞতা ভাইয়া। হ্যাঁ ভাইয়া আমি এই তারিখের মাঝেই একটু বন্ধী হয়ে রয়েছি অথবা থাকি। আশা করি আগামী ৩-৪ মাসের মধ্যে এই তারিখগুলোর ইন্দ্রজাল থেকে বেরিয়ে আসতে পারব। দোয়া রাখবেন ভাইয়া। কেমন আছেন আপনি? আপনাকে এখানে পেয়ে আসলেই নিজেকে সৌভাগ্যবান মনে হয়।এখন যেখানে চারদিকে নিজের সার্থ ব্যতিত কেউ একটি শব্দও উচ্চারণ করতে চায় না সেখানে আপনাদের মত মানুষ পাওয়া কঠিন।
ব্লগার রাজু
ভালো লাগল ভাইয়া 🙂
ছাইরাছ হেলাল
আচ্ছা ।
বনলতা সেন
অজানাদের সাথে ভালই ভাব জমিয়ে ফেলেছেন দেখছি । তা জমান , আমাদের আপত্তি নেই ।
জানাটকুর ভাগ চাই ।
সহজ কথাও লিখতে পারেন দেখছি । শব্দদের কোথায় লুকোলেন ?
ছাইরাছ হেলাল
ভাই ,জানতে পারলে ভাগ দিতে সমস্যা নেই ।
জানারা হারিয়েছে অজানাদের কাছে ।
শব্দেরা ধর্মঘট ডেকেছে । তাই সহজ লাইনে এসেছি ।
অবশ্যই ধন্যবাদ ।
প্রহেলিকা
আপনি আবার কোথায় চলে গেলেন?? কোনো সমস্যা হয়নিতো ??? অনেকবার খুজলাম কিন্তু দেখা পেলাম না আপনার। গলার স্বর সরু হওয়াতেই মনে হয় কর্ণকুহুরে পৌছাচ্ছে না।
ছাইরাছ হেলাল
সমস্যারা এখন এর তেমন নজর দেয় না ।
কাহাতক আর ওরা সময় নষ্ট করবে ? ঢের কাজ আছে ওদের শত ব্যস্ততার মাঝেও ।
প্রহেলিকা
আমি আপনার জন্য বার বার এসে ফিরে যাচ্ছি কোথাও দেখা পাচ্ছি না. কোথায় চলে গেলেন আপনি ভাইয়া???? দেখা দিন নাকি আমাদের জন্য আবার কঠিন কিছু লিখতে বসে আমাদেরকেই ভুলে গেলেন ???একবার তো এসে চোখ বুলানো যায় তাই না?????
ছাইরাছ হেলাল
কয়েকজন প্রায় জ্ঞানী মানুষের সাথে তাদের একটি অ্যাসাইনমেন্টে আমাকে সাথে থাকার সুযোগ দিয়েছিল । একটু রিমোট এলাকায় একটি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের কাজকর্ম সরজমিনে প্রত্যক্ষ করা । ও তাদের একটি ‘ছবি তোলা’ কার্যক্রমের সাথে থাকা । এটি ছিল আমার জন্য বেশ শারীরিক কষ্টের এই পড়ন্ত বয়সের শেষ প্রহরে । প্রখর রোদে হাঁটতে থাকা এবং দুপুর দু’টে থেকে প্রায় চার’টে পর্যন্ত একটি ব্রিজের উপর এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করা (সামান্য ছায়া ছাড়া) , এই পথে এই ব্রিজের নীচ দিয়ে অতি বৃহৎ প্যাডেল ষ্টীমারের অতিক্রম কালীন ছবি ধারণ । মনে মনে ভয় পাচ্ছিলাম যদিও অসুস্থ হওয়ার কিন্তু বলতে পারিনি । অবশ্য আমাকে বারবার বলছিল দূরে গাছের ছায়ায় দাঁড়াতে । কিন্তু এত কষ্ট করে এসে যদি ‘ওরা কী করে’ না দেখতে পারি তাহলে একটু হলেও ‘জীবন বৃথা’ ভাব চলে আসতে পারে । সে সুযোগ জীবনকে এত সহজে দেয়া ঠিক হবে না ভেবে গরম জল খেয়ে হলেও লেগে রইলাম । ওদের সাথে আছি এটি আমার ভাললাগার একটি অংশ । অনেক জানা হল , জানা বিষয় আবার ঝালিয়ে নিতে চেষ্টা চলল । এই এই সব আউল ফাউল কাজে সময় দিলাম যেমন আমি দেই ।
না না , আমি কোন সমস্যায় নেই । উৎকণ্ঠিত করেছি দেখ কেমন কেমন লাগছে ।তাছাড়া এই মুহূর্তে সামান্য একটি খুবই হাল্কা লেখা প্রকাশের অপেক্ষায় আছে যদিও এই টাইপের লেখাও এই-ই লিখলাম প্রথম । আপাতত প্রকাশের অপেক্ষমাণ লেখার তালিকা শূন্য বলা চলে । পড়াশোনার ডাক উপেক্ষা করে গণ্ডগোল পাকানোর সাহস দেখানোর সাহস পাচ্ছি না । সাহস ধার করার বা দেয়া নেয়ার সিস্টেম থাকলে মন্দ হত না । বেশ হঠাৎ হঠাৎ সাহসী বনে যেতাম ।
অপেক্ষা করছি আপনার লেখা পড়ার । ১৩ তারিখ বেশ দূরেই মনে হচ্ছে ।
ধন্যবাদ ।
প্রহেলিকা
jak vaiya aslen tahole amake ar kosto korte holo na. Ajk diner vitor na asle nikhoj songbad sironame posht diye khojtam apnake. jak aslen tahole onk onk valo laglo… harai jaben na abar dekhiyen. R kothao gele profile bole jaben koi jacchen.
ছাইরাছ হেলাল
আমার যে হারিয়ে হাওয়ার জায়গার খুবই অভাব ।
আমি হারাতে চাই নিজের মাঝে ।
আচ্ছা এর পরে জানিয়েই হারাব , অন্যরাও একই পদ্ধতি অবলম্বন করুক তা কিন্তু চাইতেই পারি ।
প্রহেলিকা
vaiya sobaikei ei niyom palon korte hobe. apnito gotokal ghure aslen.ami vaiya probase thaki desh dekhte pari na ty bolchilam ki kichu mone na korle gotokaler tola kichu chbi din na dekhi..please kichu mone korben na.
ছাইরাছ হেলাল
আমিতো ছবি তুলতে পারি না , অন্যদের তোলা দেখি ,
শেখার চেষ্টা করছি ।
আপনার মেইল এড্রেস দিয়ে দেখতে পারেন ।
পছন্দ না হলে দায় ,আপনার ই ।
এখানে আমি ছবি আপাতত দিচ্ছি না ।
আপনি কী এ বিষয়টিতে আগ্রহী ?
অপরাজিতা সারাহ
একটা ছবি ব্লগ কিন্তু দিতেই পারেন,শুধু প্রহেলিকা নয় আমরাও খুসি হই। 😉
ছাইরাছ হেলাল
না না ,জনাব , দেখানোর মত কোন ছবি নেই তাতে ।
প্রহেলিকা
obossoi vaiya kritoggo thakbo jodi pathan doya kore. Asolei ektu luve porechi apnar gotokaler kotha shone vaiya. Please pathiye diben. Abar kichu mone koren nito?korle koren tarporo pathaben vaiya.
[email protected]
ছাইরাছ হেলাল
RAW ফরম্যাট দেখতে পারলে হ্যাঁ বলুন , না পারলে না ।
তাহলে jepg তে-ই দিব ।
মজা পাবেন না , একটু ভিন্ন হয় আমার ছবি ।
ও হ্যা, আমি কিন্তু মানুষদের ছবি তোলা শেখার চেষ্টা করিনি , কঠিন বলে ।
প্রহেলিকা
apnake koshto dicchi bole onek lojja lagteche vaiya. Jekono ekta formetei din.jepg te ekto valo naholeo somossha nei vaiya.
ছাইরাছ হেলাল
আচ্ছা দিচ্ছি ।
আপনি ছাড়া আর কোথায় এ ছবি প্রদর্শন বা ব্যাবহার করা যাবে না ।
যদিও খুব ছোট ছবিই দিচ্ছি ।
আবার মনে করে বসবেন না যেন আহামরি কোন কিছু পাঠাচ্ছি ।
একটু ভাব নিচ্ছি মাত্র ।
প্রহেলিকা
পেয়েছি শ্রদ্ধেয় হেলাল ভাই। আসলেই সব দিক থেকেই পক্ক আপনি। কষ্ট যে আপনাকে একটু দিয়েছি সেটা অনুভব করতে পারছি ভাইয়া। তবে কষ্ট দিলেও নিজেতো তাই আবার খুশি লাগছে। অশেষ কৃতজ্ঞতা জানবেন। \|/
অপরাজিতা সারাহ
আমরা পাইনি।এটা কেমন হল? 🙁
ছাইরাছ হেলাল
আপনার পছন্দ হবে না ।
অপরাজিতা সারাহ
জানি না কথাটিও খুব কম মানুষই জানতে পারে।আর যারা জানেন,তারাই আসলটা জানেন। 🙂
নতুন লেখা কবে পাচ্ছি? রাইটার্স ব্লক কবে আনব্লক হবে বলুন দেখি? ^:^
ছাইরাছ হেলাল
নারে ভাই , প্রতি মুহূর্তে বুঝতে পারি সত্যিই কিছুই জানা হল না ।
তাই-ই বলি অন্য কিছু না ।
না কোন লেখা আসলে মাথায় নেই ।
আবার যা আছে , ভাষা সেখানে পৌছাচ্ছে না ।
তাই জানিনা কবে কথন কী ভাবে লিখব ।
তবে আপনাদের লেখা পড়ব অনেক ।
অপরাজিতা সারাহ
আপনার লেখা ভিষন মিস করছি।
সেজন্যেই বলি,লেখার বিরতি যখন চলছেই,তখন ছবি ব্লগেই আসুন না কেন?ভালোও কিন্তু লাগতে পারে।আর ওই যে বললেন,আপনি একটু অন্যরকম তোলেন,তাই শুনেই কিন্তু আগ্রহের কাঁটা দরদর করে উপরে উঠে গেছে।আমাদের হতাশ করবেন? 🙁
বনলতা দি গেলেন বিরতিতে,আপনিও বিরতিতে,আমাদের কি হবে? ;(
ছাইরাছ হেলাল
পাঠক হয়ে আপনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ছাড়ব ।
নীলাঞ্জনা নীলা
“প্রতিটি সোনাঝরা সকালে অজানারা আসে চোখে নিয়ে জলধারা ,আমাকে ঘিরে ফেলে,ঘিরে ধরে,ঘিরে রাখে।”—–
“জানিনা” এ শব্দটির মানে জানা আছে, আমার তো তাও অজানা।