বিখ্যাত পরিচালক উডি এ্যালেনের ছবি। Vicky Cristina Barcelona (2008)। Scarlett Johansson , Rebecca Hall ও প্রচণ্ড Javier Bardem দের অনবদ্য অভিনয় শৈলী। একটু ইয়ে মতন আছে কিন্তু। ব্যাপার ন। ভালোবাসার নিগুর মনস্তত্ত্ব নিয়ে আমরা এগোব।আর দেখতে থাকব অপরূপ স্পেন কে প্রাণ ভরে।উহ্ ,আরও আছে বিখ্যাত Penélope Cruz।
দু’বান্ধবীর গ্রীষ্মে স্পেনে অবকাশ যাপনের সময় হৃদয় জগতে ঘটে যাওয়া নানা ঘটনার পরিক্রমা। Vicky ( Rebecca Hall) and Cristina (Scarlett Johansson)। Vicky এর বয়ফ্রেন্ড আছে এবং কিছুদিন পরেই তাদের বিয়ে হবে ,সে খুবই প্রাক্টিকাল। Cristina এর ব্রেক আপ হয়েছে কিছুদিন আগে,সে একটু অ্যাডভেঞ্চারাস।দু’জনের পরিচয় হয় celebrated seductive painter Juan Antonio (Javier Bardem)ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন সময়ে। দু’জনের সাথেই ভালোবাসা তৈরি হয় Antonio এর। এর মধ্যেই এসে পড়েন Antonio এর প্রাক্তন স্ত্রী Maria Elena (Penelope Cruz) যার সাথেও আছে Antonio এর আত্মিক সম্পর্ক। Maria Elena ও চিত্র শিল্পী যে মনে করে Antonio তার ‘ভাব’ চুরি করেছে।শেষে দু’ বান্ধবী আবার প্রকৃত বান্ধবী হয়েই ফিরে যায় ছুটি শেষ করে।
জীবনের সংঘাত পুরনো ও আধুনিকতার । ত্রিভুজ প্রেম এক সময় চর্তুভুজে রূপ নিয়ে জটিলতায় পৌছে দেয় । ভালোবাসার মধুরতা ও যন্ত্রণা তুলে এনেছেন নিপুণতায় ।ছবিতে ধারা বর্ণনাকারীর বর্ণনা শুনতে ভালই লাগে ।
ফটোগ্রাফির কিছু ব্যাপার আছে।কেউ আগ্রহী হলে আরও বেশি করে খুঁটিয়ে দেখতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যে প্রাণ মন জুড়িয়ে যাবে,এ কথা দিতেই পারি।
মানব মনের বিচিত্র ভালবাসার সুলুক সন্ধান করার চেষ্টা করেছেন পরিচালক তাঁর মত করেই ।
Elegy (I) (2008) পরের ছবি
—————————————————-
এক জন সামান্য নবিশ মাত্র । যে আপনাদেরই সাহায্য প্রার্থী ।
ছবি দেখুন। হাসুন ও কাঁদুন ।
২৭টি মন্তব্য
শুন্য শুন্যালয়
সম্পর্কের এমন জটিলতার ছবি আমার কাছে পুরোই নতুন। Penelope Cruz যতটুকু ছিলেন তাতে তাকেই সবচেয়ে স্ট্রং মনে হয়েছে। scarlet আপনার পছন্দের কেনো তাও বুঝলাম। আমি আগে দেখিনি তার অভিনয়।
স্পেনের সৌন্দর্য দেখার মতোই। আর ব্যকগ্রাউন্ড গান টা বললেন না? দারুণ দারুণ।
ধারা বর্ননা আলাদা মাত্রা এনেছে মুভিতে।
এমন প্যাঁচঘোচের সম্পর্ক দেখে মাথা কিছুটা প্যাঁচিয়ে গিয়েছিল এইটা ঠিক।
রিভিউ কিন্তু ভালো হয়ে যাচ্ছে, কারো কারো লেখার প্রভাব থেকে দূরে থাকুন। কার তা বলবোনা বুঝে নিতে হবে। 🙂
শাদমান সাকিব
ব্লন্ড scarlet কে পছন্দ না করে উপায় নেই। প্রায় অর্ধেক সময়ের পর ছবিতে Penelope Cruz এসেছে।
তার স্বকিয়তা উজ্জ্বল বিশিষ্টতা নিয়ে। Penelope Cruz নিজে দেখতে সব থেকে সুন্দর নাকি এই ছবিতেই সবাই এটাই বলে। পরের ছবি কিন্তু তারই। মানব মনের জটিলতা সুন্দর করেই তুলে ধরেছেন। গান অনেক সুন্দর বলতে মনে ছিল না। দেখবেন মাথা শক্ত রাখতে হবে ।সামনে আরও ভিন্ন ভিন্ন ছবি আমরা দেখব। সুন্দর ও কঠিন। যাক লিখতে পারছি তাহলে। অনেকের লেখা পড়ছি ।তাই অজান্তে প্রভাব পড়তেই পারে। এখনও বুঝতে পারি না। আপনার মত হয়ে যাচ্ছে নাকি ? আপনার আরও একজন লিখবে বলছে । জানি না সে লিখলে কী হবে। এখানে অনেকেই ভালো লেখন। প্রভাবটি বলে দিতে পারেন। আরও ভাল করে পড়ি। না হলে প্রভাব এড়িয়ে যাই। ছবি নিয়ে লেখা সহজ কোন কাজ নয়।আমার সেটাই মনে হয়। ছবি দেখুন ভালও থাকুন।
শুন্য শুন্যালয়
আমি তো আমার নিজের লেখা বুঝিনা, অন্যদেরটা বুঝি। আপনার লেখা আপনার মতোই হচ্ছে। সে লিখলে বেশ একটা ব্যাপার হবে। ভাবছি একটা দিন দেখে সবাই মিলে রিভিউ লিখলে কেমন হয়? অবশ্য কেউ কেউ এখনই সোনেলাকে সিনেমা হল বলছে 🙂 ছবি নিয়ে লেখা আসলেই কঠিন কাজ, আপনি সুন্দর করেই লিখছেন। প্রভাব এড়াতে হবেনা, আমি নিজেও কারো কারো দ্বারা প্রভাবিত হতে চাই, চেস্টা করি। লিখুন নিয়মিত এখানে, আবার পালিয়ে যেয়েন না।
সাবালক
এই বেকার ছেলেটির জন্য মুভি দেখার যেই আগ্রহ সৃষ্টি করেছেন তার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেই হচ্ছে। মুভির মুভিও দেখা হবে সাথে বেকার শব্দটির অত্যাচার ও দূর হবে, এখন থেকে কেউ আর বেকার বলতে পারবে না, মুভিখোর বললে বলুক।
শাদমান সাকিব
বেকার ও একটি কার । যেটি সাময়িক । দেখতে শুরু করুণ । হয়ে যান মুভিখোর ।
স্বপ্ন
মুভিটি দেখা হয়নি, এবার দেখতেই হয়।
শাদমান সাকিব
এখনই দেখে ফেলুন দেরি না করে । ভালো লাগবেই । আপনি অনেক দিন লেখেন না ।
ছবি দেখুন আনন্দে থাকুন ।
বনলতা সেন
পরের ছবিটায় আপনার আলোচনায় যোগ দেয়ার ইচ্ছে আছে । দেখতে শুরু করেছি একটু একটু করে ।
শাদমান সাকিব
অবশ্যই আপনি পরের ছবি নিয়ে আলোচনায় আসবেন ।
শিশির কনা
আমার প্রিয় মুভির তালিকায় এটি আছে ভাইয়া। রিভিউ ভালো হয়েছে। পছন্দের কিছু মুভির নাম দিতে হবে আপনাকে, আমি তেমন লিখতে পারিনা, আপনি লিখবেন আমার পছন্দের মুভি নিয়ে 🙂
শাদমান সাকিব
আপনি নাম বলে দিলে আমি চেষ্টা করব সে ছবি নিয়ে আলোচনা করার। আমিও তেমন লিখতে পারি না ।
লেখার চেষ্টা শুরু করেছি মাত্র ।
জিসান শা ইকরাম
ব্যস্ততার কারনে, মুভি দেখার আসলে টাইম পাইনা।
চর্তুভুজ প্রেম এর মুভি আমি কোনোদিন দেখিনি ।
এটি দেখতেই হবে ।
রিভিউ লেখা চলুক ।
শাদমান সাকিব
টাইম পেতেও হবে দেখতেও হবে । এই ছবিটি বিচিত্র টানাপোড়ন নিয়েই তৈরি হয়েছে ।
দেখলে ভালো লাগবে আমি নিশ্চিত ।
দেখতে শুরু করে দিন ।
জিসান শা ইকরাম
এক বন্ধুর কাছে মুভিটি আছে
তাই ডাউনলোডে আর গেলাম না
দেখে ফেলবো আজকেই ।
শাদমান সাকিব
পরেরটিও দেখে ফেলুন সময় করে ।
মিথুন
ভালোবাসার আসলে স্থায়ী রূপ নেই কোন, এটি যে কোন সময়ে যে কোন রূপ ধারন করতে পারে।
শাদমান সাকিব
এত কঠিন করে বলে দিলে চোট দেয়া ঠিক না । বুঝতে পেরেছি ছবিটি সম্বন্ধে আপনি জানেন ।
ব্লগার সজীব
কত ব্লগার আমাদের এখানে এখন। মুভি পাগল নেই মনে হয় তেমন। আপসোস ।
শাদমান সাকিব
মুল্যবান সময় কেঊ নষ্ট করতে চায় না । আপনি ঠিক বলেছেন ।
তবে ছবি দেখে এই সামান্য দু’এক লাইন লিখতে অনেক সময় লেগেছে ।
ব্যাপার না ।চলবে ।
ব্লগার সজীব
মুভিটি দেখেছি, জীবনের সংঘাত এবং ভালোবাসার যন্ত্রনা ভালোভাবেই উপলব্দি করা গিয়েছে। ভালো হয়েছে রিভিউ ।
শাদমান সাকিব
অনেক গুলো দিক এখানে তুলে ধরা হয়েছে যা সত্য । পড়ার জন্য ধন্যবাদ ।
ব্লগার সজীব
Elegy (I) (2008) ডাউনলোড শুরু করেছি। দুদিন পরে দিন পোষ্ট প্লিজ, আলোচনায় থাকতে পারবো তাহলে।
শাদমান সাকিব
পরেই দেব ।আমার নিজের তো কিছু পড়াশোনা করতে বে লেখার জন্য ।
ছাইরাছ হেলাল
জটিল মনস্তাত্ত্বিক ছবি । স্পেনের প্রাকৃতিক সৌন্দর্য্য এ ছবিটি ধারণ করে ।
লিখতে থাকুন ।
শাদমান সাকিব
আপনাকে আর কী বলার আছে । খুব সুন্দর মনকাড়া দৃশ্য আছে ।
মিসু
এটির নামও লিখে রাখলাম। সুযোগ পেলেই দেখবো।
লীলাবতী
এত ভালো মুভি, দেখতেই হয় ।