আমি দেখিয়াছি সে নরক, আমি চাহিয়াছি তোর মুখ মুহূর্তমাঝে ধুইয়া সাফিয়া ধূলিসাৎ হয় সুখ যায়রে ফাটিয়া তব ধমনির শিরা তুই কলিজাহীনা রুদ্র ধরণীতলে বীণা বাজে গর্জিয়া ঝংকার মোর মাঝে বাজে কাঁকন সুরে ব্যাথা মম আত্মার অগ্নিতপ্ত অনল অশনে পুড়িয়া যে অঙ্গার জীবন-মৃত্যু ,সুধা-গরলের ফারাক পড়ে না আর বুঝবিরে তুই খুঁজবি রে তুই ঊর্ধ্ব [ বিস্তারিত ]