রাতের রাস্তায় এখন থেকে আবার আমায় পাবে ফুটপাতে ছোট্ট শিশুটির পাশে, রেলস্টেশনে কিংবা সদরঘাটে, কাকভেজা আমায় আবার ফিরে পাবে গোরস্থানে কিংবা শ্মশানে। বাঁচতে চেয়ে ফিরে গিয়েছিলাম তোমাদের সভ্য সমাজে ! কি নিষ্ঠুর তোমরা ! ভালোবাসা বোঝ কিন্তু মন বোঝ না যাপিত জীবনের শুভ্র পাতায় নোংড়াটুকুই খোঁজ ! যৌবনিক শিহরণও যে ভালোবাসা থেকে আসে এই সহজ [ বিস্তারিত ]