***সোনেলায় যদি সবচেয়ে ফাঁকিবাজ ব্লগারের লিস্ট করা হয় তবে আমি থাকবো সবার উপরে ১০০%!*** যাই হোক, বহুদিন পর একটা কবিতা লিখলাম। ------------------------------- আমি কি একটু বেশি চাচ্ছি তোমার কাছে? কিংবা এটাই তো হবার কথা ছিল। হয়তো, তুমি মুখে কিছু না বললেও তোমার চোখের দৃষ্টি কিংবা মনের অব্যক্ত কথাই, আমাকে বার বার বলছে যে আমি ভুল [ বিস্তারিত ]