আমরা অনেকেই আবেগ বা জেদের বসে বলে থাকি সাইজ ডাজ নট ম্যাটার। এটি আমি মানি না। জীবনের সবকিছুই হতে হবে সাইজ মত। খাপেখাপ না মিললে সমস্যা হবেই। আপনি একজন মোটকু মানুষ,আপনার বুকের মাপ ধরা যাক ৩৬। আপনি ৪২ ইঞ্চির টি সার্ট কিনলেন, কেমন দেখা যাবে? অথবা ৩০ সাইজের কিনলেন, কি হবে এই সাইজ দিয়ে ?
আমি চিকনা চাকনা মানুষ। কোমর ৩২। আমি যদি ৪২ সাইজের প্যান্ট নেই, তাহলে এমনি করেই রাস্তায় হাটতে হবে। বাতাস খাওয়ার জন্য এটি উপযোগী হলেও সাইজ কিন্তু এখানে ম্যাটার 🙂
এখানে তালা চাবি আছে। ছোট তালায় বড় চাবি বা বড় তালায় ছোট চাবি ঢুকালে কি হতে পারে? ছোট তালায় বড় চাবি ঢুকবে ? বড় তালায় ছোট চাবি ঢুকাতে পারেন, শুধু ঘোটা ঘুটিই হবে কাজ হবে না। সঠিক সাইজের চাবি দিয়ে তালা খুলতে পারবেন, নতুবা নয়।
আপনার সন্তান বা ছোট ভাই বোনকে এমন স্যান্ডেল পরালে কেমন হয়? সাইজ যদি কোন ম্যাটার না হয়ে থাকে, তাহলে এমন স্যান্ডেল দিন ছোটদের।অথবা আপনি পায় দিন আপনার সন্তান বা ছোট ভাই বোনদের জুতা স্যান্ডেল।
রিক্সার সিট দুজনার জন্য বানানো, পাবলিক বাসে কোন সিট দুজনের জন্য কোন সিট তিন জনের জন্য। টেম্পুতে লেখা থাকে এখানে ৬ জন বসিবেন। এই সাইজের ২ জন মানূষ যদি রিক্সায় ওঠেন, বসতে পারবেন? বাসে ২ জনের সিটে এমন লোক উঠলে একজনকে তো দাঁড়িয়ে থাকতে হবে। আর ৬ জন বসিবেক টেম্পুতে কি এদের মাঝ খান দিয়ে চিড়ে বসাবেন ?
লিফট থাকে ৮ জনের, ১০ বা ১২ জনের। এই সাইজের সব হলে কেমন হয় ? লিফটে এরা উঠে বলবেন ‘ আমরা যা লেখা আছে সে সংখ্যাই উঠেছি”, চলবে লিফট ?
কুস্তি হবে, ছোট কুস্তীগির বেশ ভাব নিয়ে বললেন ‘ size doesn’t matter ‘ , কি হতে পারে ফলাফল ? বড় জোড় কাতুকুতু দিতে পারবে সে 🙂
শিশুদের ক্লাস হচ্ছে, টিচার সাইজের বিষয়টি উপেক্ষা করে, একটি ছোট হাতা ওয়ালা চেয়ারে ক্লাস নেয়া শুরু করলেন। ক্লাসের পরে সমস্ত শিশু মিলে টেনেও তো শিক্ষকের পাছা থেকে চেয়ার আলাদা করতে পারবে না ।
এমনি উদাহরন আরো দেয়া যায়। একদিন বয়সি একটি ঘোড়ার পিঠে আপনি উঠলে কি হতে পারে ? একটি চাড়া গাছের ডালে আপনি শখ করে বসে দেখুন, শিশুদের জন্য আনা সাইকেল আপনি চালিয়ে দেখুন, সাতার কাটার জন্য এক বালতি পানিতে আপনি নামতে পারেন, আমি নামবো না। জলাধারে প্রচন্ড বাতাসে ঢেউ উঠলেও এক মগ পানিতে ঢেউ কিন্তু উঠবে না, যদিও মগ একটি জলাধার।
অতএব size does matter.
৩৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
size does matter সে ছবি দেখে হাড়ে হাড়ে টের পাচ্ছি ।
আপনি পারেন ও বটে।
ব্লগার সজীব
আমি যে ব্যাপক গিয়ানী, বুঝতে হপে :p
বনলতা সেন
অবশ্যই সাইজ একটি বড় ব্যাপার। কই পান এ সব ?
ব্লগার সজীব
সাইজ অবশ্যই বড় ব্যাপার। গিয়ানী এবং দার্শনিকদের কাছে এসব থাকে। আশাকরি ভুলে যাবেন না 🙂
শুন্য শুন্যালয়
হি হি ভাইয়া, আপনার ব্রেইন কালেকশানে এ মুগ্ধ হয়ে যাই। অবশ্যই size does matter. সবকিছুই খাপের খাপ মেলা চাই।
বেসাইজের বিপদ বক্রে বক্রে 🙂
ব্লগার সজীব
জি জি শুন্য জি, সব কিছু খাপে খাপ মিলতে হবে। মুগ্ধতার আর কি দেখলেন, সবে তো শুরু 🙂
শুন্য শুন্যালয়
সবে শুরু করেছেন বলেন কি? এরপর আর কি কি আসতে পারে, অগ্রিম একটা ধারন দিন তো। মুখ হা করে লক জ না হয়ে যায় আবার 😛
ব্লগার সজীব
সোনেলার পরিবেশ বিবেচনায় রেখে অনেক কিছুই উহ্য রয়ে গিয়েছে এখানে। এই পোষ্ট অন্য কোথাও দিলে ১৮+ কিছু কন্টেন্ট এসে যেতো। কবি শুন্যালয় বলেছেন ; বেসাইজের বিপদ বক্রে বক্রে ‘ 🙂
জিসান শা ইকরাম
অতএব প্রমানিত সাইজ ডাজ ম্যাটার 🙂
ব্লগার সজীব
আর এটি প্রমান করিল এ শতাব্দীর শ্রেষ্ঠ গিয়ানী সোনেলা ব্লগের সজীব 😛
মোঃ মজিবর রহমান
সজিব ভাই, আমার কাহিনী শুনুন, আমি অনার্সে পড়ি জিন্স প্যান্ট পরিধান করার ইতুস পিতুস হল হলেই হই না। কোমর ২৫ ইঞ্চি, লম্বা লাগবে ৩২ ইঞ্চি। বুঝুন ঠেলা কোথাও হইনা। এক ক্লাসমেট দিল বুদ্বী করলাম ও তাই, সেটা এখন আমার বড় জালা তাহল হোস্টেলে খায়নের সময় চর্বি খাওয়ার যুক্তি দিয়েছিল। এখন যা হবার তাই পেট মোটা ভাল লাগেনা। বেসাইজ।
ভাল লিখেছেন ভেজাইল্যা।
পড়ে আনন্দ পায় ও শিখি।
ব্লগার সজীব
২৫ কোমড় ? ৩২ ইঞ্চি লম্বা মাত্র ? এতো দেখি খুবই ছোট। অবাক হলাম খুব মজিবর ভাই।
মোঃ মজিবর রহমান
সরি ভাইয়া ক্ষমা করুন।
৪২ ইঞ্চি লম্বা।
ব্লগার সজীব
এবার ঠিক আছে 🙂
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ছবি দেখে হাসতেই আছি। গুড কালেকশন। মানলাম, তবে বন্ধুত্বে সাইজ ডাজ নট ম্যাটার। আমার বন্ধু ছোট থেকে ৫০+ মানুষ আছেন।
ব্লগার সজীব
আপনার যুক্তির কাছে তো পরাজিত হয়ে গেলাম আপু 🙁 বন্ধুত্বে সাইজ ডাজ নট ম্যাটার 🙂
বনলতা সেন
শুধু অকৃত্রিম বন্ধুত্বে সাইজ ডাজ নট ম্যাটার।দারুণ কালেকশন।
ব্লগার সজীব
অকৃত্রিম বন্ধুত্বে সাইজ ডাজ নট ম্যাটার, একথায় পরাজিত হলাম দিদি:)
শুন্য শুন্যালয়
Where size doesn’t matter. পোস্ট এবার রেডি করতে হবে দেখছি।
ব্লগার সজীব
লিখে ফেলুন আপু প্লিজ , Where size doesn’t matter পোষ্ট এর জন্য অপেক্ষা করবো কিন্তু ।
বনলতা সেন
ভোরের সাথেও size doesn’t matter।
ব্লগার সজীব
কিসের মাঝে কি এনে আমার মাথা খারাপ করে দিচ্ছেন আপনারা। ভোর কি বস্তুগত কোন বিষয় যে এর সাইজ আছে ? 🙁
বনলতা সেন
কাঁড়াকাঁড়ি চলছে আপনি টের পাচ্ছেন না এ কেমন তর কথা !
ব্লগার সজীব
ভোরকে নিয়ে কাঁড়াকাঁড়ি চলছে তা তো টের পাচ্ছি। ভোর তুমি কার ?
মরুভূমির জলদস্যু
চমৎকার উপস্থাপনা। :Cool:
ব্লগার সজীব
ধইন্যা পাতা লন ।
ছাইরাছ হেলাল
জ্ঞানের নহর বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি ।
ব্লগার সজীব
জ্ঞানী মানুষ না আমি ? 😛
স্বপ্ন
:Happy:নাইস কালেকশন এবং উপস্থাপনা ।
ব্লগার সজীব
ধইন্যা পাতা আপনার জন্য।
মেহেরী তাজ
আমি আপনার সাথে একমত ভাইয়া। কারন আমি L সাইজ কোন কিছু পরলে ফ্রেড রা বলে স্মার্ট আর XL সাইজ কিছু পরলে বলে ফকির।
ব্লগার সজীব
XL সাইজ কিছু পরলে বলে ফকির ? :Overjoy: হা হা হা হা হা হা
খেয়ালী মেয়ে
আমন্ত্রন পেয়ে আর দেরি করি নাই চলে আসলাম—
অবশ্যই অবশ্যই সাইজ ম্যাটার আপনার এখানে এসে সেটা আরো ভালভাবে উপলব্ধি করলাম..
ব্লগার সজীব
আমন্ত্রন গ্রহন করার জন্য ধন্যবাদ আপু। উপলব্দি করার জন্য ধন্যবাদ।
নীতেশ বড়ুয়া
:D) 😀 :D)
ব্লগার সজীব
🙂 -{@
অনিকেত নন্দিনী
এ শতাব্দীর শ্রেষ্ঠ গিয়ানী এবং দার্শনিক সোনেলা ব্লগের সজীব এই পোস্টখানি না লিখলে কি আর শুন্য শুন্যালয় এমন করে পাত্রী খুঁজে বেড়াতো? :p :p :D) :D) :D)
ব্লগার সজীব
ঝাতি এমন লোকের মূল্য বুঝলো না আপু,কি যে হবে এই ঝাতির? :p