ঠিক কখন বা কতদিন আগে মানব জাতি ধর্ম বা বিশ্বাস সম্বন্ধে ভাবতে আরম্ভ করে তা অজানা। তবে প্রত্নতাত্ত্বিকরা রিসার্চ করে দেখেছেন যে, মধ্য paleolithic যুগ থেকে মানব জাতি ধর্ম পালনের ধারণা করতে থাকে। Dunbar নামক একজন গবেষক গবেষণা করে বলেন, ধর্মের উদ্ভব হয় “A way to promote co operation in social group”, অর্থাৎ এক সঙ্গে [বিস্তারিত]